বেনাপোল সীমান্তে সোয়া ১ কোটি টাকার সোনার বারসহ আটক ৩

- Update Time : ০৫:৪৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩
- / ১২১ Time View
যশোরের বেনাপোল পোর্ট থানার দৌলতপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় এক কেজি ৩৯৯ গ্রাম ওজনের ১২টি সোনার বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একটি মোটরসাইকেলসহ তিনজনকে আটক করা হয়।
রোববার (১২ নভেম্বর) ভোরে বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খুরশীদ আনোয়ার।
আটকরা হলেন বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আনার উদ্দীনের ছেলে আজমীর (২০), আলী কদমের ছেলে জালাল উদ্দিন (৩৭) ও রুহুল আমীনের ছেলে নুরুজ্জামান (৩৮)।
বিজিবির ওই কর্মকর্তা জানান, সোনা পাচারের গোপন সংবাদে দৌলতপুর সীমান্তের কৃষ্ণপুর এলাকায় বিজিবির একটি বিশেষ টহলদল অবস্থান নেয়। এ সময় একটি মোটরসাইকেলে থাকা সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়। তাদের শরীর তল্লাশি করে ১২টি সোনার বার পাওয়া যায়। যার ওজন এক কেজি ৩৯৯ গ্রাম এবং বাজার মূল্য প্রায় এক কোটি ২৮ লাখ টাকা। তিনজনের নামে বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে।