বেঞ্জামিন ও নাটালির সংসারে ভাঙনের সুর

- Update Time : ০৮:১৫:১০ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩
- / ২২৮ Time View
শোবিজ জগতে একের পর এক তারকার সম্পর্কে ভাঙন সুর শোনা যাচ্ছে। সম্প্রতি প্রায় ১১ বছরের দাম্পত্য ভাঙলেন হলিউডের জনপ্রিয় দম্পতি ‘ব্ল্যাক সোয়ান’ অভিনেত্রী নাটালি পোর্টম্যান এবং তার স্বামী বেঞ্জামিন মিলেপিড।
যদিও অভিনেত্রী নিজে তাদের বিচ্ছেদের ঘোষণা করেননি। তবুও এমনই খবর শোনা যাচ্ছে। নিউ ইয়র্কের সাপ্তাহিক পত্রিকা ইউএস উইকলির প্রকাশিত খবরে বলা হয়েছে, এই দম্পতির ১২ বছরের ছেলে ও ছয় বছরের একটি মেয়ে সন্তান রয়েছে।
অস্ট্রেলিয়ার সিডনিতে অ্যাঞ্জেল সিটি এফসি ইভেন্টের সময় নাটালি পোর্টম্যানকে বিয়ের আংটি ছাড়া দেখামাত্রই তাদের বিচ্ছেদের গুজব ছড়িয়ে পড়ে। সম্প্রতি আবার গুজব উঠেছিল যে অভিনেত্রীর স্বামী বেঞ্জামিন মিলেপিডের সঙ্গে ২৫ বছর বয়সী এক জলবায়ু কর্মী ক্যামিল ইটিনের সঙ্গে সম্পর্ক রয়েছে।
একটি ঘনিষ্ঠ সূত্রের তথ্য অনুযায়ী, এই অভিনেত্রী তার বিয়ে বাঁচাতে চেষ্টা করলেও তিনি ব্যর্থ হয়েছেন। ইউএস উইকলির প্রতিবেদনে বলা হয়, নাটালি বিশ্বাস করেন যে বেঞ্জামিনের এ অবৈধ সম্পর্ক হয়েছে অল্প সময়ের জন্য, তা কখনোই দীর্ঘায়িত হবে না। নাটালি চান তাদের সম্পর্ক ভাঙনের আঁচড় যেন কিছুতেই তাদের বাচ্চাদের ওপর না পড়ে।
এই মুহূর্তে তারা তাদের সন্তানদের লালন-পালনের জন্য উপযুক্ত পরিবেশ খোঁজার চেষ্টা করছেন। একটি ঘনিষ্ঠ সূত্র অনুযায়ী, অভিনেত্রী তার বিয়ে বাঁচানোর চেষ্টা করলেও তিনি ব্যর্থ হয়েছেন।