বিয়ে করলেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুল
- Update Time : ০৭:৩২:০৭ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩
- / ৪৫৫ Time View
বিয়ে করলেন জনপ্রিয় সংগীত তারকা ইমরান মাহমুদুল। পাত্রীর নাম মেহের আয়াত জেরিন। বুধবার (২৪ মে) সন্ধ্যায় এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন গায়ক নিজেই।
বিয়ের খবর জানিয়ে ইমরান মাহমুদুল লিখেন, ‘আলহামদুলিল্লাহ, বিয়ে মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। আল্লাহর অশেষ রহমতে আজ থেকে (২৪ মে, ২০২৩) আমি ও আমার স্ত্রী মেহের আয়াত জেরিন আমাদের জীবনের নতুন এই অধ্যায় শুরু করলাম। পারিবারিক ভাবেই আমাদের এই বিয়ের আয়োজন।’
ইমরান আরও লিখেন, ‘তাই ছোট পরিসরে অনেকটা ঘরোয়া পরিবেশেই বিয়েটা হলো। তবে আমার বড় আপু ও বড় দুলাভাই নভেম্বর মাসে আমেরিকা থেকে বাংলাদেশে আসার পর আমার প্রিয় সব মানুষদের নিয়ে বিবাহোত্তর অনুষ্ঠান করা হবে ইনশাআল্লাহ। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন একে অপরের পাশে থেকে নিজেদের সুখ-দুঃখ ভাগাভাগি করে চলতে পারি জীবনের বাকিটা পথ।’
জানা গেছে, মঙ্গলবার ঢাকায় পারিবারিক আয়োজনে বিয়ে হয় ইমরান-জেরিনের। বিয়ের অনুষ্ঠানে অংশ নেন আরেক জনপ্রিয় সংগীত তারকা দিলশাদ নাহার কনা। তিনিই ইমরানের বিয়ের ছবি প্রথম সোশ্যালে শেয়ার করেন।
জানতে চাইলে কনা বলেন, ‘হ্যাঁ বিয়ের খবর সত্যি। আমি ইমরানের জন্য ভীষণ খুশি। সে আমার ছোট ভাইয়ের মতো। তার স্ত্রী ভীষণ লক্ষী একটা মেয়ে। ইমরান দাম্পত্য জীবনে খুব সুখী হোক সেটাই প্রত্যাশা করি।’
ইমরানের স্ত্রীর ব্যাপারে কণা জানান, জেরিন শরিয়তপুরের মেয়ে। অর্থাৎ ইমরান আর সে একই এলাকার মানুষ। তবে জেরিনের পড়াশোনা এখনও শেষ হয়নি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়