বিধবার জমি জোর করে দখল, রাতের আঁধারে রান্নাঘর ভেঙ্গে নেওয়ার অভিযোগ
- Update Time : ০৪:৩৫:৪১ অপরাহ্ন, বুধবার, ৭ জুন ২০২৩
- / ৫৪৭ Time View
নীলফামারী সদর উপজেলা চড়াইখোলা ইউনিয়নের বেংমারী মোল্লাপাড়ার সাবেক চেয়ারম্যান মৃত. রউফ মোল্লার স্ত্রী মোছাঃ তহমিনা বেওয়ার পৈত্রিক সম্পত্তির বসতভিটায় গভীর রাতে রান্নাঘর ভেঙ্গে নিয়ে যায় এবং বাঁশের বেড়া দিয়ে ঘিরে জমি দখল করেন। জমি দখল কারি হলেন একই এলাকার প্রভাবশালী ব্যাক্তি মোঃ মাসুম মোল্লাসহ তার দলবল।
এ বিষয়ে মোছাঃ তহমিনা বেওয়া বাদি হয়ে নীলফামারী সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সুত্রে জানা যায়, মোছাঃ তহমিনা বেওয়ার পৈত্রিক সম্পত্তির বসতভিটায় ভোগদখল করে আসতেছে। গত শনিবার ০৩/০৬/২০২৩ ইং তারিখে মোঃ মাসুম মোল্লার দলবল গভীর রাতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চলিয়ে রান্নাঘর ভেঙ্গে নিয়ে যায় এবং বাঁশের বেড়া দিয়ে ঘিরে রেখে জমি দখল করেন।
একই এলাকার মৃত. গুলজার আলীর ছেলে মোজাম উদ্দিন(৫৫) ও মৃত. ছফর উদ্দিন শাহ্ মাহমুদের ছেলে ওবায়দুল ইসলাম (৬০) বলেন, আমরা ফজরের নামাজ শেষে শুনি সাবেক চেয়ারম্যান মৃত. রউফ মোল্লার স্ত্রী মোছাঃ তহমিনা বেওয়ার রান্নাঘর ভেঙ্গে নিয়ে যায়, জমি দখল করেন এবং বিভিন্ন ভাবে শারিরীক ও মানসিক নির্যাতন করেন।
মোছাঃ তহমিনা বেওয়া বলেন, আমি একজন বিধবা মহিলা দীর্ঘ দিন যাবত এই বসতভিটায় বসবাস করতেছি। শত্রুতার জের ধরে গভীর রাতে মোঃ মাসুম মোল্লার দলবল এসে আমার রান্না ঘর ভেঙ্গে নিয়ে যায় এবং বাঁশের বেড়া লাগিয়ে দিয়ে জোড় করে জমি দখল করেন। আমি বাঁধা দিতে গেলে তারা আমাকে মারধর করে এবং বিভিন্ন ভাবে শারিরীক ও মানসিক নির্যাতন করেন। আমি অসহয় বিধবা মানুষ কিভাবে বাঁচব কোথায় যাব। যেদিক দিয়ে বাঁশের বেড়া লাগিয়ে দিয়েছে সেখানে আমার রান্নাঘর, টিউবওয়েল, ল্যাটিন ছিলো। তারা সব দখল করে নিছে। আমি এখন রান্না, গোসল, ল্যাটিন যাইতে পারতেছি না। আমি কিভাবে জিবনযাপন করব। আমি এর বিচার চাই।
বিধবার জমি জোর করে দখল, রাতের আঁধারে রান্নাঘর ভেঙ্গে নেওয়ার বিষয়ে মোঃ মাসুম মোল্লার কাছে জানতে চাইলে তিনি বলেন আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন তারা।
জানতে চাইলে নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ খান মোঃ শাহরিয়ার বলেন অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনী ব্যবস্থা গ্রহন করা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়