ভারতের সঙ্গে সিলেটের কুশিয়ারা নদীর পানিবন্টন প্রকল্প স্থগিত

- Update Time : ০৮:১০:৩৯ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
- / ৭৫৮ Time View
ভারতের সঙ্গে শেখ হাসিনার করা কুশিয়ারা নদীর পানিবন্টন প্রকল্প স্থগিত করেছে অন্তবর্তীকালীন সরকার। সঙ্গে আছে আরও ৯টি চুক্তি। এছাড়াও সিলেট-শিলচর সংযোগসহ আরও ৯টি চুক্তিও আছে বাতিলের খাতায়। সোমবার (২০ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এ তথ্য উল্লেখ করেছেন।
সিলেট অঞ্চলের অন্যতম প্রধান দুই নদী কুশিয়ারার পানিবন্টন প্রকল্পটি স্থগিত হওয়ায় সিলেটের কৃষিক্ষেত্রে সৃষ্ট একটা সম্ভাবনা নষ্ট হতে পারে। ২০২২ সালে শেখ হাসিনার সময়ে করা এ সমঝোতা স্মারকের মাধ্যমে আন্তঃসীমান্ত নদী কুশিয়ারা থেকে বাংলাদেশের অনুকুলে দেড় শতাধিক কিউসেক পানি প্রত্যাহারের কথা ছিল।
এতে সীমান্তবর্তী জকিগঞ্জ ও বিয়ানী বাজার উপজেলার পানি সংকটে থাকা ৫ সহস্রাধিক একর জমি সেচের আওতায় নিয়ে আসার একটা সম্ভাবনা ছিল।
এছাড়াও বাতিল হওয়া চুক্তির মধ্যে আছে, ত্রিপুরা-চট্টগ্রাম রেল সংযোগ প্রকল্প, অভয়পুর-আখাউড়া রেলপথ সম্প্রসারণ প্রকল্প, আশুগঞ্জ-আগরতলা করিডর, ফেনী নদী পানি ব্যবস্থাপনা প্রকল্প, বন্দরের ব্যবহার সংক্রান্ত সড়ক ও নৌপথ উন্নয়ন চুক্তি, ফারাক্কাবাদ সংক্রান্ত প্রকল্পে বাংলাদেশের আর্থিক সহযোগিতা প্রস্তাব, সিলেট-শিলচর সংযোগ প্রকল্প, পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ চুক্তি, ভারতীয় অর্থনৈতিক অঞ্চল (মিরসরাই ও মোংলা পোর্ট), ভারতীয় প্ররিক্ষা কোম্পানির সঙ্গে টাগ বোট চুক্তি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়