ঢাকা ১২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
ইবি উপাচার্য

“বিশ্ববিদ্যালয়ের টিচার ব্রান্ডিং হলে, শিক্ষার্থীরাও ব্রান্ডিং হবে”

মোঃ হাছান, ইসলামী বিশ্ববিদ্যালয় (কুষ্টিয়া) প্রতিনিধি
  • Update Time : ১০:২৫:০৮ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪
  • / ২৫ Time View

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, “বিশ্ববিদ্যালয়ের বিষয়ে আমি পর্যায়ক্রমে সকল অনুষদের শিক্ষকদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিচ্ছি। আমি শিক্ষক-শিক্ষার্থীদের সর্বাত্মক সহযোগিতা চাই বিশ্ববিদ্যালয়কে পরিচর্যা করতে। অ্যাকাডেমিক ভাইস-চ্যান্সেলর হিসেবে আমার ফোকাস থাকবে টিচিং অ্যান্ড লার্নিং-এর উপর। এই বিশ্ববিদ্যালয়ের টিচার ব্রান্ডিং হলে, শিক্ষার্থীরাও ব্রান্ডিং হবে।”

বুধবার (৯ অক্টোবর) ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের সভাপতি ও শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় উপাচার্য এসব কথা বলেন।

মতবিনিয়ম সভায় শিক্ষকরা বিভিন্ন সমস্যা তুলে ধরেন, যার মধ্যে রেজাল্ট প্রসেসিং সফটওয়্যারের সমস্যা, কম্পিউটার ল্যাবের অভাব, সেন্ট্রাল অ্যাকাডেমিক ক্যালেন্ডারের অভাব, কর্মচারীর সংকট এবং অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজনীয়তা ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য।

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ শিক্ষকদের সমস্যাগুলো মনোযোগ দিয়ে শুনে দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন।

তিনি জানান, “বিজনেস ফ্যাকাল্টির ল্যাব সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থার উন্নতির জন্য বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হবে।”

মতবিনিময় সভার সঞ্চালনা করেন হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সহকারী অধ্যাপক শাহাবুব আলম। অনুষ্ঠানটির প্রথমেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. গোলাল মহিউদ্দিন এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন অধ্যাপক ড. ধনঞ্জয় কুমার।

পরে স্বাগত বক্তব্য প্রদান করেন আয়োজনটির সভাপতি ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সেলিনা নাসরিন।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকদের সাথে পরিচয় পর্ব শেষে হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. জাকির হোসেন, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সভাপতি ড. সঞ্জয় কুমার, টুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি শরীফুল ইসলাম জুয়েল, মার্কেটিং বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক মো. সাদিকুল আজাদ, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. জাকারিয়া রহমান, অধ্যাপক ড. রুহুল আমিন, হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. আবু সিনা সভায় অংশগ্রহণ করেন ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।

Please Share This Post in Your Social Media

ইবি উপাচার্য

“বিশ্ববিদ্যালয়ের টিচার ব্রান্ডিং হলে, শিক্ষার্থীরাও ব্রান্ডিং হবে”

মোঃ হাছান, ইসলামী বিশ্ববিদ্যালয় (কুষ্টিয়া) প্রতিনিধি
Update Time : ১০:২৫:০৮ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, “বিশ্ববিদ্যালয়ের বিষয়ে আমি পর্যায়ক্রমে সকল অনুষদের শিক্ষকদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিচ্ছি। আমি শিক্ষক-শিক্ষার্থীদের সর্বাত্মক সহযোগিতা চাই বিশ্ববিদ্যালয়কে পরিচর্যা করতে। অ্যাকাডেমিক ভাইস-চ্যান্সেলর হিসেবে আমার ফোকাস থাকবে টিচিং অ্যান্ড লার্নিং-এর উপর। এই বিশ্ববিদ্যালয়ের টিচার ব্রান্ডিং হলে, শিক্ষার্থীরাও ব্রান্ডিং হবে।”

বুধবার (৯ অক্টোবর) ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের সভাপতি ও শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় উপাচার্য এসব কথা বলেন।

মতবিনিয়ম সভায় শিক্ষকরা বিভিন্ন সমস্যা তুলে ধরেন, যার মধ্যে রেজাল্ট প্রসেসিং সফটওয়্যারের সমস্যা, কম্পিউটার ল্যাবের অভাব, সেন্ট্রাল অ্যাকাডেমিক ক্যালেন্ডারের অভাব, কর্মচারীর সংকট এবং অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজনীয়তা ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য।

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ শিক্ষকদের সমস্যাগুলো মনোযোগ দিয়ে শুনে দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন।

তিনি জানান, “বিজনেস ফ্যাকাল্টির ল্যাব সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থার উন্নতির জন্য বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হবে।”

মতবিনিময় সভার সঞ্চালনা করেন হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সহকারী অধ্যাপক শাহাবুব আলম। অনুষ্ঠানটির প্রথমেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. গোলাল মহিউদ্দিন এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন অধ্যাপক ড. ধনঞ্জয় কুমার।

পরে স্বাগত বক্তব্য প্রদান করেন আয়োজনটির সভাপতি ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সেলিনা নাসরিন।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকদের সাথে পরিচয় পর্ব শেষে হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. জাকির হোসেন, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সভাপতি ড. সঞ্জয় কুমার, টুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি শরীফুল ইসলাম জুয়েল, মার্কেটিং বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক মো. সাদিকুল আজাদ, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. জাকারিয়া রহমান, অধ্যাপক ড. রুহুল আমিন, হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. আবু সিনা সভায় অংশগ্রহণ করেন ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।