ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
টঙ্গীতে আওয়ামী লীগের ‘গোপন ষড়যন্ত্রের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ বিচার বিভাগের স্বাধীনতা এবং দক্ষতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নোয়াখালীতে বিএনপির এক পক্ষের মানববন্ধনে অপর পক্ষের বাধা, সংঘর্ষে আহত ৫ তিস্তাসহ ৫৪টি নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে বাসদের স্মারকলিপি পেশ কুবি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের সময় বৃদ্ধি বাসা থেকে প্রবেশপত্র আনতে ও পরীক্ষার্থীকে কেন্দ্রে পৌঁছে দি‌য়ে সহায়তা ক‌র‌লেন মান‌বিক পুলিশ ফেসবুকে ইসরাইলী পণ্য বিক্রির গুজব, নিরাপত্তাহীনতায় মালিক-কর্মচারীরা টঙ্গীর শীর্ষ সন্ত্রাসী সৈকতসহ ছয় সহযোগী গ্রেফতার জবিতে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচি, মার্কিন ও সৌদি দূতাবাসে স্মারকলিপি প্রদান অতিরিক্ত শুল্কে মার্কিন নাগরিকদের ক্ষতি বেশি

বান্দরবানে পর্যটকদের জন্য চালু হলো ছাদ খোলা বাস

রিমন পালিত, বান্দরবান প্রতিনিধি
  • Update Time : ০৪:২৩:০১ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪
  • / ৯৩ Time View

পর্যটকদের আনন্দময় অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে এবং বিভিন্ন পর্যটন স্পটে ঘুরে বেড়ানোর সুযোগ দিতে প্রথমবারের মতো বান্দরবানে চালু করা হয়েছে ছাদ খোলা বাস।

সোমবার (১৮ নভেম্বর) সকালে হিলভিউ কনভেনশন হলের সামনে এই ছাদখোলা বাসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও হোটেল হিলভিউ ট্যুরিস্ট বাস মালিক কাজল কান্তি দাশ।

জানা গেছে, বাসটিতে ৩০ জনেরও বেশি আরামদায়ক সিটের ব্যবস্থা রাখা হয়েছে। ফোম দিয়ে তৈরি আরামদায়ক সিটের পাশাপাশি গান শোনার জন্য একটি সাউন্ড সিস্টেমও রয়েছে। এই বাসে বসে পর্যটকরা পাহাড়ের মেঘমাখা পরিবেশ উপভোগ করতে পারবেন।

বাসচালক মো. ফোরকান জানান, ছাদখোলা এই বাসে পর্যটকরা বান্দরবানের নীলাচল, মেঘলা, শৈলপ্রপাত, নীলগিরি ও অন্যান্য জনপ্রিয় পর্যটন স্পট ঘুরে দেখতে পারবেন। নির্ধারিত সময় শেষে যাত্রীদের আবার মূল জায়গায় ফিরিয়ে আনা হবে।

হোটেল হিলভিউ ট্যুরিস্ট বাসের মালিক কাজল কান্তি দাশ বলেন,”পাহাড়, নদী ও ঝরনাবেষ্টিত বান্দরবানের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই দেশ-বিদেশ থেকে অসংখ্য পর্যটক আসেন। তাদের নিরাপদ এবং আরামদায়ক ভ্রমণের জন্য এই ছাদখোলা বাস চালু করা হয়েছে। ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে। পর্যটকদের জন্য নতুন এই উদ্যোগ প্রকৃতির সৌন্দর্য উপভোগের নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছেন স্থানীয়রা।

নওরোজ/এসএইচ

Please Share This Post in Your Social Media

বান্দরবানে পর্যটকদের জন্য চালু হলো ছাদ খোলা বাস

রিমন পালিত, বান্দরবান প্রতিনিধি
Update Time : ০৪:২৩:০১ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪

পর্যটকদের আনন্দময় অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে এবং বিভিন্ন পর্যটন স্পটে ঘুরে বেড়ানোর সুযোগ দিতে প্রথমবারের মতো বান্দরবানে চালু করা হয়েছে ছাদ খোলা বাস।

সোমবার (১৮ নভেম্বর) সকালে হিলভিউ কনভেনশন হলের সামনে এই ছাদখোলা বাসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও হোটেল হিলভিউ ট্যুরিস্ট বাস মালিক কাজল কান্তি দাশ।

জানা গেছে, বাসটিতে ৩০ জনেরও বেশি আরামদায়ক সিটের ব্যবস্থা রাখা হয়েছে। ফোম দিয়ে তৈরি আরামদায়ক সিটের পাশাপাশি গান শোনার জন্য একটি সাউন্ড সিস্টেমও রয়েছে। এই বাসে বসে পর্যটকরা পাহাড়ের মেঘমাখা পরিবেশ উপভোগ করতে পারবেন।

বাসচালক মো. ফোরকান জানান, ছাদখোলা এই বাসে পর্যটকরা বান্দরবানের নীলাচল, মেঘলা, শৈলপ্রপাত, নীলগিরি ও অন্যান্য জনপ্রিয় পর্যটন স্পট ঘুরে দেখতে পারবেন। নির্ধারিত সময় শেষে যাত্রীদের আবার মূল জায়গায় ফিরিয়ে আনা হবে।

হোটেল হিলভিউ ট্যুরিস্ট বাসের মালিক কাজল কান্তি দাশ বলেন,”পাহাড়, নদী ও ঝরনাবেষ্টিত বান্দরবানের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই দেশ-বিদেশ থেকে অসংখ্য পর্যটক আসেন। তাদের নিরাপদ এবং আরামদায়ক ভ্রমণের জন্য এই ছাদখোলা বাস চালু করা হয়েছে। ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে। পর্যটকদের জন্য নতুন এই উদ্যোগ প্রকৃতির সৌন্দর্য উপভোগের নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছেন স্থানীয়রা।

নওরোজ/এসএইচ