ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় যুবকের কাণ্ড

লক্ষ্মীপুর প্রতিনিধি
  • Update Time : ১০:৪২:৩৬ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • / ২৯৬৮ Time View

যুবকের দেওয়া আগুনে পুড়ে গেছে সিএনজিচালিত অটোরিকশা। ছবি : সংগৃহীত

লক্ষ্মীপুরে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ক্ষিপ্ত হয়ে সিএনজিচালিত অটোরিকশা পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে সুজন হোসেন নামের এক যুবকের বিরুদ্ধে।

শনিবার (১ নভেম্বর) রাত ৩টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রামের করিম বক্স ব্যাপারী বাড়িতে এ ঘটনা ঘটে।

সুজন হোসেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ববাজারাধীন সুতার বাড়ির দুলালের ছেলে।

অটোরিকশার মালিক মনির বলেন, আমার খালাতো ভাই সুজন দীর্ঘদিন থেকে আমার বোনকে উত্ত্যক্ত করত। বিয়ের প্রস্তাব দেয় সে। আমরা বিয়েতে রাজি হয়নি। উত্ত্যক্ত করায় তার বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় অভিযোগ দিই। আর ১৫ দিন আগে আমার বোনকে অন্যত্র বিয়ে দিলে সে ক্ষুব্ধ হয়ে ওঠে।

তিনি অভিযোগ করে বলেন, সুজন পেট্রোল দিয়ে আমার সিএনজি অটোরিকশাটি জ্বালিয়ে দিয়েছে। রাতে আগুনের বিষয়টি টের পেলে আমরা ঘর থেকে বেরিয়ে এলে সুজন তার সহযোগীদের নিয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে জানতে সুজনের মোবাইল ফোনে কল করা হলেও সেটি বন্ধ পাওয়া গেছে।

চন্দ্রগঞ্জ থানার ওসি মুহাম্মদ ফয়জুল আজীম বলেন, অটোরিকশা পোড়ানোর কথা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় যুবকের কাণ্ড

লক্ষ্মীপুর প্রতিনিধি
Update Time : ১০:৪২:৩৬ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫

লক্ষ্মীপুরে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ক্ষিপ্ত হয়ে সিএনজিচালিত অটোরিকশা পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে সুজন হোসেন নামের এক যুবকের বিরুদ্ধে।

শনিবার (১ নভেম্বর) রাত ৩টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রামের করিম বক্স ব্যাপারী বাড়িতে এ ঘটনা ঘটে।

সুজন হোসেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ববাজারাধীন সুতার বাড়ির দুলালের ছেলে।

অটোরিকশার মালিক মনির বলেন, আমার খালাতো ভাই সুজন দীর্ঘদিন থেকে আমার বোনকে উত্ত্যক্ত করত। বিয়ের প্রস্তাব দেয় সে। আমরা বিয়েতে রাজি হয়নি। উত্ত্যক্ত করায় তার বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় অভিযোগ দিই। আর ১৫ দিন আগে আমার বোনকে অন্যত্র বিয়ে দিলে সে ক্ষুব্ধ হয়ে ওঠে।

তিনি অভিযোগ করে বলেন, সুজন পেট্রোল দিয়ে আমার সিএনজি অটোরিকশাটি জ্বালিয়ে দিয়েছে। রাতে আগুনের বিষয়টি টের পেলে আমরা ঘর থেকে বেরিয়ে এলে সুজন তার সহযোগীদের নিয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে জানতে সুজনের মোবাইল ফোনে কল করা হলেও সেটি বন্ধ পাওয়া গেছে।

চন্দ্রগঞ্জ থানার ওসি মুহাম্মদ ফয়জুল আজীম বলেন, অটোরিকশা পোড়ানোর কথা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।