ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ

বিদায় বেলায় রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমানের আবেগঘন বক্তব্য

আইন আদালত ডেস্ক
  • Update Time : ০৮:৩৩:০৪ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪
  • / ১৬ Time View

আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান (ফাইল ফটো)

আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমানকে কুমিল্লায় বদলি করা হয়েছে। আর আপিল বিভাগের নতুন রেজিস্ট্রার হয়েছেন রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহা. হাসানুজ্জামান।

রোববার ও সোমবার এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩।

রোববার জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, প্রধান বিচারপতির অভিপ্রায় অনুযায়ী জুডিসিয়াল সার্ভিসের সদস্যদের বর্তমান কর্মস্থল থেকে বদলি করে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত পদে প্রেষণে নিয়োগে তাদের চাকরি প্রধান বিচারপতির অধীনে ন্যস্ত করা হলো।

রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক (জেলা জজ) মুহা. হাসানুজ্জামানকে আপিল বিভাগের রেজিস্ট্রার পদে, নওগাঁর অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইমতিয়াজুল ইসলাম ও বাগেরহাটের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আতিকুস সামাদকে হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার পদে বদলি করা হয়েছে।

সোমবার জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে জুডিসিয়াল সার্ভিসের সদস্যদের বর্তমান কর্মস্থল থেকে বদলি করে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত পদে ও কর্মস্থলে নিয়োগ বা বদলি করা হলো।

আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমানকে কুমিল্লার জননিরাপত্তা অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) পদে, কুমিল্লার জননিরাপত্তা অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) বেগম মরিয়ম মুন মুঞ্জুরীকে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক (জেলা জজ) পদে, হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার মো.মিজানুর রহমানকে রাজশাহীর যুগ্ম জেলা জজ পদে, রাজশাহীর যুগ্ম জেলা জজ মো. আফাজ উদ্দিনকে রংপুরের যুগ্ম জেলা জজ পদে এবং হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার মো.শামীম সুফীকে আইন মন্ত্রণালয়ের সংযুক্ত কর্মকর্তা করা হয়েছে।

এদিকে, আজ বুধবার মোহাম্মদ সাইফুর রহমান বিদায় বেলায় এক আবেগঘন বক্তব্য দিয়েছেন, বক্তব্যটি হুবহু তুলে ধরা হল;

আসসালামু আলাইকুম।

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসে আজ অবধি আমার প্রায় দেড় যুগের পথচলায় বাংলাদেশ সুপ্রীম কোর্টের পর্বটি সবচাইতে উজ্জ্বল, সবচাইতে স্মৃতিময় হয়ে আছে। বদলির নিয়তি মেনে নিয়ে এ চাকুরিতে এসেছিলাম; সে নিয়তির সূত্র ধরেই বিভিন্ন স্থানে কাজ করেছি, বদলি হয়েছি। চাকুরির শুরু থেকেই বদলির জন্যে অনুক্ষণ নিজেকে প্রস্তুত রেখেছি। তারপরও বিদায়ের এ মুহুর্তে যে বিষাদমিশ্রিত ভাবাবেগে আক্রান্ত হচ্ছি, তার অন্যতম কারন আপনারা। এ সুপ্রীম কোর্ট আমাকে আপনাদের নৈকট্য অর্জনের অসামান্য সুযোগ দিয়েছে। আমার পেশাগত জীবনকে আপনারা বৈচিত্রের রঙে রাঙিয়ে দিয়েছেন, আর আমাকে আপনারা বাংলাদেশের তথ্যমাধ্যমের কাছাকাছি এনে দিয়েছেন। সংবাদ সংগ্রহ ও পরিবেশনায় আপনাদের দক্ষতা ও বস্তুনিষ্ঠতার মধ্য থেকে আমি পেশাদারিত্বের পাঠ নিয়েছি। উচ্চ আদালত কেন্দ্রিক সংবাদ পরিবেশনায় যে অভূতপূর্ব সংবেদনশীলতার পরিচয় আপনারা দিয়েছেন, তাতে আমি অভিভূত।

নিরেট পেশাদারিত্বের গন্ডি পেরিয়ে আপনাদের সাথে আমার আত্মিক সংযোগ গড়ে উঠেছে। আপনাদের রোজকার সাহচর্যে আমার পেশাজীবন বিকশিত হয়েছে; আমার নির্মল সুখের, গভীর বেদনার, নিদারুণ উদ্বেগের, অফুরান উল্লাসের উপলক্ষগুলো আপনাদের সাথে ভাগ করে নিয়েছি। আপনাদের প্রিয় মুখগুলো আমার স্মৃতির ক্যানভাসে রঙিন হয়ে থাকবে সারাজীবন, তুমুল ব্যস্ত দিনেও ক্ষণে ক্ষণে দিয়ে যাবে ভালোলাগার সুবাতাস।

নিতান্ত পেশাগত প্রয়োজনে আপনাদের সাথে অনেক সময় আমার মান অভিমান হয়েছে, তবে তার বিস্তৃতি কেবল ওই সময়টুকুই; ব্যক্তিগত সম্পর্কের পরিসরে সেগুলোকে আমি কখনোই আসতে দেইনি। আজ আপনাদের কাছে আমার অনুরোধ, দয়া করে আমার প্রতি কোন দ্বেষ রাখবেন না, সত্যিকার অর্থে ক্ষমা করে দেবেন।

মহান আল্লাহ তায়ালার কাছে আপনাদের প্রত্যেকের জন্যে সুখী ব্যক্তিজীবন ও সমৃদ্ধ পেশাজীবন কামনা করছি।
ঐতিহ্যমন্ডিত কুমিল্লায় আপনাদের জন্য স্বপরিবার নিমন্ত্রণ রইল।
আমাদের আত্মিক সম্পর্কগুলোকে আমরা যাতে সব সময় লালন করে যেতে পারি, সেই প্রত্যাশা রইল।

ভাল থাকবেন সবসময়।

আপনাদের সকলের জন্য দোয়া করি আর আমার জন্য দোয়ার দরখাস্ত দিয়ে গেলাম।
আল্লাহ হাফেজ।
মোহাম্মদ সাইফুর রহমান।

Please Share This Post in Your Social Media

বিদায় বেলায় রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমানের আবেগঘন বক্তব্য

আইন আদালত ডেস্ক
Update Time : ০৮:৩৩:০৪ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪

আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমানকে কুমিল্লায় বদলি করা হয়েছে। আর আপিল বিভাগের নতুন রেজিস্ট্রার হয়েছেন রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহা. হাসানুজ্জামান।

রোববার ও সোমবার এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩।

রোববার জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, প্রধান বিচারপতির অভিপ্রায় অনুযায়ী জুডিসিয়াল সার্ভিসের সদস্যদের বর্তমান কর্মস্থল থেকে বদলি করে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত পদে প্রেষণে নিয়োগে তাদের চাকরি প্রধান বিচারপতির অধীনে ন্যস্ত করা হলো।

রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক (জেলা জজ) মুহা. হাসানুজ্জামানকে আপিল বিভাগের রেজিস্ট্রার পদে, নওগাঁর অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইমতিয়াজুল ইসলাম ও বাগেরহাটের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আতিকুস সামাদকে হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার পদে বদলি করা হয়েছে।

সোমবার জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে জুডিসিয়াল সার্ভিসের সদস্যদের বর্তমান কর্মস্থল থেকে বদলি করে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত পদে ও কর্মস্থলে নিয়োগ বা বদলি করা হলো।

আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমানকে কুমিল্লার জননিরাপত্তা অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) পদে, কুমিল্লার জননিরাপত্তা অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) বেগম মরিয়ম মুন মুঞ্জুরীকে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক (জেলা জজ) পদে, হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার মো.মিজানুর রহমানকে রাজশাহীর যুগ্ম জেলা জজ পদে, রাজশাহীর যুগ্ম জেলা জজ মো. আফাজ উদ্দিনকে রংপুরের যুগ্ম জেলা জজ পদে এবং হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার মো.শামীম সুফীকে আইন মন্ত্রণালয়ের সংযুক্ত কর্মকর্তা করা হয়েছে।

এদিকে, আজ বুধবার মোহাম্মদ সাইফুর রহমান বিদায় বেলায় এক আবেগঘন বক্তব্য দিয়েছেন, বক্তব্যটি হুবহু তুলে ধরা হল;

আসসালামু আলাইকুম।

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসে আজ অবধি আমার প্রায় দেড় যুগের পথচলায় বাংলাদেশ সুপ্রীম কোর্টের পর্বটি সবচাইতে উজ্জ্বল, সবচাইতে স্মৃতিময় হয়ে আছে। বদলির নিয়তি মেনে নিয়ে এ চাকুরিতে এসেছিলাম; সে নিয়তির সূত্র ধরেই বিভিন্ন স্থানে কাজ করেছি, বদলি হয়েছি। চাকুরির শুরু থেকেই বদলির জন্যে অনুক্ষণ নিজেকে প্রস্তুত রেখেছি। তারপরও বিদায়ের এ মুহুর্তে যে বিষাদমিশ্রিত ভাবাবেগে আক্রান্ত হচ্ছি, তার অন্যতম কারন আপনারা। এ সুপ্রীম কোর্ট আমাকে আপনাদের নৈকট্য অর্জনের অসামান্য সুযোগ দিয়েছে। আমার পেশাগত জীবনকে আপনারা বৈচিত্রের রঙে রাঙিয়ে দিয়েছেন, আর আমাকে আপনারা বাংলাদেশের তথ্যমাধ্যমের কাছাকাছি এনে দিয়েছেন। সংবাদ সংগ্রহ ও পরিবেশনায় আপনাদের দক্ষতা ও বস্তুনিষ্ঠতার মধ্য থেকে আমি পেশাদারিত্বের পাঠ নিয়েছি। উচ্চ আদালত কেন্দ্রিক সংবাদ পরিবেশনায় যে অভূতপূর্ব সংবেদনশীলতার পরিচয় আপনারা দিয়েছেন, তাতে আমি অভিভূত।

নিরেট পেশাদারিত্বের গন্ডি পেরিয়ে আপনাদের সাথে আমার আত্মিক সংযোগ গড়ে উঠেছে। আপনাদের রোজকার সাহচর্যে আমার পেশাজীবন বিকশিত হয়েছে; আমার নির্মল সুখের, গভীর বেদনার, নিদারুণ উদ্বেগের, অফুরান উল্লাসের উপলক্ষগুলো আপনাদের সাথে ভাগ করে নিয়েছি। আপনাদের প্রিয় মুখগুলো আমার স্মৃতির ক্যানভাসে রঙিন হয়ে থাকবে সারাজীবন, তুমুল ব্যস্ত দিনেও ক্ষণে ক্ষণে দিয়ে যাবে ভালোলাগার সুবাতাস।

নিতান্ত পেশাগত প্রয়োজনে আপনাদের সাথে অনেক সময় আমার মান অভিমান হয়েছে, তবে তার বিস্তৃতি কেবল ওই সময়টুকুই; ব্যক্তিগত সম্পর্কের পরিসরে সেগুলোকে আমি কখনোই আসতে দেইনি। আজ আপনাদের কাছে আমার অনুরোধ, দয়া করে আমার প্রতি কোন দ্বেষ রাখবেন না, সত্যিকার অর্থে ক্ষমা করে দেবেন।

মহান আল্লাহ তায়ালার কাছে আপনাদের প্রত্যেকের জন্যে সুখী ব্যক্তিজীবন ও সমৃদ্ধ পেশাজীবন কামনা করছি।
ঐতিহ্যমন্ডিত কুমিল্লায় আপনাদের জন্য স্বপরিবার নিমন্ত্রণ রইল।
আমাদের আত্মিক সম্পর্কগুলোকে আমরা যাতে সব সময় লালন করে যেতে পারি, সেই প্রত্যাশা রইল।

ভাল থাকবেন সবসময়।

আপনাদের সকলের জন্য দোয়া করি আর আমার জন্য দোয়ার দরখাস্ত দিয়ে গেলাম।
আল্লাহ হাফেজ।
মোহাম্মদ সাইফুর রহমান।