ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
নিজের কণ্ঠস্বর নকল করায় ক্ষুব্ধ হানিফ সংকেত, নিচ্ছেন আইনি ব্যবস্থা দ্রুত নির্বাচনসহ ৩ দাবিতে প্রধান উপদেষ্টাকে অস্ট্রেলিয়ার ৪৩ সিনেটর-এমপির চিঠি টিকটক ভিডিও করতে ফটোগ্রাফারকে খুন করে ক্যামেরা ছিনতাই : পুলিশ পাকিস্তানের পালটা হামলায় গুঁড়িয়ে গেছে ভারতের ১০ হাজার বাড়ি ভবিষ্যতে কারও বাসায় গিয়ে মব সৃষ্টি করবে না, এই মুচলেকায় ছাড়া হয়েছে সমন্বয়কদের হান্নান মাসউদকে কারণ দর্শানোর নোটিশ চিকেন নেক এলাকায় অনুপ্রবেশ রুখতে সতর্ক মমতা ইউক্রেনের সামরিক স্থাপনায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৬ রেলে লুটপাটের কাহিনী-২ : তাবাসসুমের দুই সহযোগী সাদরুল ও সালাহউদ্দিন নতুন কর্মসূচি দিল ছাত্রদল

বিডিআর বিদ্রোহের পুনঃতদন্ত শিগগিরই : স্বরাষ্ট্র উপদেষ্টা

নওরোজ ডেস্ক
  • Update Time : ১২:১১:১৪ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
  • / ১২২ Time View

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, ১৫ বছর আগে রাজধানীর পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহে সংঘটিত হত্যাকাণ্ডের পুনঃতদন্ত দ্রুতই শুরু হবে। সোমবার (৪ নভেম্বর) সকালে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দফতর পরিদর্শনের পর এ কথা বলেন তিনি।

জাহাঙ্গীর আলম বলেন, পিলখানা হত্যাকাণ্ড তদন্তে কমিশন গঠন করা হবে কি না তা এখন বলা যাচ্ছে না। তবে, অবশ্যই এ হত্যাকাণ্ডের পুনঃতদন্ত করা হবে। আর সেটা দ্রুতই হবে।

অপরাধীকে কোনো অবস্থাতেই ছাড় নয় জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগে অনেক প্রতাপশালী অপরাধী ছাড় পেয়ে যেত। কিন্তু এখন সেটা আর হতে দেওয়া যাবে না।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে একটু উন্নতি হয়েছে, কিন্তু আরও উন্নতি হওয়া দরকার। সেজন্য একটু সময় লাগবে। কারণ, ঢাকার প্রায় সব পুলিশকে আমরা চেঞ্জ করছি। তাদের কিন্তু অলিগলি চিনতেও সময় লাগবে। তাদের ইন্টেলিজেন্স নেটওয়ার্ক করতে সময় লাগবে।

এর আগে, রোববার (৩ নভেম্বর) পিলখানা হত্যার নেপথ্যের কারণ উদঘাটনে পুনঃতদন্ত কমিশন হয়েছে কি না তা রাষ্ট্রপক্ষের কাছে জানতে চেয়েছেন হাইকোর্ট।

উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দপ্তরে বিপথগামী সদস্যরা কিছু দাবি-দাওয়া আদায়ের নামে অগ্নিসংযোগ, লুটপাট ও নির্মম হত্যাযজ্ঞের মাধ্যমে তাণ্ডব চালায়। এতে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন হত্যাকাণ্ডের শিকার হন।

নওরোজ/এসএইচ

Please Share This Post in Your Social Media

বিডিআর বিদ্রোহের পুনঃতদন্ত শিগগিরই : স্বরাষ্ট্র উপদেষ্টা

নওরোজ ডেস্ক
Update Time : ১২:১১:১৪ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, ১৫ বছর আগে রাজধানীর পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহে সংঘটিত হত্যাকাণ্ডের পুনঃতদন্ত দ্রুতই শুরু হবে। সোমবার (৪ নভেম্বর) সকালে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দফতর পরিদর্শনের পর এ কথা বলেন তিনি।

জাহাঙ্গীর আলম বলেন, পিলখানা হত্যাকাণ্ড তদন্তে কমিশন গঠন করা হবে কি না তা এখন বলা যাচ্ছে না। তবে, অবশ্যই এ হত্যাকাণ্ডের পুনঃতদন্ত করা হবে। আর সেটা দ্রুতই হবে।

অপরাধীকে কোনো অবস্থাতেই ছাড় নয় জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগে অনেক প্রতাপশালী অপরাধী ছাড় পেয়ে যেত। কিন্তু এখন সেটা আর হতে দেওয়া যাবে না।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে একটু উন্নতি হয়েছে, কিন্তু আরও উন্নতি হওয়া দরকার। সেজন্য একটু সময় লাগবে। কারণ, ঢাকার প্রায় সব পুলিশকে আমরা চেঞ্জ করছি। তাদের কিন্তু অলিগলি চিনতেও সময় লাগবে। তাদের ইন্টেলিজেন্স নেটওয়ার্ক করতে সময় লাগবে।

এর আগে, রোববার (৩ নভেম্বর) পিলখানা হত্যার নেপথ্যের কারণ উদঘাটনে পুনঃতদন্ত কমিশন হয়েছে কি না তা রাষ্ট্রপক্ষের কাছে জানতে চেয়েছেন হাইকোর্ট।

উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দপ্তরে বিপথগামী সদস্যরা কিছু দাবি-দাওয়া আদায়ের নামে অগ্নিসংযোগ, লুটপাট ও নির্মম হত্যাযজ্ঞের মাধ্যমে তাণ্ডব চালায়। এতে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন হত্যাকাণ্ডের শিকার হন।

নওরোজ/এসএইচ