ভারতকে হারিয়ে ফের সাতে বাংলাদেশ
- Update Time : ০৫:০০:২৯ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩
- / ১২২ Time View
এশিয়া কাপে সুপার ফোরে নিজদের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামার আগে র্যাংকিংয়ে নিজেদের অবস্থান হারিয়েছিল বাংলাদেশ।
র্যাংকিংয়ে সপ্তমস্থান থেকে এক ধাপ পিছিয়ে অষ্টমস্থানে গিয়েছিল বাংলাদেশ। তবে একদিনের কম সময়ের ব্যবধানে নিজেদের অবস্থান ফিরে পেয়েছে টাইগাররা।
বুধবার (১৩ সেপ্টেম্বর) পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশকে আটে ঠেলে দিয়েছিল শ্রীলঙ্কা।
এশিয়া কাপে সুপার ফোরে নিজদের শেষ ম্যাচে ভারতকে ৬ রানে হারায় বাংলাদেশ। এতেই নিজেদের অবস্থান ফিরে পেয়েছে টাইগাররা।
রোববার (১৭ সেপ্টেম্বর) এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারালে আবারও সাতে উঠে যাবে লঙ্কানরা।
কেননা, বর্তমানে টাইগারদের রেটিং পয়েন্ট ৯৪। আর লঙ্কানদের রেটিং পয়েন্ট ৯৩।
তবে আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে শীর্ষে আছেন অস্ট্রেলিয়া। র্যাংকিংয়ে দুই আছে পাকিস্তান। র্যাংকিংয়ে তিনে আছে ভারত। র্যাংকিংয়ে চারে অবস্থান করছে ইংল্যান্ড।
পাঁচে নিউজিল্যান্ড, ছয়ে দক্ষিণ আফ্রিকা। এ ছাড়া আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ দুই দলই ধরে রেখেছে তাদের আগের নবম ও দশম অবস্থান।