বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকারে বাকৃবিতে আলোচনা সভা

- Update Time : ০৪:১২:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
- / ৩৩ Time View
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষে “বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মানে জুলাই গণঅভ্যুত্থান ও একুশের চেতনা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির আয়োজনে শিক্ষক কমপ্লেক্সের সভাকক্ষে ঐ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাকৃবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো: আসাদুজ্জামান সরকারের সঞ্চালনায় এবং সভাপতি অধ্যাপক ড. মো: রফিকুল ইসলাম সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো: শহীদুল হক । অনুষ্ঠানে এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষকসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি অধ্যাপক ড. মো: শহীদুল হক বলেন- ‘আমরা বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই এবং সেই কাজে আমরা জুলাই-আগস্ট এবং একুশের চেতনাকে ধারণ করতে চাই। আমরা যে যেখানে যে জায়গায় আছি কোন বৈষম্যকে প্রশ্রয় দেবো না, কোন অন্যায়কে প্রশ্রয় দেবো না এবং সব সময় যার যা প্রাপ্য তা তাকে বুঝিয়ে দেবো এবং এভাবেই বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণ করা সম্ভব।’
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন- ‘ভাষা আন্দোলন থেকে শুরু করে জুলাই আন্দোলন সহ প্রত্যেকটি আন্দোলন আমাদের একটি করে শিক্ষা দিয়ে যাচ্ছে। ভাষা থেকে শুরু করে গত জুলাই পর্যন্ত বৈষম্যের এই শিক্ষা যেন আমাদের জীবনকে পরিবর্তন করে। আমরা সবাই মিলে যেন একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারি।’
বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষিতে তিনি আরও বলেন- ‘সুশিক্ষা, একাডেমিক পরিবেশ, প্রশাসনিক পরিবেশ এবং যেকোনো রকম শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য যেটা আইন বলে এবং যেটা ন্যায্য, বৈষম্যকে যেটা তিরোহিত করবে সেটা করার জন্য আমরা এক পা ও পিছপা হবো না।’
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়