বিরলে বিএডিসি’র আলু বীজ উৎপাদনের লক্ষ্যে আগাম আলু রোপন কর্মসূচির উদ্বোধন
- Update Time : ০৪:৫৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
- / ২৯ Time View
বিরলে জাতীয় পুরষ্কার প্রাপ্ত কৃষক মতিউর রহমান এর জমিতে বিএডিসি’র আলু বীজ উৎপাদনের লক্ষ্যে আগাম আলু রোপন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহষ্পতিবার সকালে বিরলের পুরিয়া গ্রামে বীজ রোপন কর্মসূচীর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি কৃষি বীজ হিমাগার (আলু বীজ), নশিপুর, দিনাজপুর এর উপপরিচালক কৃষিবিদ আবু জাফর মোহাম্মদ নেয়ামতউল্লাহ।
বীজ রোপনকালে কৃষিবিদ আবু জাফর মোহাম্মদ নেয়ামতউল্লাহ জানান, আমাদের এই মাঠে আগে ব্রী ধান-৭৫ ছিল। আমরা ব্রী ধান-৭৫ কেটে আজকে আলু বীজ রোপন করতে পেরেছি শুধুমাত্র স্বল্প সময়ের আমন ধান রোপনের কারণে। আমরা বিএডিসি’র আলু-১ (সানশাইন) রোপন এর কার্যক্রম চলছে। এখানে ১৫ একর জমিতে বীজ উৎপাদনের কর্মসূচি রয়েছে।
এবার দিনাজপুরে আমার হিমাগারের আওতায় প্রায় ৯০০ একর জমিতে আলু বীজ রোপন কার্যক্রম চলমান রয়েছে। এবার আমরা এত দ্রুত এখানে আলু বীজ রোপন করতে পারছি শুধুমাত্র স্বল্প সময়ের আমন ধান রোপনের কারণে। আমার বিশ্বাস আমরা দ্রুত আলু উৎপাদন করে ইরি-বোরোধান আবাদ করতে পারবো। দো-ফসলী জমিগুলোকে আমরা এভাবে তিন ফসলী জমিতে পরিণত করতে পেরেছি। আমার বিশ্বাস আমরা যদি এভাবে স্বল্প সময়ের আমন ধান চাষাবাদ করি, আবার আলু উৎপাদন করি এবং ইরি-বোরো চাষাবাদ করতে পারি তাহলে দেশের উৎপাদন বেড়ে যাবে, অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হবে।
কৃষক মতিউর রহমান জানান, বিএডিসি থেকে বীজ সংগ্রহ করেছি আবার বিএডিসি আমাদের নিকট হতে এটা কিনে নিবে। এবছর শ্রমিক, দ্রব্যমূল্য, অন্যান্য উপাদানের মূল্য প্রায় ৩০ ভাগ বেশি ব্যয় হচ্ছে। গতবছরের চেয়ে এবার উৎপাদন খরচ বেশি হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি আলুর দাম যেন সঠিকভাবে নির্ধারণ করা হয় এই আহ্বান জানাচ্ছি।
আমি ব্রী ধান -৭৫ আবাদ করেছিলাম। ১১০ দিনে এই ধান কাটা যায়। তাই অন্যান্য জাতের ১৩৫-১৪০ দিনের ধান আবাদ না করে এই ব্রী ধান-৭৫ আবাদ করলে আমরা সহজেই তিনটি ফসল আবাদ করতে পারি। এ ধান কাটার পর আবার সুন্দরভাবে আলু আবাদ করতে পারবো। আলুটা রোপনের ৭৫ দিন পর পাতা তুলে রাখি আর ১০ দিন পর আলু তুলে বীজের জন্য প্রক্রিয়াজাত করা হয়। আলু আবাদ করার কারণে চার ভাগের এক ভাগ রাসায়নিক সার দিয়ে পরবর্তী একই জমিতে ইরি-বোরো ধান আবাদ করা যায়।
নওরোজ/এসএইচ