ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
৭ বছরে ও সুবর্ণা হত্যার বিচার হয়নি, হুমকির মুখে পরিবার ও আত্মীয়-স্বজন অপচিকিৎসায় রোগীর মৃত্যু; রংপুরে দুই ক্লিনিককে জরিমানা,ওটি সিলগালা পিআর পদ্ধতি দেশকে আরও বেশি স্বৈরতন্ত্রের দিকে ঠেলে দেবে – রিজভী তিন দফা দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দিল শেকৃবি শিক্ষার্থীরা কুবিতে র‍্যাগিংয়ের অভিযোগ অভিযুক্ত ব্যাচের ক্লাস-পরীক্ষা বন্ধ; তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণবাড়িয়ায় আকাশমনি ও ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি ১-১১’র প্রেক্ষাপট তৈরি করে আ.লীগ কর্তৃত্বশীল শাসকরূপে চিহ্নিত হয় : মাওলানা আবদুল হালিম মাদক বিষাক্ত সাপের মতো ব্যক্তি ও সমাজকে নিঃশেষ করে দেয় জুলাই আন্দোলনের অগ্নিস্ফুলিঙ্গ শুরু হয়েছিল রংপুর থেকেই: নাহিদ ইসলাম

ভয়েস অফ ফিলিপনগর এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা

আব্দুস সবুর
  • Update Time : ১০:২০:৫২ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪
  • / ১৩৬ Time View

কুষ্টিয়া দৌলতপুর ফিলিপনগর ইউনিয়নের সামাজিক সংগঠন “ভয়েস অফ ফিলিপনগর”এর উদ্যোগে প্রতিবারের মত এবারো ঈদ-উল-আযহার পরের দিন বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছেন অত্র ফিলিপনগর ইউনিয়নের কৃতি সন্তান-ডাক্তাররা।

মঙ্গলবার (১৮ই জুন)দৌলতপুর উপজেলার ৩ নং ফিলিপনগর ইউনিয়নের ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এই বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

উল্লেখিত বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠানটি উদ্বোধক হিসেবে উপস্থিত হওয়ার কথা ছিল কুষ্টিয়া-১,দৌলতপুর আসনের সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী এমপির। অসুস্থতা জন্য তিনি উপস্থিত না হওয়ার কারনে অনুষ্ঠানটি উদ্বোধন করেন এমপি পুত্র কলিন্স চৌধুরী ও ফিলিপনগর ইউনিয়ন চেয়ারম্যান নঈমউদ্দীন সেন্টু।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফিলিপনগরের সন্তান,কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সাবেক সংসদ সদস্য এর পুত্র শায়েখ আল জাহান শুভ্র।

উপস্থিত ছিলেন ফিলিপনগরের সন্তান আক্তার হোসেন,শামসুল আলম,ওয়াসিম কবিরাজ,প্রকৌশলী ইলিয়াস হোসেন,ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান আসাদ,ফায়জুল্লাহ প্রমুখ।

ভয়েস অফ ফিলিপনগর এর সিনিয়র সহ-সভাপতি আবজাউল আলম খাজা। আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান মজনু,মুতাসসিম বিল্লা,সহ আরো স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ। চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন ডা:মো:শহিদুল্লাহ এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য ) এম এস (অর্থোপেডিকস) সহকারী অধ্যাপক-কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল।ডা:মো:রাশেদুল হাসান রিপন এমবিবিএস,বিসিএস (স্বাস্থ্য) এম ডি (চেষ্ট) জাতীয় বক্ষব্যাধি ইনষ্টিটিউট ও হাসপাতাল, মহাখালী,ঢাকা। ডা: মাহমুদ সুলতান এমবিবিএস(ঢাকা)সিসিডি(বারডেম)। ডা: মুহা:আরিফ রেজা(এমবিবিএস, বিসিএস স্বাস্থ্য)-এম এস (নিউরোসার্জারি)সহকারী অধ্যাপক ন্যাশনাল ইনষ্টিটিউট অফ নিউরোসায়েন্স ও হাসপাতাল। ডা.উম্মে সালমা(এমবিবিএস,কুয়েত মৈত্রী হাসপাতাল উত্তরা)।ডা:আব্দুল হক তুরান এমবিবিএস,বিসিএস (স্বাস্থ্য),ডি এ (এনেস্থেসিয়া) কনসালটেন্ট,কুষ্টিয়া সদর হাসপাতাল। ডা: বিপ্লব হোসেন এমবিবিএস,বিসিএস (স্বাস্থ্য),এফসিপিএস (মেডিসিন) কনসালটেন্ট জাতীয় নিউরোসায়েন্স ইনষ্টিটিউট ও হাসপাতাল। ডা: জাগরন সরকার এমবিবিএস রংপুর মেডিকেল কলেজ।ডা:শাহ মখদুম শরীফ (এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য),এম এস (অর্থোপেডিক্স, ফেজ-এ), নিটোর,ঢাকা,মেডিকেল অফিসার,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দৌলতপুর।

ডা:রেজাউল করিম শেফা এমবিবিএস,বিসিএস (স্বাস্থ্য)এফসিপিএস পার্ট-২(শিশু), বিএসএমএমইউ,ঢাকা,মেডিকেল অফিসার,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ভেড়ামারা। ডাঃ মেহেদি হাসান নিভেল এমবিবিএস,বিসিএস (স্বাস্থ্য) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,ডা: আশিকুল আলম শুভ(এমবিবিএস-বিএমসিএইচ)।ডা: মামুন হোসেইন,এমবিবিএস,এসসিপিএস(১ পর্ব)।ডা:মো:সাজিম(ফাইনাল ইয়ার,ময়মনসিংহ মেডিক্যাল কলেজ)।ডেন্টিস্ট মো: শিশির।

ভয়েস অফ ফিলিপনগরের বিনামূল্যে চিকিৎসা সেবা-২০২৪ ক্যম্পেইনটি সঞ্চালনা করেন “ভপ”এর সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মিজানুর রহমান,সহযোগিতায় সিনি: সহ সভাপতি আবজাউল আলম খাজা,সহ সভাপতি কাজল সরকার, রকুনুজ্জামান খোকন, মাহাবুল ইসলাম,আমানুল্লাহ আমান, আশরাফুল আলম, সহ সাংগঠনিক সম্পাদক আল-আমিন হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক কায়সার আহমেদ সঞ্চয় সহ আরো অনেকে। সার্বিক সহযোগীতায় ভয়েস অফ ফিলিপনগরের সকলেই।

Please Share This Post in Your Social Media

ভয়েস অফ ফিলিপনগর এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা

আব্দুস সবুর
Update Time : ১০:২০:৫২ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪

কুষ্টিয়া দৌলতপুর ফিলিপনগর ইউনিয়নের সামাজিক সংগঠন “ভয়েস অফ ফিলিপনগর”এর উদ্যোগে প্রতিবারের মত এবারো ঈদ-উল-আযহার পরের দিন বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছেন অত্র ফিলিপনগর ইউনিয়নের কৃতি সন্তান-ডাক্তাররা।

মঙ্গলবার (১৮ই জুন)দৌলতপুর উপজেলার ৩ নং ফিলিপনগর ইউনিয়নের ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এই বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

উল্লেখিত বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠানটি উদ্বোধক হিসেবে উপস্থিত হওয়ার কথা ছিল কুষ্টিয়া-১,দৌলতপুর আসনের সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী এমপির। অসুস্থতা জন্য তিনি উপস্থিত না হওয়ার কারনে অনুষ্ঠানটি উদ্বোধন করেন এমপি পুত্র কলিন্স চৌধুরী ও ফিলিপনগর ইউনিয়ন চেয়ারম্যান নঈমউদ্দীন সেন্টু।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফিলিপনগরের সন্তান,কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সাবেক সংসদ সদস্য এর পুত্র শায়েখ আল জাহান শুভ্র।

উপস্থিত ছিলেন ফিলিপনগরের সন্তান আক্তার হোসেন,শামসুল আলম,ওয়াসিম কবিরাজ,প্রকৌশলী ইলিয়াস হোসেন,ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান আসাদ,ফায়জুল্লাহ প্রমুখ।

ভয়েস অফ ফিলিপনগর এর সিনিয়র সহ-সভাপতি আবজাউল আলম খাজা। আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান মজনু,মুতাসসিম বিল্লা,সহ আরো স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ। চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন ডা:মো:শহিদুল্লাহ এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য ) এম এস (অর্থোপেডিকস) সহকারী অধ্যাপক-কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল।ডা:মো:রাশেদুল হাসান রিপন এমবিবিএস,বিসিএস (স্বাস্থ্য) এম ডি (চেষ্ট) জাতীয় বক্ষব্যাধি ইনষ্টিটিউট ও হাসপাতাল, মহাখালী,ঢাকা। ডা: মাহমুদ সুলতান এমবিবিএস(ঢাকা)সিসিডি(বারডেম)। ডা: মুহা:আরিফ রেজা(এমবিবিএস, বিসিএস স্বাস্থ্য)-এম এস (নিউরোসার্জারি)সহকারী অধ্যাপক ন্যাশনাল ইনষ্টিটিউট অফ নিউরোসায়েন্স ও হাসপাতাল। ডা.উম্মে সালমা(এমবিবিএস,কুয়েত মৈত্রী হাসপাতাল উত্তরা)।ডা:আব্দুল হক তুরান এমবিবিএস,বিসিএস (স্বাস্থ্য),ডি এ (এনেস্থেসিয়া) কনসালটেন্ট,কুষ্টিয়া সদর হাসপাতাল। ডা: বিপ্লব হোসেন এমবিবিএস,বিসিএস (স্বাস্থ্য),এফসিপিএস (মেডিসিন) কনসালটেন্ট জাতীয় নিউরোসায়েন্স ইনষ্টিটিউট ও হাসপাতাল। ডা: জাগরন সরকার এমবিবিএস রংপুর মেডিকেল কলেজ।ডা:শাহ মখদুম শরীফ (এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য),এম এস (অর্থোপেডিক্স, ফেজ-এ), নিটোর,ঢাকা,মেডিকেল অফিসার,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দৌলতপুর।

ডা:রেজাউল করিম শেফা এমবিবিএস,বিসিএস (স্বাস্থ্য)এফসিপিএস পার্ট-২(শিশু), বিএসএমএমইউ,ঢাকা,মেডিকেল অফিসার,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ভেড়ামারা। ডাঃ মেহেদি হাসান নিভেল এমবিবিএস,বিসিএস (স্বাস্থ্য) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,ডা: আশিকুল আলম শুভ(এমবিবিএস-বিএমসিএইচ)।ডা: মামুন হোসেইন,এমবিবিএস,এসসিপিএস(১ পর্ব)।ডা:মো:সাজিম(ফাইনাল ইয়ার,ময়মনসিংহ মেডিক্যাল কলেজ)।ডেন্টিস্ট মো: শিশির।

ভয়েস অফ ফিলিপনগরের বিনামূল্যে চিকিৎসা সেবা-২০২৪ ক্যম্পেইনটি সঞ্চালনা করেন “ভপ”এর সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মিজানুর রহমান,সহযোগিতায় সিনি: সহ সভাপতি আবজাউল আলম খাজা,সহ সভাপতি কাজল সরকার, রকুনুজ্জামান খোকন, মাহাবুল ইসলাম,আমানুল্লাহ আমান, আশরাফুল আলম, সহ সাংগঠনিক সম্পাদক আল-আমিন হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক কায়সার আহমেদ সঞ্চয় সহ আরো অনেকে। সার্বিক সহযোগীতায় ভয়েস অফ ফিলিপনগরের সকলেই।