ভয়াবহ বন্যার কবলে মিয়ানমার, নিহত ৩৩

- Update Time : ০২:৩০:২৩ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪
- / ৭৭ Time View
মিয়ানমারে টাইফুন ইয়াগির প্রভাবে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সেখানে এখন পর্যন্ত কমপক্ষে ৩৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ২ লাখ ৩০ হাজারের বেশি মানুষ নিজেদের বাড়ি-ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।
স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। শনিবার (১৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, টাইফুন ইয়াগির পর ভয়াবন বন্যার সম্মুখীন হয়েছে মিয়ানমার। দেশটির রাজধানী নাইপিদোসহ বেশ কিছু অঞ্চল বন্যার পানিতে প্লাবিত। এর ফলে ২লাখ ৩০ হাজার মানুষ তাদের ঘর বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে। তবে পর্যাপ্ত নৌকা না থাকায় বন্যায় আটকে যাওয়া মানুষদের উদ্ধার করতে পারছে না উদ্ধারকর্মীরা ।
প্রতিবেদনে দেশটির সেনাবাহিনী থেকে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে উল্লেখ করেছে এই বন্যায় এখন পর্যন্ত ৩৩ জনের মৃত্যু হয়েছে। কিন্তু রেডিও ফ্রি এশিয়ার তথ্যমতে মৃতের সংখ্যা ১৬০।
বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে টাইফুন এবং হারিকেন আরও শক্তিশালী হয়ে উঠছে। জাতিসংঘের হিসেব অনুযায়ী, তিন বছরের গৃহযুদ্ধে মিয়ানমারের বেশিরভাগ মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছে। এতে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে এবং ২৬ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
উল্লেখ্য, জান্তা প্রধান জেনারেল মিন অং হ্লাইং এবং অন্যান্য বার্মিজ কর্মকর্তারা প্রবল বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন এবং উদ্ধার ও ত্রাণ তৎপরতা বাড়ানোর নির্দেশ দিয়েছে বলে জানিয়েছে বিবিসি।
নওরোজ/এসএইচ
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়