ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
নোয়াখালীতে বিএনপির এক পক্ষের মানববন্ধনে অপর পক্ষের বাধা, সংঘর্ষে আহত ৫ তিস্তাসহ ৫৪টি নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে বাসদের স্মারকলিপি পেশ কুবি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের সময় বৃদ্ধি বাসা থেকে প্রবেশপত্র আনতে ও পরীক্ষার্থীকে কেন্দ্রে পৌঁছে দি‌য়ে সহায়তা ক‌র‌লেন মান‌বিক পুলিশ ফেসবুকে ইসরাইলী পণ্য বিক্রির গুজব, নিরাপত্তাহীনতায় মালিক-কর্মচারীরা টঙ্গীর শীর্ষ সন্ত্রাসী সৈকতসহ ছয় সহযোগী গ্রেফতার জবিতে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচি, মার্কিন ও সৌদি দূতাবাসে স্মারকলিপি প্রদান অতিরিক্ত শুল্কে মার্কিন নাগরিকদের ক্ষতি বেশি রংপুরে বিএনপিকর্মী নিহত, সাবেক এমপিসহ ৮ নেতার নামে মামলা গাজায় সাংবাদিকসহ গণহত্যা বন্ধের দাবিতে রংপুরে বিক্ষোভ সমাবেশ

বৃষ্টি উপেক্ষা করে ‘বাংলা ব্লকেড’ এ সিলেটের শাবি শিক্ষার্থীরা,দুর্ভোগে হাজারো মানুষ

মো.মুহিবুর রহমান, সিলেট
  • Update Time : ০৯:৪১:৩১ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪
  • / ১০৩ Time View

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিলের দাবিতে সকাল-সন্ধ্যা সারাদেশে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

সিলেটে বৃষ্টি উপেক্ষা করে কোটা পদ্ধতির বাতিলের একদফা দাবিতে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার (১০ জুলাই) দুপুর বারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন সিলেট-সুনামগঞ্জ সড়কে অবরোধ করে এ কর্মসূচি পালন করেন তারা। এসময় রাস্তায় দুইপাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

‘বাংলা ব্লকেড’ কর্মসূচি চলাকালে বৃষ্টির মাঝে দুর্ভোগে পড়েন হাজারো মানুষ। আন্দোলনকারীরা বলেন, ‘যে বৈষম্য থেকে মুক্তির জন্য দেশ স্বাধীন হয়েছে, সেই বৈষম্য দূর করার জন্যই আমরা আজ বৃষ্টির মধ্যে আন্দোলনে নেমেছি। কোটা পদ্ধতির কারণে অযোগ্য লোকেরা গুরুত্বপূর্ণ জায়গায় যাচ্ছে। এতে যোগ্যতাসম্পন্নরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। যার ফলে দেশে দুর্নীতি-অনিয়ম বেড়েই যাচ্ছে।’

এদিকে, সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে কোটা পদ্ধতি বাতিলের পরিপত্র ‘অবৈধ’ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের ওপর একমাসের স্থিতাবস্থা দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তবে, শিক্ষার্থীদের দাবি কোটা পদ্ধতির পুরোপুরি বাতিল করতে হবে। দাবি আদায় না হওয়ার পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুশিয়ারি দেন তারা।

আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে শফিউল হক জানান, কোটা প্রথা নিপাত হয়ে দেশের মেধাবীরা তাদের যোগ্যতার বিনিময়ে চাকরীতে নিজের জায়গা অর্জন করার ফলেই আদর্শ দেশ গড়া সম্ভব। আমাদের এই আন্দোলন সর্বাত্মক ভাবে মেধাবীদের দাবী আদায়ের আন্দোলন। শিক্ষার্থীদের এক দফা দাবি হলো-সরকারি চাকরিতে সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্য মূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর ও বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য কোটাকে ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাস করে কোটা সংষ্কার করতে হবে।

Please Share This Post in Your Social Media

বৃষ্টি উপেক্ষা করে ‘বাংলা ব্লকেড’ এ সিলেটের শাবি শিক্ষার্থীরা,দুর্ভোগে হাজারো মানুষ

মো.মুহিবুর রহমান, সিলেট
Update Time : ০৯:৪১:৩১ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিলের দাবিতে সকাল-সন্ধ্যা সারাদেশে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

সিলেটে বৃষ্টি উপেক্ষা করে কোটা পদ্ধতির বাতিলের একদফা দাবিতে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার (১০ জুলাই) দুপুর বারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন সিলেট-সুনামগঞ্জ সড়কে অবরোধ করে এ কর্মসূচি পালন করেন তারা। এসময় রাস্তায় দুইপাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

‘বাংলা ব্লকেড’ কর্মসূচি চলাকালে বৃষ্টির মাঝে দুর্ভোগে পড়েন হাজারো মানুষ। আন্দোলনকারীরা বলেন, ‘যে বৈষম্য থেকে মুক্তির জন্য দেশ স্বাধীন হয়েছে, সেই বৈষম্য দূর করার জন্যই আমরা আজ বৃষ্টির মধ্যে আন্দোলনে নেমেছি। কোটা পদ্ধতির কারণে অযোগ্য লোকেরা গুরুত্বপূর্ণ জায়গায় যাচ্ছে। এতে যোগ্যতাসম্পন্নরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। যার ফলে দেশে দুর্নীতি-অনিয়ম বেড়েই যাচ্ছে।’

এদিকে, সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে কোটা পদ্ধতি বাতিলের পরিপত্র ‘অবৈধ’ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের ওপর একমাসের স্থিতাবস্থা দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তবে, শিক্ষার্থীদের দাবি কোটা পদ্ধতির পুরোপুরি বাতিল করতে হবে। দাবি আদায় না হওয়ার পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুশিয়ারি দেন তারা।

আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে শফিউল হক জানান, কোটা প্রথা নিপাত হয়ে দেশের মেধাবীরা তাদের যোগ্যতার বিনিময়ে চাকরীতে নিজের জায়গা অর্জন করার ফলেই আদর্শ দেশ গড়া সম্ভব। আমাদের এই আন্দোলন সর্বাত্মক ভাবে মেধাবীদের দাবী আদায়ের আন্দোলন। শিক্ষার্থীদের এক দফা দাবি হলো-সরকারি চাকরিতে সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্য মূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর ও বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য কোটাকে ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাস করে কোটা সংষ্কার করতে হবে।