বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত সম্পন্ন

- Update Time : ০১:৪৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
- / ৬০ Time View
গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার প্রথম পর্বে দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত সম্পন্ন হয়েছে। আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১২টা ৯ মিনিটে শুরু হয়ে মোনাজাত শেষ হয় ১২টা ২৮ মিনিটে।
দোয়া পরিচালনা করেন বাংলাদেশের মাওলানা জুবায়ের। মোনাজাতের প্রথম ১১ মিনিট কোরআনের আয়াত ও উর্দুতে দোয়া করা হয় । এর পর পরে ১৯ মিনিট বাংলায় দোয়া পরিচালনা করা হয়। আখেরি মোনাজাতে দেশ-বিদেশ থেকে আসা প্রায় ৩০ লাখের বেশি ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। মোনাজাতে বিশ্ব উম্মাহর ঐক্য, ইসলামের প্রচার-প্রসার, মানবতার কল্যাণ, শান্তি এবং দুনিয়া ও আখিরাতের মুক্তি কামনা করা হয়। মোনাজাত চলাকালে তুরাগ তীরে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ, অনেক মুসল্লি কান্নায় ভেঙে পড়েন।
এর আগে ফজরের নামাজের পর বয়ান করেন ভারতের বেঙ্গালোরের মাওলানা ফারুক সাহেব। সকাল সাড়ে ৯টায় হেদায়েতের বয়ান করেন হিন্দুস্তানের মাওলানা আবদুর রহমান। আখেরি মোনাজাতের আগে গুরুত্বপূর্ণ নসিহত দেন ভারতের মাওলানা ইব্রাহীম দেওলা।
ইজতেমার আয়োজক কমিটির একাধিক সদস্য জানিয়েছেন, মোনাজাত শেষে মুসল্লিরা ধীরে ধীরে ইজতেমা ময়দান ত্যাগ করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যানজট নিরসনসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিতে মাঠে কাজ করছেন।
এদিকে, ইজতেমায় অংশ নিতে রাজধানী ঢাকা ও আশপাশের বিভিন্ন জেলা থেকে ভোর থেকেই লাখো মুসল্লি তুরাগ তীরে ভিড় জমিয়েছিলেন লক্ষ্য করা গেছে নারীরাও কোন অংশে কম নয় ইজতেমার ময়দানে মোনাজাতে জন্য এসেছিলেন উত্তরা থেকে ডাক্তার নাজমা পারভিন, টঙ্গী বাজার থেকে সাহিদা আক্তার, তাসলিমা আক্তার আশা বেগম, পাখি আক্তার সিনথিয়া, শারমিন খুশি পান্না আক্তার সহ।
আখেরি মোনাজাত উপলক্ষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বেশ কয়েকটি স্থানে যান চলাচল নিয়ন্ত্রিত ছিল। প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়, যাতে মুসল্লিরা নির্বিঘ্নে ইজতেমায় অংশ নিতে পারেন।
এর আগে গত শুক্রবার (৩০ জানুয়ারি) থেকে তাবলিগ জামাতের জুবায়ের অনুসারীদের আয়োজনে বিশ্ব ইজতেমার প্রথম পর্বে প্রথম ধাপ শুরু হয়। ২ ফেব্রুয়ারি আখের মোনাজাত এর মধ্যে দিয়ে শেষ হয় প্রথম ধাপ।
৩ ফেব্রুয়ারী বাদ ফজর থেকে তাদের দ্বিতীয় ধাপের আয়োজন শুরু হয় তিন দিনব্যাপী এ ধর্মীয় সমাবেশে দেশ-বিদেশের লাখো মুসল্লি অংশ নেন। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্বে কার্যক্রম সম্পন্ন হলো।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়