ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
৭ বছরে ও সুবর্ণা হত্যার বিচার হয়নি, হুমকির মুখে পরিবার ও আত্মীয়-স্বজন অপচিকিৎসায় রোগীর মৃত্যু; রংপুরে দুই ক্লিনিককে জরিমানা,ওটি সিলগালা পিআর পদ্ধতি দেশকে আরও বেশি স্বৈরতন্ত্রের দিকে ঠেলে দেবে – রিজভী তিন দফা দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দিল শেকৃবি শিক্ষার্থীরা কুবিতে র‍্যাগিংয়ের অভিযোগ অভিযুক্ত ব্যাচের ক্লাস-পরীক্ষা বন্ধ; তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণবাড়িয়ায় আকাশমনি ও ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি ১-১১’র প্রেক্ষাপট তৈরি করে আ.লীগ কর্তৃত্বশীল শাসকরূপে চিহ্নিত হয় : মাওলানা আবদুল হালিম মাদক বিষাক্ত সাপের মতো ব্যক্তি ও সমাজকে নিঃশেষ করে দেয় জুলাই আন্দোলনের অগ্নিস্ফুলিঙ্গ শুরু হয়েছিল রংপুর থেকেই: নাহিদ ইসলাম
রংপুরে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান

বিচারকদের ভাবতে হবে তারা আল্লাহর প্রতিনিধি

কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরো
  • Update Time : ০৯:১৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪
  • / ১১৪ Time View

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ নিজামুল হক নাসিম বলেছেন, সাধারণ মানুষের ন্যায় বিচার নিশ্চিত করা আমাদের দায়িত্ব। বিচারকদের ভাবতে হবে তারা আল্লাহর প্রতিনিধি হয়ে পৃথিবীতে বিচারিক কার্যক্রম পরিচালনা করছেন। সেই সাথে বিচার কার্যক্রম এমনভাবে পরিচালনা করতে হবে যেন বিচারপ্রার্থীরা আদালত থেকে ন্যায় বিচার পেয়েছেন ভাবেন। এ লক্ষ্যে দেশের বিদ্যমান আইনের মধ্যে থেকে আমাদের কাজ করতে হবে।

এশিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার (২৭ জুন) বিকেলে আরডিআরএস বেগম রোকেয়া মিলনায়তনে ‘বিচারিক কার্যক্রমে চ্যালেঞ্জ ও উত্তরণে উপায়’ শীর্ষক জেলা পর্যায়ের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিচারপতি মোহাম্মদ নিজামুল হক নাসিম বলেন, লিগ্যাল এইডের মাধ্যমে গরীব মানুষকে আইনগত সহায়তা প্রদান করতে হবে। লিগ্যাল এইডের কার্যক্রমকে আরও গতিশীল করে মামলার সংখ্যা কমিয়ে আনতে হবে। সেই সাথে লিগ্যাল এইড কর্মকর্তা ও আইনজীবিদের আরও আন্তরিকতার সাথে কাজ করতে হবে।

এশিয়া ফাউন্ডেশনের পরিচালক সাদাত এস শিবলীর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ কৃষ্ণ কান্ত রায়, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুরুজ সরকার, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এফএম আহসানুল হক, জেলা লিগ্যাল এইড কর্মকর্তা, সিনিয়র সহকারী জজ মিনহাজুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহনাজ পারভীন ও ব্লাস্টের পরিচালক মাহবুবা আক্তার।

এ সময় বিচারের দীর্ঘসূত্রিতা এড়াতে নির্ধারিত সময়ে মামলা নিস্পত্তি, ন্যায্য বিচার নিশ্চিত করা, আপোষ মিমাংসা, ভূমি সংক্রান্ত মামলা কমানো, মামলা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিসহ নানা সুপারিশ তুলে ধরা হয়। সভায় বিচারক, আইনজীবি, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

রংপুরে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান

বিচারকদের ভাবতে হবে তারা আল্লাহর প্রতিনিধি

কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরো
Update Time : ০৯:১৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ নিজামুল হক নাসিম বলেছেন, সাধারণ মানুষের ন্যায় বিচার নিশ্চিত করা আমাদের দায়িত্ব। বিচারকদের ভাবতে হবে তারা আল্লাহর প্রতিনিধি হয়ে পৃথিবীতে বিচারিক কার্যক্রম পরিচালনা করছেন। সেই সাথে বিচার কার্যক্রম এমনভাবে পরিচালনা করতে হবে যেন বিচারপ্রার্থীরা আদালত থেকে ন্যায় বিচার পেয়েছেন ভাবেন। এ লক্ষ্যে দেশের বিদ্যমান আইনের মধ্যে থেকে আমাদের কাজ করতে হবে।

এশিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার (২৭ জুন) বিকেলে আরডিআরএস বেগম রোকেয়া মিলনায়তনে ‘বিচারিক কার্যক্রমে চ্যালেঞ্জ ও উত্তরণে উপায়’ শীর্ষক জেলা পর্যায়ের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিচারপতি মোহাম্মদ নিজামুল হক নাসিম বলেন, লিগ্যাল এইডের মাধ্যমে গরীব মানুষকে আইনগত সহায়তা প্রদান করতে হবে। লিগ্যাল এইডের কার্যক্রমকে আরও গতিশীল করে মামলার সংখ্যা কমিয়ে আনতে হবে। সেই সাথে লিগ্যাল এইড কর্মকর্তা ও আইনজীবিদের আরও আন্তরিকতার সাথে কাজ করতে হবে।

এশিয়া ফাউন্ডেশনের পরিচালক সাদাত এস শিবলীর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ কৃষ্ণ কান্ত রায়, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুরুজ সরকার, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এফএম আহসানুল হক, জেলা লিগ্যাল এইড কর্মকর্তা, সিনিয়র সহকারী জজ মিনহাজুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহনাজ পারভীন ও ব্লাস্টের পরিচালক মাহবুবা আক্তার।

এ সময় বিচারের দীর্ঘসূত্রিতা এড়াতে নির্ধারিত সময়ে মামলা নিস্পত্তি, ন্যায্য বিচার নিশ্চিত করা, আপোষ মিমাংসা, ভূমি সংক্রান্ত মামলা কমানো, মামলা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিসহ নানা সুপারিশ তুলে ধরা হয়। সভায় বিচারক, আইনজীবি, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।