বাবা ও ছেলের শয্যাসঙ্গী অভিনেত্রী, যা বললেন সেলিনা জেটলি
- Update Time : ০৬:১৬:২২ অপরাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩
- / ২৯৫ Time View
বিংশ শতাব্দীর শুরুর দিকে মিস ইন্ডিয়া খেতাব জিতেছিলেন সেলিনা জেটলি। এর পরপর বেশ কয়েকটি হিন্দি ছবিতে অভিনয় করেছিলেন। কিছু ছবি সাফল্যের মুখও দেখেছিল কিন্তু ক্যারিয়ারের মধ্যগগনে আচমকাই বিয়ে করেন এ বলিউড অভিনেত্রী।
২০০১ সালে ‘জানশীন’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় সেলিনার। আর্কষণীয় চেহারার অধিকারী সেলিনাকেই ছেলের অভিষেক ছবির নায়িকা হিসেবে নির্বাচন করেন অভিনেতা-পরিচালক ফিরোজ খান। সাহসী দৃশ্যে ও পোশাকে নজর কাড়েন অভিনেত্রী। কিন্তু অভিনয়ের জন্য মাঝেমধ্যেই কটাক্ষের শিকার হতে হয়েছে এই অভিনেত্রীকে। এক সময় নিজে থেকেই সরে যান এই গ্ল্যামার দুনিয়ার চাকচিক্য থেকে।
এবার সেলিনাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন স্বঘোষিত চিত্র সমালোচক উমের সান্ধু।
দুবাইয়ের এই স্বঘোষিত চিত্রসমালোচক উমের সান্ধু সেলিনাকে নিয়ে টুইট করেন। তিনি লেখেন, ‘সেলিনা ভারতের একমাত্র অভিনেত্রী যিনি বাবা (ফিরোজ খান) এবং ছেলে (ফারদিন খান) দু’জনের শয্যাসঙ্গিনী।’
টুইট নজরে পড়ে সেলিনার। এমন অশালীন টুইটের বিরুদ্ধে ফুঁসে ওঠেন ‘নো এন্ট্রি’ ছবির অভিনেত্রী। তিনি পাল্টা টুইট করে লেখেন, ‘মিস্টার সান্ধু, এই টুইটটি পোস্ট করায় আপনি হয়তো পুরুষ হওয়ার দৌড়ে দৈর্ঘ্যে ও পরিধিতে বেড়েছেন, আপনার হয়তো একটু আশাও বেড়েছে যে আপনার যৌন অক্ষমতা সেরে উঠবে। বিশ্বাস করুন সেরে ওঠার আরও উপায় রয়েছে। চাইলে আপনি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন, দয়া করে সময় নিয়ে নিজের চিকিৎসা করিয়ে নেবেন!’
কুরুচিকর টুইটের পাল্টা জবাব দেওয়ায় সেলিনার প্রশংসা করেছেন নেটাগরিকদের একাংশ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়