ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বিপিএলে যেসব চমক থাকছে, জানালেন বিসিবি সভাপতি

স্পোর্টস ডেস্ক
  • Update Time : ০৩:৪৫:৪০ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
  • / ২৮ Time View

২০২৫ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সূচি এরই মধ্যে প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৩০ ডিসেম্বর শুরু হবে বিপিএলের ১১তম সংস্করণ। তবে এবার আগের ১০ সংস্করণের চেয়ে ভিন্ন কিছুরই ইঙ্গিত দিচ্ছে বিসিবি। ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ আগেই জানিয়েছেন, গতানুগতিকের বাইরে গিয়ে বিপিএলের ভিন্নতা আনতে চান তাঁরা।

বিপিএলের ১১তম আসর বসবে ডিসেম্বরে। যে আসরকে ঘিরে সবার ভীষণ প্রত্যাশা। যথেষ্ট কারণ আছে। রাজনৈতিক পট পরিবর্তনের পর বদল এসেছে ক্রীড়াঙ্গনেও। বদল আসে বিসিবিতেও। বিসিবির বর্তমান সভাপতি ফারুক আহমেদ প্রতিশ্রুতি দিয়েছিলেন, একাদশ বিপিএলে থাকবে চমক ও নতুনত্ব।

কী কী চমক থাকছে বিপিএলে মঙ্গলবার (১২ নভেম্বর) সেসবের একটি রূপরেখা দেন ফারুক আহমেদ। বিসিবির দেওয়া একটি ভিডিওতে তিনি জানান, কথা অনুযায়ী এবারের আসরে অনেক কিছুই থাকবে। দর্শকরা চমৎকার একটি টুর্নামেন্টের অভিজ্ঞতা পাবেন।

ফারুক আহমেদ বলেনন, ১০ বছরে বিপিএল সেই মানে যেতে পারেনি। এবার আমরা অনেক কিছুতে পরিবর্তন আনব। টিকিটের ক্ষেত্রে ডিজিটাল ব্যবস্থা শুরু করব। মাঠে দর্শকরা বিনামূল্যে যেন পানি খেতে পারেন, সেই ব্যবস্থা করা হবে। থাকবে হক আই, ডিআরএসের মতো উন্নত প্রযুক্তিগুলো। সম্প্রচারের ক্ষেত্রেও আমরা খেয়াল রাখছি যেন সেটি মানসম্মত হয়। বিদেশি আম্পায়ার, ভালো মানের ধারাভাষ্যকার আনার ব্যাপারে আলোচনা করছি আমরা। এগুলো খেলার মান বাড়ায়।

পরিবেশ ঠিক রাখা নিয়ে বিসিবি প্রধান জানান, মাঠ যাতে নোংরা না হয় এবং স্টেডিয়ামের আশপাশ পরিষ্কার রাখা থাকে, সেই ব্যাপারেও সচেতনতা থাকবে।

বিপিএলে অনিয়ম আর অব্যবস্থাপনা নিয়ে অভিযোগ অনেক দিনের। এবার নতুন করে সাজানো হচ্ছে বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজি লিগ। জমকালো আয়োজনে তাক লাগিয়ে দিতে চায় বিশ্বকে। শুধু মাঠের ক্রিকেটেই নয়, খেলার বাইরেও বিপিএল হয়ে উঠবে বড় বড় তারকাদের মিলনমেলা।

আন্তর্জাতিক মাত্রায় নিয়ে যেতে বিদেশি সেলেব্রিটিদের আনা হবে, হওয়ার কথা রয়েছে মনোমুগ্ধকর উদ্বোধনী ও সমাপনি অনুষ্ঠান। এছাড়া বিশ্বের সেরা সেরা মানুষের ধুলো পড়তে পারে বাংলাদেশে, বিপিএলের বদৌলতে।

নওরোজ/এসএইচ

Please Share This Post in Your Social Media

বিপিএলে যেসব চমক থাকছে, জানালেন বিসিবি সভাপতি

স্পোর্টস ডেস্ক
Update Time : ০৩:৪৫:৪০ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

২০২৫ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সূচি এরই মধ্যে প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৩০ ডিসেম্বর শুরু হবে বিপিএলের ১১তম সংস্করণ। তবে এবার আগের ১০ সংস্করণের চেয়ে ভিন্ন কিছুরই ইঙ্গিত দিচ্ছে বিসিবি। ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ আগেই জানিয়েছেন, গতানুগতিকের বাইরে গিয়ে বিপিএলের ভিন্নতা আনতে চান তাঁরা।

বিপিএলের ১১তম আসর বসবে ডিসেম্বরে। যে আসরকে ঘিরে সবার ভীষণ প্রত্যাশা। যথেষ্ট কারণ আছে। রাজনৈতিক পট পরিবর্তনের পর বদল এসেছে ক্রীড়াঙ্গনেও। বদল আসে বিসিবিতেও। বিসিবির বর্তমান সভাপতি ফারুক আহমেদ প্রতিশ্রুতি দিয়েছিলেন, একাদশ বিপিএলে থাকবে চমক ও নতুনত্ব।

কী কী চমক থাকছে বিপিএলে মঙ্গলবার (১২ নভেম্বর) সেসবের একটি রূপরেখা দেন ফারুক আহমেদ। বিসিবির দেওয়া একটি ভিডিওতে তিনি জানান, কথা অনুযায়ী এবারের আসরে অনেক কিছুই থাকবে। দর্শকরা চমৎকার একটি টুর্নামেন্টের অভিজ্ঞতা পাবেন।

ফারুক আহমেদ বলেনন, ১০ বছরে বিপিএল সেই মানে যেতে পারেনি। এবার আমরা অনেক কিছুতে পরিবর্তন আনব। টিকিটের ক্ষেত্রে ডিজিটাল ব্যবস্থা শুরু করব। মাঠে দর্শকরা বিনামূল্যে যেন পানি খেতে পারেন, সেই ব্যবস্থা করা হবে। থাকবে হক আই, ডিআরএসের মতো উন্নত প্রযুক্তিগুলো। সম্প্রচারের ক্ষেত্রেও আমরা খেয়াল রাখছি যেন সেটি মানসম্মত হয়। বিদেশি আম্পায়ার, ভালো মানের ধারাভাষ্যকার আনার ব্যাপারে আলোচনা করছি আমরা। এগুলো খেলার মান বাড়ায়।

পরিবেশ ঠিক রাখা নিয়ে বিসিবি প্রধান জানান, মাঠ যাতে নোংরা না হয় এবং স্টেডিয়ামের আশপাশ পরিষ্কার রাখা থাকে, সেই ব্যাপারেও সচেতনতা থাকবে।

বিপিএলে অনিয়ম আর অব্যবস্থাপনা নিয়ে অভিযোগ অনেক দিনের। এবার নতুন করে সাজানো হচ্ছে বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজি লিগ। জমকালো আয়োজনে তাক লাগিয়ে দিতে চায় বিশ্বকে। শুধু মাঠের ক্রিকেটেই নয়, খেলার বাইরেও বিপিএল হয়ে উঠবে বড় বড় তারকাদের মিলনমেলা।

আন্তর্জাতিক মাত্রায় নিয়ে যেতে বিদেশি সেলেব্রিটিদের আনা হবে, হওয়ার কথা রয়েছে মনোমুগ্ধকর উদ্বোধনী ও সমাপনি অনুষ্ঠান। এছাড়া বিশ্বের সেরা সেরা মানুষের ধুলো পড়তে পারে বাংলাদেশে, বিপিএলের বদৌলতে।

নওরোজ/এসএইচ