বেতার ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- Update Time : ১১:৪৬:০৪ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
- / ১৬ Time View
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বেতার ভবনের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ বিস্ফোরণ ঘটে বলে নিশ্চিত করেছেন শেরেবাংলানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক।
তিনি বলেন, “বেতার ভবনের প্রধান ফটকের সামনে কে বা কারা ককটেল নিক্ষেপ করলে তা বিস্ফোরিত হয়। এতে কেউ হতাহত হননি।” পুলিশ ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
এদিন সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচি ঘোষণার পর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অন্তত পাঁচটি স্থানে ককটেল হামলার খবর পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
ভোর পৌনে ৪টার দিকে মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে দুই ব্যক্তি হাতবোমা ছুড়ে পালিয়ে যায়। সকাল ৭টা ১০ মিনিটে মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডে ‘প্রবর্তনা’ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ও ভেতরে দুটি ককটেল বিস্ফোরিত হয়।
ধানমন্ডির ২৭ নম্বর সড়কে রাপা প্লাজার কাছে মাইডাস সেন্টারের সামনে এবং ধানমন্ডি ৯/এ এলাকায় ইবনে সিনা হাসপাতালের সামনেও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে সকাল ৭টার দিকে।
সারা দিনজুড়ে অন্তত তিনটি বাসে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সামনে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন দেওয়া হয়। এর আগে ভোরে শাহজাদপুরে ভিক্টর পরিবহনের একটি বাস এবং মেরুল বাড্ডায় ব্র্যাক ইউনিভার্সিটির কাছে আকাশ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
এদিকে, ঝটিকা মিছিলের পরিকল্পনা ও অর্থায়নের অভিযোগে সারা দিন ধরে অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ আওয়ামী লীগের আরও ৩৪ জন নেতাকর্মীকে গ্রেপ্তারের কথা জানিয়েছে। ককটেল বিস্ফোরণ ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ছাত্রলীগের এক সন্দেহভাজন সদস্যকেও গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়






































































































































































































