ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বান্দরবানে মানবেন্দ্র নারায়ণ লারমার ৪১তম মৃত্যুবার্ষিকী পালন

রিমন পালিত, বান্দরবান প্রতিনিধি
  • Update Time : ০৫:২৮:২১ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
  • / ৩৪ Time View

বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারায়ণ লারমার ৪১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়ে‌ছে।রোববার (১০ নভেম্বর) সকালে বান্দরবান জেলা সদরের বালাঘাটায় ইউনাইটেড পিপল ডেমোক্রেটিব ফ্রন্ট গণতান্ত্রিক বালাঘাটা কার্যালয় থেকে হতে প্রভাতফেরির মাধ্যমে মানবেন্দ্র নারায়ণ লারমার ৪১তম মৃত্যুবার্ষিকী উদযাপনের কর্মসূচি শুরু হয়।

এসময় খালি পায়ে কালো পতাকা ও ব্যানার হাতে নিয়ে দলীয় নেতাকর্মীরা গণতান্ত্রিক সমিতির কার্যালয় হতে বের হ‌য়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শে‌ষে আবার একই স্থা‌নে এসে জমায়েত হয়। এ সময় প্রভাত ফেরী, পুষ্পস্তবক অর্পণ ও স্মরণ সভার আয়োজন করা হয়।পরে দলীয় কার্যালয়ে এক শোকসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত থে‌কে সভাপতিত্ব ও বক্তব্য প্রদান করেন ইউনাইটেড পিপল ডেমোক্রেটিব ফ্রন্ট গণতান্ত্রিক বান্দরবান জেলা কমিটির সভাপতি উবামং মারমা, অনুষ্ঠানে এ সময় আরো উপস্থিত ছিলেন গণতান্ত্রিক কেন্দ্রীয় কমিটির সদস্য মংপ্রু মারমা হেডম্যান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা শাখার সভাপতি মং শৈ প্রু ত্রিপুরা, গণতান্ত্রিক বান্দরবান জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক বিকাশ চাকমা, গণতান্ত্রিক পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় নেতা সুবীর চাকমা, গণতান্ত্রিক বান্দরবান জেলা কমিটির সাধারণ সম্পাদক জুয়েল ত্রিপুরা সহ জেলা উপজেলা থেকে আগত সংগঠনের সকল নেতাকর্মী ও সদস্যবৃন্দ ।

সভায় বক্তারা মানবেন্দ্র নারায়ণ লারমা সংগ্রামী জীবনের কথা তুলে ধরে বলেন, এমএন লারমা তাঁর জীবন শোষিত, নিপীড়িত ও অধিকারহারা মানুষের মাঝে বিলিয়ে দিয়েছেন। এমএন লারমা জীবনভর স্বজাতির অধিকারের লড়াইয়ে সামিল ছিলেন।

বক্তারা আরো বলেন, লড়াই সংগ্রাম ছাড়া পৃথিবীতে কোনো জাতির অস্তিত্ব টিকে থাকেনি। তাই সকল সহিংসতা ভুলে পার্বত্য জেলা বান্দরবানে যাতে সকলে মিলেমিশে একসাথে বসবাস করতে পারে সেজন্য ইউনাইটেড পিপল ডেমোক্রেটিব ফ্রন্ট গণতান্ত্রিক সব সময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও দেশের উন্নয়নে পার্বত্য জেলা বান্দরবানকে এগিয়ে নিতে সকল মানুষের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে একত্রিত হয়ে কাজ করবে।

নওরোজ/এসএইচ

Please Share This Post in Your Social Media

বান্দরবানে মানবেন্দ্র নারায়ণ লারমার ৪১তম মৃত্যুবার্ষিকী পালন

রিমন পালিত, বান্দরবান প্রতিনিধি
Update Time : ০৫:২৮:২১ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪

বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারায়ণ লারমার ৪১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়ে‌ছে।রোববার (১০ নভেম্বর) সকালে বান্দরবান জেলা সদরের বালাঘাটায় ইউনাইটেড পিপল ডেমোক্রেটিব ফ্রন্ট গণতান্ত্রিক বালাঘাটা কার্যালয় থেকে হতে প্রভাতফেরির মাধ্যমে মানবেন্দ্র নারায়ণ লারমার ৪১তম মৃত্যুবার্ষিকী উদযাপনের কর্মসূচি শুরু হয়।

এসময় খালি পায়ে কালো পতাকা ও ব্যানার হাতে নিয়ে দলীয় নেতাকর্মীরা গণতান্ত্রিক সমিতির কার্যালয় হতে বের হ‌য়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শে‌ষে আবার একই স্থা‌নে এসে জমায়েত হয়। এ সময় প্রভাত ফেরী, পুষ্পস্তবক অর্পণ ও স্মরণ সভার আয়োজন করা হয়।পরে দলীয় কার্যালয়ে এক শোকসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত থে‌কে সভাপতিত্ব ও বক্তব্য প্রদান করেন ইউনাইটেড পিপল ডেমোক্রেটিব ফ্রন্ট গণতান্ত্রিক বান্দরবান জেলা কমিটির সভাপতি উবামং মারমা, অনুষ্ঠানে এ সময় আরো উপস্থিত ছিলেন গণতান্ত্রিক কেন্দ্রীয় কমিটির সদস্য মংপ্রু মারমা হেডম্যান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা শাখার সভাপতি মং শৈ প্রু ত্রিপুরা, গণতান্ত্রিক বান্দরবান জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক বিকাশ চাকমা, গণতান্ত্রিক পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় নেতা সুবীর চাকমা, গণতান্ত্রিক বান্দরবান জেলা কমিটির সাধারণ সম্পাদক জুয়েল ত্রিপুরা সহ জেলা উপজেলা থেকে আগত সংগঠনের সকল নেতাকর্মী ও সদস্যবৃন্দ ।

সভায় বক্তারা মানবেন্দ্র নারায়ণ লারমা সংগ্রামী জীবনের কথা তুলে ধরে বলেন, এমএন লারমা তাঁর জীবন শোষিত, নিপীড়িত ও অধিকারহারা মানুষের মাঝে বিলিয়ে দিয়েছেন। এমএন লারমা জীবনভর স্বজাতির অধিকারের লড়াইয়ে সামিল ছিলেন।

বক্তারা আরো বলেন, লড়াই সংগ্রাম ছাড়া পৃথিবীতে কোনো জাতির অস্তিত্ব টিকে থাকেনি। তাই সকল সহিংসতা ভুলে পার্বত্য জেলা বান্দরবানে যাতে সকলে মিলেমিশে একসাথে বসবাস করতে পারে সেজন্য ইউনাইটেড পিপল ডেমোক্রেটিব ফ্রন্ট গণতান্ত্রিক সব সময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও দেশের উন্নয়নে পার্বত্য জেলা বান্দরবানকে এগিয়ে নিতে সকল মানুষের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে একত্রিত হয়ে কাজ করবে।

নওরোজ/এসএইচ