বিকাশ প্রতারণাসহ একাধিক জালিয়াতির ঘটনায় গ্রেফতার ৩
- Update Time : ০৫:৪৩:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
- / ২১ Time View
সাম্প্রতিক সময়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সাইবার ক্রাইম, বিকাশ প্রতারণাসহ একাধিক জালিয়াতির ঘটনার সক্রিয় আসামি মো: মাহিনুর রহমান মাহী (১৯), মোঃ তরিকুল ইসলাম ইমন (২০) ও মো: সাদমান সাকিব প্রিয়মকে (২১) রাজধানীর মিরপুর মডেল থানাধীন এলাকা থেকে গ্রেফতার করে র্যাব-৩।
সিনিয়র সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ বিষয়টি নিশ্চিত করেন।
সনদ বড়ুয়া জানান, ধৃত মাহিনুর ও তার সহযোগী তরিকুল ও সাদমান যোগসাজোসে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সাইবার ক্রাইম, বিকাশ প্রতারণাসহ একাধিক জালিয়াতি করে আসছে।
র্যাব-৩ এর একটি আভিযানিক দল বিকাশ প্রতারণার ক্লুলেছ আসামির তথ্য উৎঘাটন করার সময় সাইবার ক্রাইম, বিকাশ প্রতারণাসহ জালিয়াতির একটি সংঘবদ্ধ চক্রের তথ্য হাতে পায়। পরবর্তীতে উক্ত তথ্যর রহস্য উৎঘাটন করাকালীন র্যাব-৩ মাহিনুর ও তার সহযোগী তরিকুল ও সাদমান এর সক্রিয়তার প্রমাণ পায়। এক পর্যায়ে আসামিদের সংশ্লিষ্টতার সত্যতা নিশ্চিত করে ধৃত মাহিনুর ও তার সহযোগী তরিকুল ও সাদমান এর হেফাজত হতে বিকাশ প্রতারণার কাজে ব্যবহৃত অ্যান্ড্রয়েড মোবাইলফোন ১১ টি, বাটন মোবাইল ফোন ৩৪ টি এনআইডি কার্ড ৮৩ টি, প্রিন্টার মেশিন ১ টি এবং ১ টি লেমিনেটিং মেশিনসহ রাজধানীর মিরপুর মডেল থানাধীন এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়।
উল্লেখিত আলামত সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় যে, উপরোক্ত জাল পরিচয় পত্র প্রিন্টার মেশিনের মাধ্যমে প্রিন্ট করে এবং লেমিনেটিং মেশিন দিয়ে লেমিনেটিং করে, বিভিন্ন উপায়ে জালিয়াতি করে।
এছাড়াও আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় সাইবার ক্রাইমে একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।






















































































































































































