ঢাকা ০৩:১৫ পূর্বাহ্ন, রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
টঙ্গীতে রিক্সা চালককে ছিনতাইকারী অপবাদ দিয়ে ছাত্রদল নেতার চাঁদাবাজি আ’লীগের কেউ এনসিপিতে যুক্ত হবার সাহস দেখালে আইনের কাছে সোপর্দ করব বিচারিক সংস্কার এখন নিজেই “সংস্কার” শব্দের প্রতীক হয়ে উঠেছে: প্রধান বিচারপতি রাষ্ট্রপতির সঙ্গে আপিল বিভাগের নবনিযুক্ত দুই বিচারপতির সাক্ষাৎ  মায়ের সাথে গোসলে নেমে পুকুরে ডুবে ২সন্তানের মৃত্যু আমরা নতুন বাংলাদেশ বিনির্মানে জনগণের কাছে ফিরে যেতে চাই: সারজিস আলম বিয়ে বাড়িতে ভ্রাম্যমান আদালতের অভিযান নোয়াখালীতে জমজ ২ দুই বোনকে ধর্ষণ কালীগঞ্জে ঈদ পূর্নমিলনী ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান পঞ্চগড়ে ঈদ যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে ব্যাপক কাযক্রম গ্রহণ

বিপিএলে সাকিবের অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা

স্পোর্টস ডেস্ক
  • Update Time : ০৬:৫৯:৫০ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪
  • / ৭২ Time View

আগামী ৩০ ডিসেম্বর শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এই আসরে চিটাগং কিংসে নাম লিখিয়েছেন সাকিব আল হাসান। কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পর তার জাতীয় দলে খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। এরই ধারাবাহিকতায় আসন্ন বিপিএলে তার অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। কেননা নিরাপত্তাজনিত কারণে সাকিব দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলতে দেশে আসতে পারেননি। দেশে হতে যাওয়া বিপিএল খেলতেও তিনি আসবেন কি না সেটি নিয়ে শঙ্কা তৈরি হয়েছে! এ ব্যাপারে কথা বলেছেন চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির মালিক সামির কাদের চৌধুরী।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সামির বলেছেন, ‘আমিও ক্লান্ত হয়ে যাচ্ছি এই প্রশ্নের উত্তর দিতে দিতে। আনুষ্ঠানিকভাবে আমাদের কিছু জানানো হয়নি। তবে আমরা আশাবাদী সাকিব খেলতে পারবেন। আমার সঙ্গে তার সাম্প্রতিক কথোপকথনে তিনি জানিয়েছেন যে, কিছু গুজব ছড়ানো হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা।’

যদিও সাকিবের বিপিএলে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করতে পারেননি সামির, ‘উনি এখনও কিছু নিশ্চিত করেননি। ইতিবাচক বা নেতিবাচক কিছুই বলতে পারছি না। এটি পরিস্থিতির ওপর নির্ভর করছে। জাতীয় দলে না খেললেও বিপিএলে তার অংশগ্রহণ নিয়ে এখনও কোনও সুনির্দিষ্ট তথ্য পাইনি।’

সাকিব না খেললে তার বিকল্প কী হবে- এমন প্রশ্নে সামির বলেছেন, ‘সাকিবের অভাব পূরণ করা কঠিন। বাঁহাতি স্পিনার হিসেবে তার বিকল্প পাওয়া সহজ নয়। তবে আমরা স্থানীয় কোনও বাঁহাতি স্পিনার নিতে পারি। সবার সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবো।’

Please Share This Post in Your Social Media

বিপিএলে সাকিবের অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা

স্পোর্টস ডেস্ক
Update Time : ০৬:৫৯:৫০ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪

আগামী ৩০ ডিসেম্বর শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এই আসরে চিটাগং কিংসে নাম লিখিয়েছেন সাকিব আল হাসান। কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পর তার জাতীয় দলে খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। এরই ধারাবাহিকতায় আসন্ন বিপিএলে তার অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। কেননা নিরাপত্তাজনিত কারণে সাকিব দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলতে দেশে আসতে পারেননি। দেশে হতে যাওয়া বিপিএল খেলতেও তিনি আসবেন কি না সেটি নিয়ে শঙ্কা তৈরি হয়েছে! এ ব্যাপারে কথা বলেছেন চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির মালিক সামির কাদের চৌধুরী।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সামির বলেছেন, ‘আমিও ক্লান্ত হয়ে যাচ্ছি এই প্রশ্নের উত্তর দিতে দিতে। আনুষ্ঠানিকভাবে আমাদের কিছু জানানো হয়নি। তবে আমরা আশাবাদী সাকিব খেলতে পারবেন। আমার সঙ্গে তার সাম্প্রতিক কথোপকথনে তিনি জানিয়েছেন যে, কিছু গুজব ছড়ানো হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা।’

যদিও সাকিবের বিপিএলে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করতে পারেননি সামির, ‘উনি এখনও কিছু নিশ্চিত করেননি। ইতিবাচক বা নেতিবাচক কিছুই বলতে পারছি না। এটি পরিস্থিতির ওপর নির্ভর করছে। জাতীয় দলে না খেললেও বিপিএলে তার অংশগ্রহণ নিয়ে এখনও কোনও সুনির্দিষ্ট তথ্য পাইনি।’

সাকিব না খেললে তার বিকল্প কী হবে- এমন প্রশ্নে সামির বলেছেন, ‘সাকিবের অভাব পূরণ করা কঠিন। বাঁহাতি স্পিনার হিসেবে তার বিকল্প পাওয়া সহজ নয়। তবে আমরা স্থানীয় কোনও বাঁহাতি স্পিনার নিতে পারি। সবার সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবো।’