ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ১৮ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
মুক্তি পেল বিশ্ববিদ্যালয় জীবন নিয়ে নির্মিত সিরিজ ‘ক্যাম্পাস রিটার্নস’ সারাদেশে ভূমিকম্প, উৎপত্তিস্থল ভারতের মেঘালয় ঢাবিতে শুরু হচ্ছে ১৭তম কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসব-২০২৩ ঢাবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ৯৯ শিক্ষার্থীকে শাস্তি ঢাবিতে যৌন হয়রানি মারধর ও গবেষণাপত্রে চুরির দায়ে শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা খালেদা জিয়ার কিছু হলে দায় বিএনপির শীর্ষ নেতাদের: হানিফ চবিতে সাংবাদিকদের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির চায় ডুজা লালবাগে ভবনের আগুন নিয়ন্ত্রণে লালবাগে মদিনা মিষ্টান্ন ভান্ডারে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট ঢাবিতে শিক্ষা অনুদান পেলেন বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা

ব্রিতে নাগরিক সেবায় উদ্ভাবন বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন

মোঃ বায়েজীদ হোসেন, গাজীপুর প্রতিনিধি
  • Update Time : ০৩:০৯:১০ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩
  • / ১১০ Time View

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) দুইদিন ব্যাপি“নাগরিক সেবায় উদ্ভাবন” বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন হয়েছে গতকাল শনিবার (০৩ জুন২০২৩)।

ব্রির মাননীয় মহাপরিচালক ড. মো.শাহজাহানকবীর প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন। গাজীপুরে ব্রি সদর দপ্তরের প্রশিক্ষণ ভবনের শ্রেণী কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মো.আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ব্রির পরিচালক (গবেষণা) ড. মোহাম্মদ খালেকুজ্জামান। আইসিটি বিভাগ ও মন্ত্রী পরিষদ বিভাগের অ্যাসপায়ারটুইনোভেট (এটুআই) প্রোগ্রামের সহযোগিতায় ব্রি এ প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণ চলবে ৪ জুন পর্যন্ত। প্রশিক্ষক হিসাবে রয়েছেন এটুআই এর রিসোর্স পার্সন মোহাম্মদ মাহবুবুর রহমান এবং মো. আতিকুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিসংখ্যান বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. মো. ইসমাইল হোসেন।

অনুষ্ঠানে ড. মো.শাহজাহানকবীর বলেন,ব্রি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নাগরিকদের সেবা দিয়ে আসছে। ইতোমধ্যে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। ভবিষ্যৎখাদ্য নিরাপত্তা শক্তিশালী করতে ব্রি নতুন নতুন জাত এবং প্রযুক্তি উদ্ভাবনে কাজ করে যাচ্ছে। আমি মনে করি নাগরিক সেবায় উদ্ভাবন বিষয়ক প্রশিক্ষণটি স্মার্ট বাংলাদেশ গড়ার ভিত্তি রচনা করবে।

তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে এসডিজি বাস্তবায়নে ব্রি কাজ করছে। পতিত জমিতে কিভাবে ধান চাষ করা যায় সে বিষয় নিয়েও আমরা কাজ করছি। চতুর্থ শিল্প বিপ্লবের যে স্বপ্ন আমরা দেখছি তা কৃষি বিজ্ঞানীদের হাত ধরেই বাস্তবায়ন হবে বলে মনে করি। সুতরাং এই প্রশিক্ষণটি খুবই গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান দিয়ে আমরা সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে আরও সামনে এগিয়ে যেতে চাই।অনুষ্ঠানে ব্রির মহাপরিচালক দেশ ও জাতির কল্যাণে সকলকে আন্তরিক ভাবে কাজ করার আহবান জানান এবং প্রশিক্ষণে সহায়তার জন্য মন্ত্রী পরিষদ বিভাগ ও আইসিটি বিভাগকে ধন্যবাদ জানান। ব্রির ২০ জনবিজ্ঞানী এ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।

২০২৩-২৪ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট সংক্রান্ত সভা: শনিবার (০৩-০৬-২০২৩) ব্রির প্রশিক্ষণ ভবনে ইনস্টিটিউটের ২০২৩-২৪ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। ব্রির মহাপরিচালক ড. মো. শাহজাহানকবীর এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থ ও হিসাব বিভাগের উপ-পরিচালক মো. গোলাম রশীদ।সভায় ব্রি সদর দপ্তরের বিভাগ ওয়ারি ও আঞ্চলিক কার্যালয় গুলোর পৃথক প্রস্তাবিত বাজেট নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় উপস্থিত ছিলেন ব্রির পরিচালক (গবেষণা) ড. মোহাম্মদ খালেকুজ্জামান এবং পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মো.আব্দুল লতিফসহ সকল বিভাগ ও আঞ্চলিক কার্যালয়ের প্রধানগণ।

Please Share This Post in Your Social Media

ব্রিতে নাগরিক সেবায় উদ্ভাবন বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন

Update Time : ০৩:০৯:১০ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) দুইদিন ব্যাপি“নাগরিক সেবায় উদ্ভাবন” বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন হয়েছে গতকাল শনিবার (০৩ জুন২০২৩)।

ব্রির মাননীয় মহাপরিচালক ড. মো.শাহজাহানকবীর প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন। গাজীপুরে ব্রি সদর দপ্তরের প্রশিক্ষণ ভবনের শ্রেণী কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মো.আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ব্রির পরিচালক (গবেষণা) ড. মোহাম্মদ খালেকুজ্জামান। আইসিটি বিভাগ ও মন্ত্রী পরিষদ বিভাগের অ্যাসপায়ারটুইনোভেট (এটুআই) প্রোগ্রামের সহযোগিতায় ব্রি এ প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণ চলবে ৪ জুন পর্যন্ত। প্রশিক্ষক হিসাবে রয়েছেন এটুআই এর রিসোর্স পার্সন মোহাম্মদ মাহবুবুর রহমান এবং মো. আতিকুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিসংখ্যান বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. মো. ইসমাইল হোসেন।

অনুষ্ঠানে ড. মো.শাহজাহানকবীর বলেন,ব্রি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নাগরিকদের সেবা দিয়ে আসছে। ইতোমধ্যে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। ভবিষ্যৎখাদ্য নিরাপত্তা শক্তিশালী করতে ব্রি নতুন নতুন জাত এবং প্রযুক্তি উদ্ভাবনে কাজ করে যাচ্ছে। আমি মনে করি নাগরিক সেবায় উদ্ভাবন বিষয়ক প্রশিক্ষণটি স্মার্ট বাংলাদেশ গড়ার ভিত্তি রচনা করবে।

তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে এসডিজি বাস্তবায়নে ব্রি কাজ করছে। পতিত জমিতে কিভাবে ধান চাষ করা যায় সে বিষয় নিয়েও আমরা কাজ করছি। চতুর্থ শিল্প বিপ্লবের যে স্বপ্ন আমরা দেখছি তা কৃষি বিজ্ঞানীদের হাত ধরেই বাস্তবায়ন হবে বলে মনে করি। সুতরাং এই প্রশিক্ষণটি খুবই গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান দিয়ে আমরা সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে আরও সামনে এগিয়ে যেতে চাই।অনুষ্ঠানে ব্রির মহাপরিচালক দেশ ও জাতির কল্যাণে সকলকে আন্তরিক ভাবে কাজ করার আহবান জানান এবং প্রশিক্ষণে সহায়তার জন্য মন্ত্রী পরিষদ বিভাগ ও আইসিটি বিভাগকে ধন্যবাদ জানান। ব্রির ২০ জনবিজ্ঞানী এ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।

২০২৩-২৪ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট সংক্রান্ত সভা: শনিবার (০৩-০৬-২০২৩) ব্রির প্রশিক্ষণ ভবনে ইনস্টিটিউটের ২০২৩-২৪ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। ব্রির মহাপরিচালক ড. মো. শাহজাহানকবীর এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থ ও হিসাব বিভাগের উপ-পরিচালক মো. গোলাম রশীদ।সভায় ব্রি সদর দপ্তরের বিভাগ ওয়ারি ও আঞ্চলিক কার্যালয় গুলোর পৃথক প্রস্তাবিত বাজেট নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় উপস্থিত ছিলেন ব্রির পরিচালক (গবেষণা) ড. মোহাম্মদ খালেকুজ্জামান এবং পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মো.আব্দুল লতিফসহ সকল বিভাগ ও আঞ্চলিক কার্যালয়ের প্রধানগণ।