ব্রেকিং নিউজঃ
বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু
নওগাঁ প্রতিনিধি
- Update Time : ১০:৩৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩
- / ২২৮ Time View
নওগাঁর মহাদেবপুরে গোসলখানায় রাখা পানিভর্তি বালতির পানিতে পড়ে ওয়াসিফা আকতার (২) নামে এক শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সে উপজেলার সদর ইউনিয়নের নাটশাল গ্রামের মাওলানা জয়নাল আবেদীনের মেয়ে।
ওই গ্রামের ইউপি মেম্বার ও প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানান, রোববার (২১ মে) দুপুরে বাড়ির লোকজন গোসল করার জন্য গোসলখানায় একটি বড় বালতিতে পানি ভর্তি করে রাখেন। এ সময় শিশু ওয়াসিফা সেখানে গিয়ে পানি নিয়ে খেলতে শুরু করে।
এক পর্যায়ে পানির ভিতর মাথা ডুবে পা উপরে উঠে যায় তার। কিছুক্ষণ পর বাড়ির লোকজন বিষয়টি জানতে পেরে ওয়াসিফাকে পানিতে মাথা ডুবানো অবস্থা থেকে উদ্ধার করেন।
অচেতন অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাবার সময় পথেই তার মৃত্যু হয়।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।