ঢাকা ১১:১১ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টার
  • Update Time : ০৮:৩৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩
  • / ৩৩৫ Time View

নীলফামারীতে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে রিমন শাহ (২৫) নামের এক যুবককে গ্রেফতার করছে পুলিশ।

বুধবার (৭ জুন) রাতে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করা হয়।

রিমন শাহ নীলফামারী সদর উপজেলার নতিব চাপড়া এলাকার দুলাল হোসেনের ছেলে।

পুলিশ জানায়, উপজেলার পঞ্চপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে রিমন। ধর্ষণের ফলে ওই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাকে জেলার ডাকবাংলো এলাকায় ফুফুর বাসায় নিয়ে যান। সেখানে ওষুধ খাইয়ে অচেতন করে রাখা হয় ওই শিক্ষার্থীকে। তিনদিন পর ভুক্তভোগীর জ্ঞান ফিরলে তাকে বাড়িতে পাঠিয়ে দিয়ে পালিয়ে যান রিমন। পরে রিমনসহ আরও কয়েকজনকে আসামি করে মামলা করেন ভুক্তভোগী শিক্ষার্থীর মা।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার বলেন, তথ্যপ্রযুক্তির সহযোগিতায় ধর্ষণ মামলার আসামি রিমনকে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টার
Update Time : ০৮:৩৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩

নীলফামারীতে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে রিমন শাহ (২৫) নামের এক যুবককে গ্রেফতার করছে পুলিশ।

বুধবার (৭ জুন) রাতে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করা হয়।

রিমন শাহ নীলফামারী সদর উপজেলার নতিব চাপড়া এলাকার দুলাল হোসেনের ছেলে।

পুলিশ জানায়, উপজেলার পঞ্চপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে রিমন। ধর্ষণের ফলে ওই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাকে জেলার ডাকবাংলো এলাকায় ফুফুর বাসায় নিয়ে যান। সেখানে ওষুধ খাইয়ে অচেতন করে রাখা হয় ওই শিক্ষার্থীকে। তিনদিন পর ভুক্তভোগীর জ্ঞান ফিরলে তাকে বাড়িতে পাঠিয়ে দিয়ে পালিয়ে যান রিমন। পরে রিমনসহ আরও কয়েকজনকে আসামি করে মামলা করেন ভুক্তভোগী শিক্ষার্থীর মা।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার বলেন, তথ্যপ্রযুক্তির সহযোগিতায় ধর্ষণ মামলার আসামি রিমনকে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।