ভারতের কেন্দ্রীয় ব্যাংকে বোমা হামলার হুমকি

- Update Time : ০৪:৩৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
- / ৭৮ Time View
ভারতের কেন্দ্রীয় ব্যাংক ‘রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ায় (আরবিআই)’ বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। নবনিযুক্ত আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রার অফিসিয়াল ইমেইল অ্যাড্রেসে পাঠানো বার্তায় এই হুমকি দেওয়া হয়।
এ নিয়ে এক মাসেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বার এই ধরনের হুমকি দেওয়া হলো। শুক্রবার (১৩ ডিসেম্বর) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, ইমেইল বার্তা পাঠিয়ে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ায় বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে। রুশ ভাষায় লেখা ওই ইমেইলটি ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটের ইমেইল পাঠানো হয় বলে জানা গেছে।
তবে বার্তাসংস্থা রয়টার্স বলছে, মুম্বাইয়ের একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, নবনিযুক্ত আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রার অফিসিয়াল ইমেইল অ্যাড্রেসে সতর্কবার্তাটি পাঠানো হয়েছে।
হুমকির এই বিষয়টি নিয়ে ইতোমধ্যেই অভিযোগ জানিয়েছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া কর্তৃপক্ষ। সেই অভিযোগের ভিত্তিতে অজ্ঞাত-পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা রুজু করেছে মুম্বাই পুলিশ। স্থানীয় মাতা রমাবাই মার্গ (এমআরএ মার্গ) থানায় এই অভিযোগ দায়ের করা হয়েছে। মুম্বাই পুলিশ ইতোমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।
মুম্বাই পুলিশের জোন-১ -এর ডিসিপিকে উদ্ধৃত করে সংবাদমাধ্যমে লেখা হয়েছে, “ভারতীয় রিজার্ভ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে হুমকি-সম্বলিত ইমেইল পাঠানো হয়েছে। ওই ইমেইলটি রুশ ভাষায় লেখা হয়েছে। তাতে বলা হয়েছে, ব্যাংক উড়িয়ে দেওয়া হবে! থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ইতোমধ্যেই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।”
অবশ্য কোনও ভিপিএন ব্যবহার করে এই হুমকি ইমেইল পাঠানো হয়েছে কিনা সেটিও মুম্বাই পুলিশ খতিয়ে দেখছে।
পুলিশের আশঙ্কা, এক্ষেত্রে যে বা যারা এই ইমেইল পাঠিয়েছে, তারা হয়তো নিজেদের আসল পরিচয় ও প্রকৃত ভৌগোলিক অবস্থান লুকোনোর জন্য কোনও ভিপিএন ব্যবহার করতে পারে। যাতে যে ডিভাইস থেকে ওই ইমেইল পাঠানো হয়েছে, তার আইপি অ্য়াড্রেস গোপন রাখা যায়।
প্রসঙ্গত, দিন কয়েক আগেই আরবিআই-এর গভর্নর পদে পরিবর্তন হয়েছে। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার ২৬তম গভর্নর হিসাবে নিযুক্ত হয়েছেন সঞ্জয় মালহোত্রা। তিনি শক্তিকান্ত দাসের স্থলাভিষিক্ত হয়েছেন। শক্তিকান্ত ৬ বছর ওই পদে ছিলেন।
সঞ্জয় মালহোত্রা রাজস্থান ক্যাডারের আইএএস কর্মকর্তা। নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ কমিটি সম্প্রতি তাকে আরবিআই-এর গভর্নর হিসাবে নিয়োগ করার সিদ্ধান্ত নেয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়