ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি গ্রেফতার

- Update Time : ০৫:৪৭:৫২ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
- / ১০৭ Time View
রাজধানীর প্রগতি স্মরণি থেকে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম আনছারি অপূর্বকে (২৪) গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
রোববার (১৬ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১১টা নাগাদ গোপন সংবাদের ভিত্তিতে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বাড্ডা থানার বরাদ দিয়ে তালেবুর রহমান বলেন, গত ১৯ জুলাই বাড্ডা থানাধীন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পশ্চিম পাশে প্রগতি সরণির রাস্তায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী তৌফিকুল ইসলাম ভূঁইয়া (৪৩) গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় ভিকটিমের স্ত্রী ইসমত জাহান ইলোরা বাদী হয়ে গত ২৮ জুলাই বাড্ডা থানায় একটি মামলা করেন। গ্রেফতার ইব্রাহিম আনছারি অপূর্ব ওই মামলার আসামি।
ইব্রাহিম আনছারি অপূর্বকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।