ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫, ৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাবেক এমপি নুর মোহাম্মদ মণ্ডল কারাগারে কিশোরগঞ্জে যুবলীগ নেতা ইউপি চেয়ারম্যান পূর্ণবহালের প্রতিবাদে মানববন্ধন পঞ্চগড়ে সেনাবাহিনীর অভিযানে জাল ডলার বিক্রি চক্রের ৬ সদস্য আটক বন্যায় ক্ষতিগ্রস্থ প্রান্তিক মৎস্য চাষীদের মাঝে মৎস্য খাদ্য বিতরণ জামালপুরে করোনায় এক চিকিৎসক আক্রান্ত ভাঙা নয়,মূল নকশায় ফিরছে নজরুল বিশ্ববিদ্যালয়ের ‘বিতর্কিত’ ভাস্কর্য ‘অঞ্জলি লহ মোর’ ভাড়া নিয়ে বিতন্ডায় প্রাণ গেলা অটোচালকের ভাড়া বেশি নেওয়ার প্রতিবাদ করায় মাথা ফাটালো যাত্রীর গাইবান্ধায় প্রকাশ্যে স্টেশনমাস্টারকে মারধর যৌতুকের টাকা না পেয়ে গৃহবধূকে পুড়িয়ে হত্যা

ভারতে ইসলামবিদ্বেষী ঘটনার উত্থানে নয়াদিল্লিকে সতর্ক করল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : ০৪:৩২:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
  • / ৫০ Time View

ইসলামবিদ্বেষের ঘটনায় ভারতে বিক্ষেভ। ফাইল ছবি

ভারতজুড়ে ইসলামবিদ্বেষী ঘটনা বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান। শনিবার এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত আলী খান বলেন, ‘ভারতে মুসলিম সম্প্রদায়ের ওপর ঘৃণাত্মক বক্তব্য, বৈষম্যমূলক পদক্ষেপ এবং রাষ্ট্রীয় নিরবতা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য গভীর উদ্বেগের বিষয়।’

শনিবার (৩১ মে) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে জিও টিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানি মুখপাত্র আরও বলেন, ‘পাকিস্তান ভারত সরকারকে আহ্বান জানায়, তারা যেন জাতি, ধর্ম নির্বিশেষে সকল নাগরিকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করে।’

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত আলী খান

সম্প্রতি ভারতের পেহেলগামে একটি ভয়াবহ হামলায় অন্তত ২৬ জন পর্যটক নিহত হওয়ার পর থেকে সংখ্যালঘু মুসলিমদের ওপর চরমপন্থি হিন্দুত্ববাদীদের হামলা আরও বৃদ্ধি পেয়েছে। পাকিস্তান দাবি করেছে, এই ঘটনার পর দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা বাড়ে এবং এর জবাবে পাকিস্তান ‘অপারেশন বুনয়ানুম মারসুস’ নামের একটি বড় সামরিক অভিযান চালায়, যার আওতায় একাধিক ভারতীয় সামরিক স্থাপনায় হামলা করা হয়।

ভারতে এপ্রিলের ২২ তারিখের ওই হামলার পর থেকে, দিল্লিভিত্তিক সংগঠন অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অব সিভিল রাইটস-এর তথ্য অনুযায়ী, দেশজুড়ে অন্তত ১৮৪টি ইসলামবিদ্বেষী ঘটনা রেকর্ড করা হয়েছে। এর মধ্যে রয়েছে হত্যাকাণ্ড, মারধর, হুমকি, দোকানপাট ও বাড়িঘরে হামলা, মৌখিক আক্রমণ ও ভয়ভীতি প্রদর্শন। এসব ঘটনার অর্ধেকেরও বেশি ক্ষেত্রে ঘৃণাভাষণ জড়িত ছিল বলে জানিয়েছে সংগঠনটি।

মুখপাত্র শাফকাত আলী খান বলেন, ‘যখন আত্মসংযম ও পুনর্মিলনের সবচেয়ে বেশি প্রয়োজন, তখন রাজনৈতিক বা আদর্শিক স্বার্থে ধর্মীয় বিদ্বেষ উসকে দেওয়া আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের শামিল এবং তা সাম্প্রদায়িক সম্প্রীতি ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়ায়।’

ভারত সরকারের পক্ষ থেকে পাকিস্তানকে সীমান্তপারের সন্ত্রাসে মদদ দেওয়ার অভিযোগ করা হলেও, কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। এদিকে চরমপন্থী উগ্র জাতীয়তাবাদী সামাজিক মাধ্যম অ্যাকাউন্টগুলো ভারতের মুসলিমদের ‘অনুপ্রবেশকারী’ বা ‘বিশ্বাসঘাতক’ বলে আখ্যা দিয়ে ঘৃণার বাতাবরণ আরও বাড়িয়ে তুলছে।

ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) সরকারকে ‘পাকিস্তানি নাগরিক ও তাদের স্লিপার সেলগুলোকে’ বহিষ্কারের আহ্বান জানায়। ভারতের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে ভিএইচপি নেতা সুরেন্দ্র জৈন বলেন, ‘এই ঘটনার মাধ্যমে এটা স্পষ্ট, হামলাকারীর একটি নির্দিষ্ট ধর্ম ছিল।’

ইন্টারনেটে ছড়ানো ঘৃণার প্রভাব বাস্তব জীবনেও পড়েছে। পাকিস্তানের একটি শহরের নাম বহন করার কারণে, ভারতের হায়দরাবাদে চরমপন্থিরা ‘করাচি বেকারি’ নামের একটি দোকান ভেঙে ফেলে এবং দোকানের নাম পরিবর্তনের দাবি তোলে।

এছাড়াও ইউটিউবে ‘পেহেলে ধার্ম পুছা’ (প্রথমে তারা ধর্ম জিজ্ঞাসা করল) শিরোনামের একটি গান ছড়িয়ে পড়েছে, যাতে ভারতীয় মুসলিমদের হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগ তুলে দেশ ছাড়ার আহ্বান জানানো হচ্ছে।

 

Please Share This Post in Your Social Media

ভারতে ইসলামবিদ্বেষী ঘটনার উত্থানে নয়াদিল্লিকে সতর্ক করল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক
Update Time : ০৪:৩২:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫

ভারতজুড়ে ইসলামবিদ্বেষী ঘটনা বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান। শনিবার এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত আলী খান বলেন, ‘ভারতে মুসলিম সম্প্রদায়ের ওপর ঘৃণাত্মক বক্তব্য, বৈষম্যমূলক পদক্ষেপ এবং রাষ্ট্রীয় নিরবতা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য গভীর উদ্বেগের বিষয়।’

শনিবার (৩১ মে) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে জিও টিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানি মুখপাত্র আরও বলেন, ‘পাকিস্তান ভারত সরকারকে আহ্বান জানায়, তারা যেন জাতি, ধর্ম নির্বিশেষে সকল নাগরিকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করে।’

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত আলী খান

সম্প্রতি ভারতের পেহেলগামে একটি ভয়াবহ হামলায় অন্তত ২৬ জন পর্যটক নিহত হওয়ার পর থেকে সংখ্যালঘু মুসলিমদের ওপর চরমপন্থি হিন্দুত্ববাদীদের হামলা আরও বৃদ্ধি পেয়েছে। পাকিস্তান দাবি করেছে, এই ঘটনার পর দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা বাড়ে এবং এর জবাবে পাকিস্তান ‘অপারেশন বুনয়ানুম মারসুস’ নামের একটি বড় সামরিক অভিযান চালায়, যার আওতায় একাধিক ভারতীয় সামরিক স্থাপনায় হামলা করা হয়।

ভারতে এপ্রিলের ২২ তারিখের ওই হামলার পর থেকে, দিল্লিভিত্তিক সংগঠন অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অব সিভিল রাইটস-এর তথ্য অনুযায়ী, দেশজুড়ে অন্তত ১৮৪টি ইসলামবিদ্বেষী ঘটনা রেকর্ড করা হয়েছে। এর মধ্যে রয়েছে হত্যাকাণ্ড, মারধর, হুমকি, দোকানপাট ও বাড়িঘরে হামলা, মৌখিক আক্রমণ ও ভয়ভীতি প্রদর্শন। এসব ঘটনার অর্ধেকেরও বেশি ক্ষেত্রে ঘৃণাভাষণ জড়িত ছিল বলে জানিয়েছে সংগঠনটি।

মুখপাত্র শাফকাত আলী খান বলেন, ‘যখন আত্মসংযম ও পুনর্মিলনের সবচেয়ে বেশি প্রয়োজন, তখন রাজনৈতিক বা আদর্শিক স্বার্থে ধর্মীয় বিদ্বেষ উসকে দেওয়া আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের শামিল এবং তা সাম্প্রদায়িক সম্প্রীতি ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়ায়।’

ভারত সরকারের পক্ষ থেকে পাকিস্তানকে সীমান্তপারের সন্ত্রাসে মদদ দেওয়ার অভিযোগ করা হলেও, কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। এদিকে চরমপন্থী উগ্র জাতীয়তাবাদী সামাজিক মাধ্যম অ্যাকাউন্টগুলো ভারতের মুসলিমদের ‘অনুপ্রবেশকারী’ বা ‘বিশ্বাসঘাতক’ বলে আখ্যা দিয়ে ঘৃণার বাতাবরণ আরও বাড়িয়ে তুলছে।

ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) সরকারকে ‘পাকিস্তানি নাগরিক ও তাদের স্লিপার সেলগুলোকে’ বহিষ্কারের আহ্বান জানায়। ভারতের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে ভিএইচপি নেতা সুরেন্দ্র জৈন বলেন, ‘এই ঘটনার মাধ্যমে এটা স্পষ্ট, হামলাকারীর একটি নির্দিষ্ট ধর্ম ছিল।’

ইন্টারনেটে ছড়ানো ঘৃণার প্রভাব বাস্তব জীবনেও পড়েছে। পাকিস্তানের একটি শহরের নাম বহন করার কারণে, ভারতের হায়দরাবাদে চরমপন্থিরা ‘করাচি বেকারি’ নামের একটি দোকান ভেঙে ফেলে এবং দোকানের নাম পরিবর্তনের দাবি তোলে।

এছাড়াও ইউটিউবে ‘পেহেলে ধার্ম পুছা’ (প্রথমে তারা ধর্ম জিজ্ঞাসা করল) শিরোনামের একটি গান ছড়িয়ে পড়েছে, যাতে ভারতীয় মুসলিমদের হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগ তুলে দেশ ছাড়ার আহ্বান জানানো হচ্ছে।