বিশ্ববাসীকে দেখিয়ে দিতে চাই বাংলাদেশের মানুষ ভোট দেয়: আরাফাত

- Update Time : ০৮:২৭:৪১ অপরাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩
- / ২২০ Time View
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে দলমত নির্বিশেষে সবাইকে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত।
সোমবার (২৬ জুন) প্রতীক বরাদ্দের পর রাজধানীর ভাষানটেকে নির্বাচনি প্রচারণা চালানোর সময় তিনি এ আহ্বান জানান।
আরাফাত বলেন, আমাকে ভোট দেন বা না দেন, দলমত নির্বিশেষে আমি সবার সেবা করবো। আমি জননেত্রী শেখ হাসিনার দেয়া দায়িত্বগুলো পালনের চেষ্টা করবো। তবে আপনাদের গোটা বিশ্বকে দেখিয়ে দিতে হবে। কারণ সামনে জাতীয় নির্বাচন। এটা উপনির্বাচন বলে হেলাফেলার সুযোগ নেই।
তিনি আরও বলেন, “গোটা বিশ্বকে আমরা ঢাকা ১৭ আসনের নির্বাচনের মধ্যদিয়ে দেখিয়ে দিতে চাই, বাংলাদেশের মানুষ ভোট দেয়।”
নির্বাচনি এলাকার উন্নয়নের আশ্বাস দিয়ে নৌকার এ প্রার্থী বলেন, দীর্ঘ ২০ বছরের অধিক সময় ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগের কোনো জন প্রতিনিধি ছিলেন না। এর আগে ফারুক সাহেব ছিলেন, তবে তিনি দীর্ঘদিন অসুস্থ থাকায় ১৯ নম্বর ওয়ার্ডের নাগরিক সুবিধাগুলো নিশ্চিত করা সম্ভব হয়নি।
আরাফাত ভোটারদের আশ্বস্ত করে বলেন,”কথা দিচ্ছি আমি যদি আপনাদের সমথর্ন পেয়ে জিতে আসি, আপনাদের অসুবিধাগুলো সমাধান করার কাজ শুরু করবো। আপনারা জানেন এটা উপনির্বাচন। কাজেই আমি যতটুকু পারি, ততটুকু করার চেষ্টা করবো৷ পরবর্তীতে আমি যদি আবার নির্বাচন করার সুযোগ পাই আমি আপনাদের সমস্যাগুলো সমাধান করবো।”
এদিকে সকালে রাজধানীর আগারগাঁওয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা মুনীর হোসাইন খান। আওয়ামী লীগের মো. এ আরাফাত নৌকা ও স্বতন্ত্র প্রার্থী হিরো আলম পেয়েছেন একতারা প্রতীক।
প্রচারণায় উপস্থিত হয়ে ভোটরদের নৌকা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান যুবলীগের সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল।
এছাড়া জাকের পার্টির কাজী রাশেদুল হাসান পেয়েছেন গোলাপ ফুল, সাংস্কৃতিক মুক্তিজোটের মো. আক্তার হোসেন পেয়েছেন ছড়ি, বাংলাদেশ কংগ্রেসের রেজাউল ইসলাম স্বপন ডাব প্রতীক, তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান সোনালি আঁশ আর জাতীয় পার্টির সিকদার আনিসুর রহমান পেয়েছেন লাঙল প্রতীক।
প্রতীক বরাদ্দের পর আজ থেকেই প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়