ব্রাহ্মণবাড়িয়ায় পদোন্নতি প্রাপ্ত জেলা সুপার ও জেলারের বিদায় সংবর্ধনা
- Update Time : ০৯:২৫:৪০ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
- / ১৫৩ Time View
“রাখিব নিরাপদ দেখাবো আলোর পথ” এ শ্লোগানের মধ্যে দিয়ে সদ্য পদোন্নতি প্রাপ্ত জেল সুপার ও জেলারের বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১০ ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগের দরবার হলে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কারাগারের জেল সুপার মোঃ ওবায়দুর রহমান।
সহকারী সার্জন ও বিদায়ী অতিথিবৃন্দ এবং অত্র কারাগারের কর্মকর্তা ও কর্মচারী এসময় উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেল সুপার মোঃ ওবায়দুর রহমান বলেন, আজকের বিদায়টা অনেক কষ্ঠ দায়ক, তবু বিদায় দিতে হচ্ছে। আমার দুইজন দক্ষ, চৌকস ও মানবিক লোককে বিদায় জানাচ্ছি। তারা যেখানেই যাবেন ওই জায়গাতেই সুন্দর একটি স্থানে রূপান্তরিত করবেন বলে আমি আশা করি।
এসময় তাদের শুভকামনা জানিয়ে এবং বিদায়ী অতিথিদেরকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।



























































































































































































