ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
অর্থপাচার ঠেকাতে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার জাহাজভাঙা শিল্প উপকূলের জন্য মারাত্মক: পরিবেশ উপদেষ্টা চরফ্যাশনে স্ত্রী-সন্তানকে হত্যার দায়ে স্বামী ও দেবরের আমৃত্যু কারাদণ্ড ঘরে আটকে রেখে কিশোরীকে ধর্ষণ, নারী গ্রেফতার টঙ্গীতে ম্যানহোলে পড়ে জ্যোতির মৃত্যু: ৯০ দিনের মধ্যে তদন্তের নির্দেশ নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ: ইসি সানাউল্লাহ জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ চেয়ে ইসিতে আবেদন রাষ্ট্রপতির সাথে নব নিয়োগপ্রাপ্ত ২৫ বিচারপতির সৌজন্য সাক্ষাৎ রায়হান হত্যা মামলার শুনানী পেছালো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত মানতে ফের বিজ্ঞপ্তি

বিক্ষোভে উত্তাল ইন্দোনেশিয়া, নিখোঁজ ২০

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : ০৭:১৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • / ৬৯ Time View

বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইন্দোনেশিয়া।দেশটির আইন প্রণেতাদের জন্য বিশাল সুযোগ-সুবিধা প্রদানের ফলে সহিংস বিক্ষোভ শুরুর পর অন্তত ছয়জন নিহত হয়েছেন, নিখোঁজ হয়েছেন ২০ জন। আজ মঙ্গলবার একটি মানবাধিকার সংস্থা এই তথ্য জানিয়েছে।

আধাসামরিক পুলিশ ইউনিটের হাতে একজন তরুণ ডেলিভারিম্যানকে হত্যার ফুটেজ ছড়িয়ে পড়ার পর এই বিক্ষোভ শুরু হয়, ক্রমেই তা তীব্র আকার ধারণ করে।  গত সপ্তাহে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে কমপক্ষে ছয় জন নিহত হয়েছে।

কমিশন ফর দ্য ডিসঅ্যাপিয়র্ড অ্যান্ড ভিকটিমস অফ ভায়োলেন্স (কন্ট্রাএস) -এ জমা দেওয়া পাবলিক রিপোর্টের ভিত্তিতে ১ সেপ্টেম্বর পর্যন্ত, ২৩ জন নিখোঁজ ব্যক্তির রিপোর্ট পাওয়া গেছে। এক বিবৃতিতে তারা বলেছে, ‘অনুসন্ধান ও যাচাইকরণ প্রক্রিয়ার পরেও, ২০ জন নিখোঁজ ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়নি।’

সংস্থাটি জানিয়েছে, বান্দুং, ডেপোক এবং মধ্য জাকার্তা, পূর্ব জাকার্তা ও উত্তর জাকার্তার প্রশাসনিক শহরগুলোতে ২০ জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে একটি ঘটনা অজানা স্থানে ঘটেছে।

সোমবার জাতিসংঘ বিক্ষোভে অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগের তদন্তের আহ্বান জানিয়েছে।

১০ মাস আগে দেশটির সাবেক জেনারেল ক্ষমতা গ্রহণের পর থেকে এটি ছিল সবচেয়ে ভয়াবহ বিক্ষোভ।

সোমবার রাজধানী জাকার্তা জুড়ে সামরিক বাহিনী মোতায়েন করা হয়। এদিকে, শত শত মানুষ আবার সংসদের বাইরে জড়ো হয়েছিল এবং আরও বেশ কয়েকটি শহরে সংঘর্ষ ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে।

Please Share This Post in Your Social Media

বিক্ষোভে উত্তাল ইন্দোনেশিয়া, নিখোঁজ ২০

আন্তর্জাতিক ডেস্ক
Update Time : ০৭:১৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইন্দোনেশিয়া।দেশটির আইন প্রণেতাদের জন্য বিশাল সুযোগ-সুবিধা প্রদানের ফলে সহিংস বিক্ষোভ শুরুর পর অন্তত ছয়জন নিহত হয়েছেন, নিখোঁজ হয়েছেন ২০ জন। আজ মঙ্গলবার একটি মানবাধিকার সংস্থা এই তথ্য জানিয়েছে।

আধাসামরিক পুলিশ ইউনিটের হাতে একজন তরুণ ডেলিভারিম্যানকে হত্যার ফুটেজ ছড়িয়ে পড়ার পর এই বিক্ষোভ শুরু হয়, ক্রমেই তা তীব্র আকার ধারণ করে।  গত সপ্তাহে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে কমপক্ষে ছয় জন নিহত হয়েছে।

কমিশন ফর দ্য ডিসঅ্যাপিয়র্ড অ্যান্ড ভিকটিমস অফ ভায়োলেন্স (কন্ট্রাএস) -এ জমা দেওয়া পাবলিক রিপোর্টের ভিত্তিতে ১ সেপ্টেম্বর পর্যন্ত, ২৩ জন নিখোঁজ ব্যক্তির রিপোর্ট পাওয়া গেছে। এক বিবৃতিতে তারা বলেছে, ‘অনুসন্ধান ও যাচাইকরণ প্রক্রিয়ার পরেও, ২০ জন নিখোঁজ ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়নি।’

সংস্থাটি জানিয়েছে, বান্দুং, ডেপোক এবং মধ্য জাকার্তা, পূর্ব জাকার্তা ও উত্তর জাকার্তার প্রশাসনিক শহরগুলোতে ২০ জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে একটি ঘটনা অজানা স্থানে ঘটেছে।

সোমবার জাতিসংঘ বিক্ষোভে অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগের তদন্তের আহ্বান জানিয়েছে।

১০ মাস আগে দেশটির সাবেক জেনারেল ক্ষমতা গ্রহণের পর থেকে এটি ছিল সবচেয়ে ভয়াবহ বিক্ষোভ।

সোমবার রাজধানী জাকার্তা জুড়ে সামরিক বাহিনী মোতায়েন করা হয়। এদিকে, শত শত মানুষ আবার সংসদের বাইরে জড়ো হয়েছিল এবং আরও বেশ কয়েকটি শহরে সংঘর্ষ ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে।