ঢাকা ০৭:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩, ২০ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
‘গণতান্ত্রিক ছাত্রশক্তি’র আত্মপ্রকাশ : ছাত্রলীগের হামলা মুক্তি পেল বিশ্ববিদ্যালয় জীবন নিয়ে নির্মিত সিরিজ ‘ক্যাম্পাস রিটার্নস’ সারাদেশে ভূমিকম্প, উৎপত্তিস্থল ভারতের মেঘালয় ঢাবিতে শুরু হচ্ছে ১৭তম কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসব-২০২৩ ঢাবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ৯৯ শিক্ষার্থীকে শাস্তি ঢাবিতে যৌন হয়রানি মারধর ও গবেষণাপত্রে চুরির দায়ে শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা খালেদা জিয়ার কিছু হলে দায় বিএনপির শীর্ষ নেতাদের: হানিফ চবিতে সাংবাদিকদের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির চায় ডুজা লালবাগে ভবনের আগুন নিয়ন্ত্রণে লালবাগে মদিনা মিষ্টান্ন ভান্ডারে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

বিদেশিদের কাছে ধরনা দিয়ে বিএনপির লাভ হয়নি : খাদ্যমন্ত্রী

নওগাঁ প্রতিনিধি
  • Update Time : ০৮:৪৬:১৬ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩
  • / ৯৫ Time View

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বিএনপি নেতারা সব সময় মিথ্যা কথা বলেন। তাদের কোনো কথাই বিশ্বাস করা যায় না। বিদেশিদের কাছে ধরনা দিয়ে তাদের লাভ হয়নি। ভিসানীতি নিয়ে কথা বলে বিএনপি নেতারা নিজেরাই ভিসানীতিতে ফেঁসে গেছেন।

রোববার (১০ সেপ্টেম্বর) বিকেলে নওগাঁর সাপাহার উপজেলার খঞ্জনপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে শিরন্টী ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, হত্যা-সন্ত্রাসের মধ্য দিয়ে হ্যাঁ-না ভোট করে ক্ষমতায় এসেছিলো বিএনপি। এখন তারাই তত্ত্বাবধায়ক সরকার চায়। তত্ত্বাবধায়ক সরকার অনেক আগেই আইনের মাধ্যমে বাতিল হয়ে গেছে। তাদের (বিএনপির) মুখে গণতন্ত্রের কথা মানায় না। জণগণ তাদের মিথ্যা আশ্বাসে ভুল সিদ্ধান্ত নেবে না।

তিনি আরও বলেন, দলমত নির্বিশেষে বর্তমানে দেশের সকল মানুষই শেখ হাসিনা সরকারের উপকারভোগী। আওয়ামী লীগ ক্ষমতায় এসে মানুষের জীবনমান উন্নয়নে কাজ করেছে। বিএনপি ক্ষমতায় থেকে লুটপাট করে। তাই আগামী নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে ভোট দিয়ে আবারো প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে।

শিরন্টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিনুল হকের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে সাপাহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামশুল আলম শাহ চৌধুরী, সাপাহার উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী, সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার প্রমুখ বক্তব্য দেন।

 

Please Share This Post in Your Social Media

বিদেশিদের কাছে ধরনা দিয়ে বিএনপির লাভ হয়নি : খাদ্যমন্ত্রী

Update Time : ০৮:৪৬:১৬ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বিএনপি নেতারা সব সময় মিথ্যা কথা বলেন। তাদের কোনো কথাই বিশ্বাস করা যায় না। বিদেশিদের কাছে ধরনা দিয়ে তাদের লাভ হয়নি। ভিসানীতি নিয়ে কথা বলে বিএনপি নেতারা নিজেরাই ভিসানীতিতে ফেঁসে গেছেন।

রোববার (১০ সেপ্টেম্বর) বিকেলে নওগাঁর সাপাহার উপজেলার খঞ্জনপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে শিরন্টী ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, হত্যা-সন্ত্রাসের মধ্য দিয়ে হ্যাঁ-না ভোট করে ক্ষমতায় এসেছিলো বিএনপি। এখন তারাই তত্ত্বাবধায়ক সরকার চায়। তত্ত্বাবধায়ক সরকার অনেক আগেই আইনের মাধ্যমে বাতিল হয়ে গেছে। তাদের (বিএনপির) মুখে গণতন্ত্রের কথা মানায় না। জণগণ তাদের মিথ্যা আশ্বাসে ভুল সিদ্ধান্ত নেবে না।

তিনি আরও বলেন, দলমত নির্বিশেষে বর্তমানে দেশের সকল মানুষই শেখ হাসিনা সরকারের উপকারভোগী। আওয়ামী লীগ ক্ষমতায় এসে মানুষের জীবনমান উন্নয়নে কাজ করেছে। বিএনপি ক্ষমতায় থেকে লুটপাট করে। তাই আগামী নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে ভোট দিয়ে আবারো প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে।

শিরন্টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিনুল হকের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে সাপাহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামশুল আলম শাহ চৌধুরী, সাপাহার উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী, সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার প্রমুখ বক্তব্য দেন।