বুটেক্সে শেষ হলো জাতীয় বিতর্ক উৎসব-২০২৫

- Update Time : ১১:৩৭:২৩ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
- / ২৯৮ Time View
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ডিবেটিং ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হলো জাতীয় বিতর্ক উৎসবের সমাপনী অনুষ্ঠান। ‘রোদ ক্যানভাস জুড়ে ইচ্ছের সীমানা’ স্লোগানকে প্রতিপাদ্য করে অনুষ্ঠিত হয় এবারের আয়োজন।
গত ১২ সেপ্টেম্বর ইংরেজি বিভাগ ‘এন্টওয়াইন-৩.০’-এর মাধ্যমে শুরু হয় জাতীয় বিতর্ক উৎসব। ১২ ও ১৩ সেপ্টেম্বর দুই দিনব্যাপী আয়োজিত হয় বিভাগটি। ইংরেজি বিভাগের দুইটি ব্রেকে (ওপেন ও নোভিস) বিভিন্ন ক্লাবের মোট ৪৮টি দল অংশগ্রহণ করে। যেখান থেকে ওপেন ব্রেকে চ্যাম্পিয়ন হয় ‘ ঢাকা বিশ্ববিদ্যালয় (জিওডি) ’ দল, ওপেন রানার্স আপ ‘আইইউবি’। নোভিস বিভাগে চ্যাম্পিয়ন ‘ব্রাক বিশ্ববিদ্যালয়’ এবং রানার্স আপ হয় ‘ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)’।
দুই বিভাগে বিভক্ত এ উৎসবের বাংলা বিভাগে ১৩ সেপ্টেম্বর আন্তঃস্কুল ও কলেজ পর্যায়ে ৩২টি দল এবং ১৯ ও ২০ সেপ্টেম্বর আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ে ৩৮টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
তিন পর্যায়ে বিভক্ত বাংলা বিভাগের আন্তঃস্কুল পর্যায়ে চ্যাম্পিয়ন হয় নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল এবং রানার্স আপ আইডিয়াল স্কুল এন্ড কলেজ। আন্তঃস্কুল-কলেজ পর্যায়ে চ্যাম্পিয়ন বিএএফ শাহীন কলেজ, ঢাকা এবং রানার্স আপ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। এছাড়াও আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, রানার্স আপ হয় আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সাইন্স এন্ড টেকনোলজি।
জাতীয় এই বিতর্ক উৎসবের প্রধান বিচারক পর্ষদে ছিলেন দেশের স্বনামধন্য ১৩ জন প্রাক্তন বিতর্কিক। আন্তঃস্কুল-কলেজ পর্যায়, আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায় মিলিয়ে ২৬ জন মূল বিচারক, ৬৫ জন আমন্ত্রিত বিচারক ও স্বতন্ত্র বিচারক ৪৯ জনসহ সর্বমোট ১৪০ জন বিচারকার্যে অংশগ্রহণ করেন।
বুটেক্স অডিটরিয়ামে অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বুটেক্স উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন বুটেক্স ডিবেটিং ক্লাবের মডারেটর সহকারী অধ্যাপক রিফাত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডিএফ-র সাবেক সভাপতি ডা. আব্দুন নূর তুষার, আইইবি টেক্সটাইল বিভাগের সহ-সভাপতি ইঞ্জি. মো. সায়েদুর রহমান, আইটিইটির সদস্য সচিব ও নিট এম্পায়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জি মোঃ এনায়েত হোসেন, এমটেক্স সলিউশন্স বিডি লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক মো. ময়দুল ইসলাম মঈদ, আরক্রোমা ট্রান্সফরমার ডিরেক্টর আশফাক আহমেদ, অফিসিনা৩৯ এর কান্ট্রি ডিরেক্টর ইঞ্জি. মো: নাসির উল্লাহ। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন বুটেক্স ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক মো: তামজিদুর রহমান।
অনুষ্ঠানের প্রধান অতিথি বুটেক্সের উপাচার্য অধ্যাপক ড. মো.জুলহাস উদ্দিন বক্তব্যের শুরুতে ডিবেটিং ক্লাবকে ধন্যবাদ জানান প্রতিযোগিতাটি সুষ্ঠু ভাবে আয়োজন করার জন্য। তিনি বলেন, বিতর্কের মধ্য দিয়ে সত্য উন্মোচিত হয়। জীবনের প্রতিটি ক্ষেত্রেই বিতর্ক আছে। বিতর্ক হতে হবে যুক্তির মাধ্যমে। যুক্তিসংগত তথ্যের মাধ্যমে বিতর্ক করে সমাজের অন্যায়কে দূর করতে হবে।
বুটেক্স ডিবেটিং ক্লাবের সভাপতি এসএম আলভী সালমান বলেন, এই প্রতিযোগিতাটি এত সুন্দর ভাবে আয়োজন করার পেছনে কারো একক অবদান নয় বরং বুটেক্স ডিবেটিং ক্লাবের সকল সদস্যের অবদান রয়েছে। আমি তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর একটি প্রতিযোগিতা উপহার দেয়ার জন্য। এবার আমরা যে স্লোগানকে প্রতিপাদ্য করছি সেটা হলো ‘রোদ ক্যানভাস জুড়ে ইচ্ছের সীমানা’। এর মানে হলো পুরো পৃথিবীকে যদি রঙিন কল্পনা করি তাহলে এক কোনা এখনো বিবর্ন হয়ে আছে। সে জায়গাটি হলো ফিলিস্তিন। এই স্লোগানটি মূলত ফিলিস্তিনকে উৎসর্গ করে প্রতিপাদ্য করা হয়েছে। আমরা তাদের জন্য প্রার্থনা করছি এবং কামনা করছি পুরো পৃথিবীবাসী তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিবে।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শেষাংশে বুনন ৪.০ ম্যাগাজিনের মোরক উন্মোচন করা হয়। এরপর রাতে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় জাতীয় বিতর্ক উৎসব-২০২৫।