বাসযাত্রীর পায়ুপথ থেকে ১৯৯৯ ইয়াবা উদ্ধার

- Update Time : ০৮:০৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
- / ১১৪ Time View
চকরিয়ায় পুলিশ চেক পোস্টে গোপন সংবাদের ভিত্তিতে একটি চেয়ারকোচে তল্লাশি চালিয়ে পায়ুপথে ইয়াবা পাচারকালে ১৯০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
৭ আগস্ট চকটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এর নির্দেশে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের এক নং ওয়ার্ডস্থ রিংভং ছিড়া পাহাড় নতুন মসজিদের সামনে চট্টগ্রাম টু কক্সবাজার মহাসড়কের উপর থানা পুলিশের চেক পোস্টে আসামী-মোঃ আজাদ (৩৭) কে আটক করা হয়।
আটক মো: মোহাম্মদ আজাদ নোয়াখালী জেলার সুধারাম থানার কাঞ্চনপুর মৃত নুরুল আমিনের পুত্র,পরবর্তীতে উক্ত আসামী মোঃ আজাদকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ভর্তি অবস্থায় আসামীকে ডাক্তারের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করিয়ে তার পায়ুপথ থেকে সর্বমোট ১৯০০ পিস ইয়াবা ট্যাবলেট বাহির করা হয়। সংশ্লিষ্ট মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।