ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বিভিন্ন দায়িত্ব থেকে ইবির ৩ বিএনপিপন্থী শিক্ষকের পদত্যাগ

ইবি প্রতিনিধি
  • Update Time : ০৫:১৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • / ১৭ Time View

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়।

বিভিন্ন দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিএনপিপন্থী ৩ জন সিনিয়র শিক্ষক। গতকাল রোববার (৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পৃথক তিনটি পদত্যাগ পত্রে ৬ টি দায়িত্ব থেকে পদত্যাগ করেন এ ৩ জন শিক্ষকরা।

জানা যায়, জিয়া পরিষদের কেন্দ্রীয় মহাসচিব ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন পদত্যাগ করেন ইসলামিক হেরিটেজ ও কালচার সেন্টারের পরিচালক পদ হতে। ইবি সাদা দলের আহ্বায়ক ও লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মতিনুর রহমান ‘সেন্টার ফর পলিসি এন্ড গভর্নেন্স স্টাডিজ’ -এর পরিচালক, মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনের কক্ষ পুর্নবণ্টন উপ-কমিটির আহবায়ক এবং ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস ২০২৫ এবং ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন কমিটির আহবায়ক পদ হতে পদত্যাগ করেন।

এছাড়াও ইবি ইউট্যাবের সভাপতি এবং আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মোহা. তোজাম্মেল হোসেন ইবির আইআইইআর গভর্নিং বডির সদস্য এবং ইবির পরিবহন পরিচালক পর্ষদের আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেন।

এ বিষয়ে অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের যেকোনো কাজে ভিসি স্যার একটি বিশেষ দলের পরামর্শে কাজ করছেন। দলের স্বার্থে আমরা উক্ত পদগুলোতে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করছি না, এজন্যই এই সিদ্ধান্ত।

অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন বলেন, ‘কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করছি না। তাই পদত্যাগ করলাম।’ তবে তিনি কলা অনুষদের ডিন হিসেবে এখনও দায়িত্ব পালন করছেন।

এছাড়া অধ্যাপক ড. মতিনুর রহমানের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করলেও তাকে পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

বিভিন্ন দায়িত্ব থেকে ইবির ৩ বিএনপিপন্থী শিক্ষকের পদত্যাগ

ইবি প্রতিনিধি
Update Time : ০৫:১৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫

বিভিন্ন দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিএনপিপন্থী ৩ জন সিনিয়র শিক্ষক। গতকাল রোববার (৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পৃথক তিনটি পদত্যাগ পত্রে ৬ টি দায়িত্ব থেকে পদত্যাগ করেন এ ৩ জন শিক্ষকরা।

জানা যায়, জিয়া পরিষদের কেন্দ্রীয় মহাসচিব ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন পদত্যাগ করেন ইসলামিক হেরিটেজ ও কালচার সেন্টারের পরিচালক পদ হতে। ইবি সাদা দলের আহ্বায়ক ও লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মতিনুর রহমান ‘সেন্টার ফর পলিসি এন্ড গভর্নেন্স স্টাডিজ’ -এর পরিচালক, মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনের কক্ষ পুর্নবণ্টন উপ-কমিটির আহবায়ক এবং ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস ২০২৫ এবং ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন কমিটির আহবায়ক পদ হতে পদত্যাগ করেন।

এছাড়াও ইবি ইউট্যাবের সভাপতি এবং আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মোহা. তোজাম্মেল হোসেন ইবির আইআইইআর গভর্নিং বডির সদস্য এবং ইবির পরিবহন পরিচালক পর্ষদের আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেন।

এ বিষয়ে অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের যেকোনো কাজে ভিসি স্যার একটি বিশেষ দলের পরামর্শে কাজ করছেন। দলের স্বার্থে আমরা উক্ত পদগুলোতে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করছি না, এজন্যই এই সিদ্ধান্ত।

অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন বলেন, ‘কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করছি না। তাই পদত্যাগ করলাম।’ তবে তিনি কলা অনুষদের ডিন হিসেবে এখনও দায়িত্ব পালন করছেন।

এছাড়া অধ্যাপক ড. মতিনুর রহমানের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করলেও তাকে পাওয়া যায়নি।