ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজের পরিচালনা কমিটির সভাপতি কামাল হোসেন

নওরোজ ডেস্ক
  • Update Time : ০৮:৪৫:০৪ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪
  • / ১৩ Time View

কুমিল্লার বুড়িচং উপজেলা সদরে অবস্থিত বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজের এডহক কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার (২০ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এএসএম আমানুল্লাহর মনোনীত সভাপতি হিসেবে মো. কামাল হোসেনের নাম উল্লেখসহ জাতীয় বিশ্ববিদ্যালযের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত এডহক কমিটিতে বুড়িচং উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক, জগতপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিক্ষানুরাগী মো. কামাল হোসেনকে সভাপতি নির্বাচিত করা হয়। এছাড়া বিদ্যোৎসাহী সদস্য হিসাবে মোহাম্মদ আবু তাহের, প্রতিষ্ঠাতা একজন, প্রতিষ্ঠাতা সদস্য না থাকলে দাতা ও হিতৈষীদের মধ্যে একজন, প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে শিক্ষকদের মধ্যে একজন ও সদস্য সচিব হিসেবে পদাধিকার বলেন অধ্যক্ষের নাম ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, কমিটির মেয়াদপত্র ইস্যুর তারিখ থেকে অনূর্ধ্ব ৬ মাস। এ সময়ের মধ্যে নিয়মিত গভর্নিং বডি গঠনের কার্যক্রম অবশ্যই সম্পন্ন করতে হবে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডি গঠন সংক্রান্ত অধিভুক্ত কলেজ/শিক্ষা প্রতিষ্ঠানসমূহের গভর্নিং বডি (সংশোধিত) ২০১৯ এর ৭ নং ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ভাইস চ্যান্সেলর মহোদয় এ মনোনয়ন যেকোনো সময় প্রত্যাহারের ক্ষমতা রাখেন। নবনির্বাচিত সভাপতি মো. কামাল হোসেন তার দায়িত্ব পালনে ও কলেজের শিক্ষার মান উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেছেন।

উল্লেখ্য, ১৯৮৬-৮৭ সালে তৎকালীন প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের নামে কলেজটি প্রতিষ্ঠা করেন কুমিল্লা-৫ আসন থেকে চার বার নির্বাচিত সংসদ সদস্য ও ডাকসুর সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অধ্যাপক মো. ইউনূস।

নওরোজ/এসএইচ

Please Share This Post in Your Social Media

বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজের পরিচালনা কমিটির সভাপতি কামাল হোসেন

নওরোজ ডেস্ক
Update Time : ০৮:৪৫:০৪ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪

কুমিল্লার বুড়িচং উপজেলা সদরে অবস্থিত বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজের এডহক কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার (২০ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এএসএম আমানুল্লাহর মনোনীত সভাপতি হিসেবে মো. কামাল হোসেনের নাম উল্লেখসহ জাতীয় বিশ্ববিদ্যালযের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত এডহক কমিটিতে বুড়িচং উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক, জগতপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিক্ষানুরাগী মো. কামাল হোসেনকে সভাপতি নির্বাচিত করা হয়। এছাড়া বিদ্যোৎসাহী সদস্য হিসাবে মোহাম্মদ আবু তাহের, প্রতিষ্ঠাতা একজন, প্রতিষ্ঠাতা সদস্য না থাকলে দাতা ও হিতৈষীদের মধ্যে একজন, প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে শিক্ষকদের মধ্যে একজন ও সদস্য সচিব হিসেবে পদাধিকার বলেন অধ্যক্ষের নাম ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, কমিটির মেয়াদপত্র ইস্যুর তারিখ থেকে অনূর্ধ্ব ৬ মাস। এ সময়ের মধ্যে নিয়মিত গভর্নিং বডি গঠনের কার্যক্রম অবশ্যই সম্পন্ন করতে হবে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডি গঠন সংক্রান্ত অধিভুক্ত কলেজ/শিক্ষা প্রতিষ্ঠানসমূহের গভর্নিং বডি (সংশোধিত) ২০১৯ এর ৭ নং ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ভাইস চ্যান্সেলর মহোদয় এ মনোনয়ন যেকোনো সময় প্রত্যাহারের ক্ষমতা রাখেন। নবনির্বাচিত সভাপতি মো. কামাল হোসেন তার দায়িত্ব পালনে ও কলেজের শিক্ষার মান উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেছেন।

উল্লেখ্য, ১৯৮৬-৮৭ সালে তৎকালীন প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের নামে কলেজটি প্রতিষ্ঠা করেন কুমিল্লা-৫ আসন থেকে চার বার নির্বাচিত সংসদ সদস্য ও ডাকসুর সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অধ্যাপক মো. ইউনূস।

নওরোজ/এসএইচ