বৈষম্যবিরোধী আন্দোলনে পাঁচ হত্যা মামলার আসামি কালা মাসুদ গ্রেফতার
- Update Time : ০১:৫৫:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
- / ৪৩ Time View
রাজধানীর উত্তরায় বৈষম্যবিরোধী আন্দোলনে পাঁচ হত্যা মামলার এজাহারনামীয় আসামি উত্তরা ১নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি মাসুদ আলী ওরফে কালা মাসুদ (২৫) কে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গতকাল রবিবার ৩ নভেম্বর ভোর সাড়ে পাঁচ টায় তুরাগের আহালিয়া এলাকায় অভিযান চালিয়ে মাসুদ আলীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাসুদ আলী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আলমগীর হোসেন হত্যাসহ উত্তরা পশ্চিম থানার পাঁচটি হত্যা মামলার এজাহারনামীয় আসামি।
থানা সূত্রে আরও জানা যায়, মামলাগুলোর তদন্তকালে গোয়েন্দা তথ্য ও ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মাসুদ আলীকে আজ ভোরে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাসুদ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উত্তরা ১ নং ওয়ার্ডের সহ-সভাপতি। তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় তিনটি মাদক মামলাও রয়েছে।
গ্রেফতারকৃত মাসুদকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।