ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
রমেকের ডাক্তার মাহাবুবকে চান ‘না’ সহকর্মীরা, অন্যত্র বদলির দাবি  কুবির সাংবাদিকতা বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে উত্তরসহ প্রশ্নফাঁসের অভিযোগ নারীর প্রতি সহিংসতা রোধে শর্টকোড চালুর সিদ্ধান্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে বাস ট্র্যাকিং সিস্টেম ধর্ষণকারীর মৃত্যুদণ্ডের দাবিতে গাজীপুরে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল নোয়াখালীতে নামাজ পড়তে গেলে মসজিদের শৌচাগারে শিশুকে বলৎকার বান্দরবানে দলবদ্ধ ধর্ষণের মামলায় ৪ আসামীর যাবজ্জীবন, ১ লাখ টাকা জরিমানা ধর্ষণ বিরোধী স্লোগানে মুখরিত কুবি ক্যাম্পাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়কসহ ৭ জন কারাগারে মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

বিমানবন্দর সড়কে শিক্ষার্থীদের ওপর উঠে গেল প্রাইভেটকার

নওরোজ ডেস্ক
  • Update Time : ০৬:১০:০১ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
  • / ৬৭ Time View

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনের রাস্তায় শিক্ষার্থীদের চাপা দিয়েছে একটি প্রাইভেট কার। এতে তিন শিক্ষার্থী আহত হয়েছেন। 

রোববার (২৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে বিমানবন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এ দুর্ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, তৃতীয় টার্মিনালের সামনের রাস্তা দিয়ে একদল শিক্ষার্থী হেঁটে যাচ্ছিলেন। এসময় পেছন থেকে সাদা রঙের একটি প্রাইভেটকার তাদের চাপা দিলে শিক্ষার্থীরা রাস্তায় পড়ে আহত হন। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আহত শিক্ষার্থীদের উদ্ধার করেন।

জানা যায়, নৌবাহিনীর ‘সিম্যান’ পদে চাকরির পরীক্ষা দিতে গাইবান্ধা থেকে ঢাকায় এসেছিলেন সাতজন।

খিলক্ষেতে পরীক্ষা শেষে বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনের ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের পাশ ধরে হাঁটছিলেন তাঁরা। হঠাৎ একটি প্রাইভেট কার এসে তাঁদের পেছন থেকে জোরে ধাক্কা দেয়।

আজ রোববার বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনায় গুরুতর আহত তিনজনকে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) চিকিৎসার জন্য নেওয়া হয়। বাকিরা সামান্য আহত হয়েছেন।

ডান পা ভেঙে হাসপাতালে চিকিৎসাধীন গাইবান্ধা আদর্শ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র মো. সামিউল ইসলাম বলেন, ‘সেকেন্ডের মধ্যে কী হয়ে গেল, বুঝে উঠতে পারিনি। এটা যে গাড়ির ধাক্কা ছিল, তা–ও বুঝতে পারিনি। ৫–১০ মিনিট অজ্ঞান অবস্থাতেই সেখানে পড়েছিলাম।’

রাজধানীর বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদ আহমেদ জানান, গাড়িটি জব্দ করা হয়েছে। চালক মোস্তাফিজুর রহমানকে আটক করা হয়েছে।

তিনি বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক বলেছেন, গাড়ির সামনের একটি চাকা বিকল ছিল। তদন্তে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

আহত ব্যক্তিরা জানান, ফুটপাত না থাকায় সড়কের পাশ ধরে একজনের পেছনে অন্যজন হাঁটছিলেন। হঠাৎ প্রচণ্ড গতিতে আসা সাদা রঙের একটি প্রাইভেট কার তাদের ধাক্কা দেয়। এতে সাতজনের দলের পেছনে থাকা মো. সামিউল ইসলাম, মামুন অর রশীদ ও মো. আকাশ গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, দুর্ঘটনাস্থলেই জ্ঞান হারান সামিউল, তার ডান পা ভেঙে গেছে। প্রাইভেট কারের আঘাতে মামুন গাড়িটির ওপরে উঠে গ্লাসের ওপরে গিয়ে পড়েন। তাঁরও ডান পায়ের হাড় ভেঙে গেছে। মারাত্মক জখম হয়েছে আকাশেরও।

সাতজনের দলে আরও ছিলেন আতিক মাহাবুব নুর, ফজলে রাব্বী, রাকিব ও সম্পদ। তাঁদের সবার বাড়িই গাইবান্ধায়। সাতজনের মধ্যে আহত মামুন, সামিউল ও রাকিব প্রথমবারের মতো ঢাকায় এসেছেন। নৌবাহিনীর পরীক্ষা দিয়ে তাঁরা গাইবান্ধার উদ্দেশে রওনা হয়েছিলেন। সাতজনের কেউই পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারায় তাঁরা কিছুটা বিমর্ষ ছিলেন।

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. কাইয়ুম হোসেন বলেন, বিমানবন্দর এলাকা থেকে আহত অবস্থায় তিনজন হাসপাতালে এসেছেন। তাঁদের মধ্যে একজনকে (সামিউল) অস্ত্রোপচারের জন্য নেওয়া হয়েছে। তাঁকে ভর্তি করা হবে। বাকি দুজন তুলনামূলক ভালো আছেন। তাঁদের চিকিৎসা দেওয়া হয়েছে। বাসায় থেকে পরবর্তী সময়ে বহির্বিভাগ থেকে চিকিৎসা নিতে বলা হয়েছে।

হাসপাতালের জরুরি বিভাগে কথা হয় এ ঘটনায় আহত মামুন অর রশিদের সঙ্গে। ভাঙা পায়ে ব্যান্ডেজ নিয়ে জরুরি বিভাগের বিছানায় শুয়ে ছিলেন নলডাঙ্গা ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের এই ছাত্র। দুর্ঘটনার বিষয়ে তিনি বলেন, ‘ধাক্কা থেকে আমি গাড়ির গ্লাসের ওপরে পড়লে সেটি ভেঙে যায়। পরক্ষণেই নিচে পড়ে যাই। মাথা ফেটে যায়। সেখানে তিনটি সেলাই লেগেছে। কনুইতে সেলাই লেগেছে দুটি। কোমরে আঘাত লেগেছে। পরে অটোরিকশায় হাসপাতালে এসেছি।’

গাইবান্ধার বাসের জন্য তাঁরা বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন জানিয়ে মামুন বলেন, ‘রাস্তার একদম পাশ ধরে একজনের পেছনে আরেকজন হাঁটছিলাম। সেখানে কোনো ফুটপাত ছিল না, গাড়িটি হর্নও দেয়নি। হঠাৎ এসে আমাদের ওপর উঠিয়ে দিল। গাড়ির চালক বলেছে চাকা বিকল হয়ে এমন হয়েছে। কিন্তু চাকা বিকল হলেও এত জোরে গাড়িটি কীভাবে ধাক্কা দিল, তাই বুঝতে পারছি না।’

সাতজনের দলে মাঝামাঝি ছিলেন আতিক মাহাবুব নুর। তিনি বলেন, ‘প্রাইভেট কারের ধাক্কায় পেছনের তিনজন মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়। আমি ছিলাম মাঝে। আমারও পায়ে আঘাত লেগেছে। ঘটনাটি এমনভাবে ঘটেছিল, আমার শরীর কাঁপছিল। কিছুক্ষণ পর পুলিশ এসে গাড়িটা থানায় নিয়ে যায়।’

 

নওরোজ/এসএইচ

Please Share This Post in Your Social Media

বিমানবন্দর সড়কে শিক্ষার্থীদের ওপর উঠে গেল প্রাইভেটকার

নওরোজ ডেস্ক
Update Time : ০৬:১০:০১ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনের রাস্তায় শিক্ষার্থীদের চাপা দিয়েছে একটি প্রাইভেট কার। এতে তিন শিক্ষার্থী আহত হয়েছেন। 

রোববার (২৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে বিমানবন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এ দুর্ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, তৃতীয় টার্মিনালের সামনের রাস্তা দিয়ে একদল শিক্ষার্থী হেঁটে যাচ্ছিলেন। এসময় পেছন থেকে সাদা রঙের একটি প্রাইভেটকার তাদের চাপা দিলে শিক্ষার্থীরা রাস্তায় পড়ে আহত হন। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আহত শিক্ষার্থীদের উদ্ধার করেন।

জানা যায়, নৌবাহিনীর ‘সিম্যান’ পদে চাকরির পরীক্ষা দিতে গাইবান্ধা থেকে ঢাকায় এসেছিলেন সাতজন।

খিলক্ষেতে পরীক্ষা শেষে বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনের ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের পাশ ধরে হাঁটছিলেন তাঁরা। হঠাৎ একটি প্রাইভেট কার এসে তাঁদের পেছন থেকে জোরে ধাক্কা দেয়।

আজ রোববার বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনায় গুরুতর আহত তিনজনকে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) চিকিৎসার জন্য নেওয়া হয়। বাকিরা সামান্য আহত হয়েছেন।

ডান পা ভেঙে হাসপাতালে চিকিৎসাধীন গাইবান্ধা আদর্শ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র মো. সামিউল ইসলাম বলেন, ‘সেকেন্ডের মধ্যে কী হয়ে গেল, বুঝে উঠতে পারিনি। এটা যে গাড়ির ধাক্কা ছিল, তা–ও বুঝতে পারিনি। ৫–১০ মিনিট অজ্ঞান অবস্থাতেই সেখানে পড়েছিলাম।’

রাজধানীর বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদ আহমেদ জানান, গাড়িটি জব্দ করা হয়েছে। চালক মোস্তাফিজুর রহমানকে আটক করা হয়েছে।

তিনি বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক বলেছেন, গাড়ির সামনের একটি চাকা বিকল ছিল। তদন্তে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

আহত ব্যক্তিরা জানান, ফুটপাত না থাকায় সড়কের পাশ ধরে একজনের পেছনে অন্যজন হাঁটছিলেন। হঠাৎ প্রচণ্ড গতিতে আসা সাদা রঙের একটি প্রাইভেট কার তাদের ধাক্কা দেয়। এতে সাতজনের দলের পেছনে থাকা মো. সামিউল ইসলাম, মামুন অর রশীদ ও মো. আকাশ গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, দুর্ঘটনাস্থলেই জ্ঞান হারান সামিউল, তার ডান পা ভেঙে গেছে। প্রাইভেট কারের আঘাতে মামুন গাড়িটির ওপরে উঠে গ্লাসের ওপরে গিয়ে পড়েন। তাঁরও ডান পায়ের হাড় ভেঙে গেছে। মারাত্মক জখম হয়েছে আকাশেরও।

সাতজনের দলে আরও ছিলেন আতিক মাহাবুব নুর, ফজলে রাব্বী, রাকিব ও সম্পদ। তাঁদের সবার বাড়িই গাইবান্ধায়। সাতজনের মধ্যে আহত মামুন, সামিউল ও রাকিব প্রথমবারের মতো ঢাকায় এসেছেন। নৌবাহিনীর পরীক্ষা দিয়ে তাঁরা গাইবান্ধার উদ্দেশে রওনা হয়েছিলেন। সাতজনের কেউই পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারায় তাঁরা কিছুটা বিমর্ষ ছিলেন।

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. কাইয়ুম হোসেন বলেন, বিমানবন্দর এলাকা থেকে আহত অবস্থায় তিনজন হাসপাতালে এসেছেন। তাঁদের মধ্যে একজনকে (সামিউল) অস্ত্রোপচারের জন্য নেওয়া হয়েছে। তাঁকে ভর্তি করা হবে। বাকি দুজন তুলনামূলক ভালো আছেন। তাঁদের চিকিৎসা দেওয়া হয়েছে। বাসায় থেকে পরবর্তী সময়ে বহির্বিভাগ থেকে চিকিৎসা নিতে বলা হয়েছে।

হাসপাতালের জরুরি বিভাগে কথা হয় এ ঘটনায় আহত মামুন অর রশিদের সঙ্গে। ভাঙা পায়ে ব্যান্ডেজ নিয়ে জরুরি বিভাগের বিছানায় শুয়ে ছিলেন নলডাঙ্গা ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের এই ছাত্র। দুর্ঘটনার বিষয়ে তিনি বলেন, ‘ধাক্কা থেকে আমি গাড়ির গ্লাসের ওপরে পড়লে সেটি ভেঙে যায়। পরক্ষণেই নিচে পড়ে যাই। মাথা ফেটে যায়। সেখানে তিনটি সেলাই লেগেছে। কনুইতে সেলাই লেগেছে দুটি। কোমরে আঘাত লেগেছে। পরে অটোরিকশায় হাসপাতালে এসেছি।’

গাইবান্ধার বাসের জন্য তাঁরা বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন জানিয়ে মামুন বলেন, ‘রাস্তার একদম পাশ ধরে একজনের পেছনে আরেকজন হাঁটছিলাম। সেখানে কোনো ফুটপাত ছিল না, গাড়িটি হর্নও দেয়নি। হঠাৎ এসে আমাদের ওপর উঠিয়ে দিল। গাড়ির চালক বলেছে চাকা বিকল হয়ে এমন হয়েছে। কিন্তু চাকা বিকল হলেও এত জোরে গাড়িটি কীভাবে ধাক্কা দিল, তাই বুঝতে পারছি না।’

সাতজনের দলে মাঝামাঝি ছিলেন আতিক মাহাবুব নুর। তিনি বলেন, ‘প্রাইভেট কারের ধাক্কায় পেছনের তিনজন মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়। আমি ছিলাম মাঝে। আমারও পায়ে আঘাত লেগেছে। ঘটনাটি এমনভাবে ঘটেছিল, আমার শরীর কাঁপছিল। কিছুক্ষণ পর পুলিশ এসে গাড়িটা থানায় নিয়ে যায়।’

 

নওরোজ/এসএইচ