বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে ধর্ষন, গ্রেফতার ১

- Update Time : ০৫:৪৪:০১ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩
- / ২২৭ Time View
বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষনের দায়ে অভিযুক্ত মোজাফ্ফর ইলিয়াস(২৫) কে গ্রেফতার করেছে পিবিআই সাতক্ষীরা জেলা।
মোজাফ্ফর ইলিয়াস(২৫), পিতা-মোঃ নজরুল মোড়ল, সাং-চোমরখালী, থানা-পাটকেলঘাটা, জেলা-সাতক্ষীরা এর বিরুদ্ধে মোছাঃ সালেহা বেগম(৪৫), পিতা-মৃত আকর আলী মোড়ল, স্বামী-মোঃ আমিনুর শেখ, সাং-কুমিরা মধ্য, থানা-পাটকেলঘাটা, জেলা-সাতক্ষীরা পাটকেলঘাটা থানায় হাজির হয়ে অভিযোগ দায়ের করেন যে, তাহার মেয়ে কুমিরা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ৮ম শ্রেণীতে পড়াশুনা করে।
আসামী মোজাফ্ফর ইলিয়াস প্রতিনিয়ত বাদীর উক্ত মেয়েকে ভুলে যাওয়া আসার পথে বিভিন্ন ধরনের কু-প্রস্তাব দিতো। বাদী স্বামী পরিত্যক্ত হওয়ায় উক্ত মেয়েকে নিয়া তাহার পিতার বাড়ী সংলগ্ন পৈত্রিক জমিতে ঘর বাধিয়া বসবাস করতো।
বাদী সংসারের তাগিদে কৃষিকাজ সহ বিভিন্ন ধরনের কাজ করে জীবিকা নির্বাহ করে। দিনের বেলা বাদী বাড়িতে না থাকার সুযোগে আসামী মোজাফ্ফর ইলিয়াস তাহার মেয়েকে উক্ত বসত বাড়ীতে একা পাইয়া বিভিন্ন সময়ে তাহাকে কু-প্রস্তাব দেয়। আসামীর কু-প্রস্তাবে রাজি না হওয়ায় পরবর্তীতে বিবাহের প্রলোভন দেখাইয়া উক্ত বসত ঘরে তাহার নাবালিকা মেয়েকে গত ইং-০৯/০৪/২০২৩ তারিখ বিকাল অনুমান ১৭.০০ ঘটিকার সময় জোর পূর্বক ধর্ষন করে। এইভাবে আসামী তাহার মেয়েকে ভয় দেখিয়ে পরবর্তীতে বিভিন্ন সময়ে একাধিকবার ধর্ষন করে। ভিকটিম আসামীর ভয়ে উক্ত ঘটনা গোপন রাখে। পরবর্তীতে বাদীর মেয়ে আসামীকে তাহার গর্ভধারনের কথা জানাইলে উক্ত আসামী ভিকটিমকে বিবাহ করিবে না বলিয়া জানায়। ভিকটিম বর্তমানে ৪ মাসের অন্তঃসত্ত্বা বলে বাদী তার অভিযোগে উল্লেখ করেছেন।
বাদীর উক্ত লিখিত অভিযোগের প্রেক্ষিতে অফিসার ইনচার্জ পাটকেলঘাটা থানা, পাটকেলঘাটা থানার মামলা নং-০৯/২৩, তারিখ: ২৩/০৮/২০২৩ খ্রিস্টাব্দ, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী / ২০০৩) এর ৯ (১)। জিআর নং-১৫০/২৩(পাটা) রুজু করেন। পিবিআই হেডকোয়ার্টার্স ঢাকার নির্দেশে পিবিআই সাতক্ষীরা জেলা উক্ত মামলাটি স্ব-উদ্দ্যোগে গ্রহণ করে মামলার তদন্তভার পুলিশ পরিদর্শক(নিঃ)/মোল্যা মিরাজ মোসাদ্দেক পিবিআই, সাতক্ষীরা জেলার উপর অর্পণ করা হয়।
পিবিআই প্রধান জনাব বনজ কুমার মজুমদার বিপিএম (বার), পিপিএম, অ্যাডিশনাল আইজি, বাংলাদেশ পুলিশ এর সঠিক তত্ববধান ও দিক নির্দেশনায়, পিবিআই সাতক্ষীরা জেলা ইউনিট ইনচার্জ মহোদয়ের এর নেতৃত্বে, পুলিশ পরিদর্শক (নিঃ) মোল্যা মিরাজ মোসাদ্দেক, এসআই (নিঃ) মোঃ অহিদুজ্জামান, এএসআই (নিঃ) মোঃ মনিরুল ইসলামসহ পিবিআই, সাতক্ষীরা জেলা চৌকস দল ঘটনার সাথে সম্পৃক্ততার প্রমান পাওয়ায় সঙ্গীয় ফোর্স সহ আসামী মোজাফ্ফর ইলিয়াস (২৫), পিতা-মোঃ নজরুল মোড়ল, সাং-চোমরখালী, থানা-পাটকেলঘাটা, জেলা-সাতক্ষীরা গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী মোজাফ্ফর ইলিয়াস ঘটনার সহিত জড়িত থাকার বিষয়ে স্বীকার করলে তাকে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত- ০৬ পাটকেলঘাটা, সাতক্ষীরা এর আদালতে প্রেরণ করা হয়। আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণের পর আসামী স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে। পরবর্তীতে উক্ত আসামীকে বিজ্ঞ আদালত জেল হাজতে প্রেরণ করেন।
১। তদন্ত তদারকী কর্মকর্তাঃ রেশমা শারমিন পিপিএম-সেবা, পুলিশ সুপার, পিবিআই, যশোর জেলা, (অতিঃ দায়িত্ব, পিবিআই, সাতক্ষীরা জেলা, মোবাঃ ০১৩২০-০৩২৯১০।
২। তদনন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (নিঃ) মোল্যা মিরাজ মোসাদ্দেক, পিবিআই, সাতক্ষীরা জেলা, মোবাঃ ০১৭১১-২৩৯৩৯৬
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়