ঢাকা ০৪:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
৭ বছরে ও সুবর্ণা হত্যার বিচার হয়নি, হুমকির মুখে পরিবার ও আত্মীয়-স্বজন অপচিকিৎসায় রোগীর মৃত্যু; রংপুরে দুই ক্লিনিককে জরিমানা,ওটি সিলগালা পিআর পদ্ধতি দেশকে আরও বেশি স্বৈরতন্ত্রের দিকে ঠেলে দেবে – রিজভী তিন দফা দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দিল শেকৃবি শিক্ষার্থীরা কুবিতে র‍্যাগিংয়ের অভিযোগ অভিযুক্ত ব্যাচের ক্লাস-পরীক্ষা বন্ধ; তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণবাড়িয়ায় আকাশমনি ও ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি ১-১১’র প্রেক্ষাপট তৈরি করে আ.লীগ কর্তৃত্বশীল শাসকরূপে চিহ্নিত হয় : মাওলানা আবদুল হালিম মাদক বিষাক্ত সাপের মতো ব্যক্তি ও সমাজকে নিঃশেষ করে দেয় জুলাই আন্দোলনের অগ্নিস্ফুলিঙ্গ শুরু হয়েছিল রংপুর থেকেই: নাহিদ ইসলাম

বাড়ি ঘিরে বিজিবির অভিযান, মিলল ৬৯টি বোমা

কক্সবাজার জেলা প্রতিনিধি
  • Update Time : ০৭:৪৭:১৯ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
  • / ১৩৭ Time View

কক্সবাজারের টেকনাফে এক বাড়িতে অভিযান চালিয়ে ৬৯টি বোমা ও বোমা তৈরির সরঞ্জাম জব্দ করেছে বিজিবি। এ ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ রোববার ভোররাতে হ্নীলা ইউনিয়নের সীমান্তবর্তী ফুলের ডেইল এলাকার এক জরাজীর্ণ বাড়িতে এই অভিযান চালানো হয়। টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে, ফুলের ডেইলের একটি পরিত্যক্ত বাড়িতে কয়েকজন দুষ্কৃতকারী দেশীয় বোমা তৈরির সরঞ্জামসহ অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে ভোরে লে. কর্নেল আশিকুরের নেতৃত্বে একটি দল বাড়িটি ঘিরে অভিযান পরিচালনা করে। এ সময় কঠোর নিরাপত্তায় আশপাশের এলাকাও ঘিরে ফেলা হয়।

প্রায় তিন ঘণ্টাব্যাপী তল্লাশি চালিয়ে একটি জরাজীর্ণ ঘরের ভেতর থেকে ৬৯টি হাতবোমা, এক কেজি ছয় গ্রাম সালফার, এক কেজি তিন গ্রাম লালা, ৩১টি জর্দার কৌটা, ২২০ গ্রাম তার, একটি প্লাসসহ দুজনকে আটক করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে বাড়ির আঙিনায় অবস্থানরত অপর দুই ব্যক্তি দ্রুত পালিয়ে যান।

অভিযুক্ত দুজন হলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নবুরকান্দি গ্রামের মো. সম্রাট প্রধান এবং নারায়ণগঞ্জের বন্দর উপজেলার দক্ষিণ গারমোরা গ্রামের মো. অন্তর।

দুজনকে জিজ্ঞাসাবাদের উদ্ধৃতি দিয়ে লে. কর্নেল আশিকুর বলেন, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে চুক্তিভিত্তিক বোমা তৈরি করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি ও সরবরাহ করে আসছে। ধারণা করা হচ্ছে, স্থানীয় আধিপত্য বিস্তার, সন্ত্রাস, নাশকতামূলক কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহারের জন্য এসব বোমা তৈরি করা হচ্ছিল।

অভিযুক্তদের জব্দ বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

বাড়ি ঘিরে বিজিবির অভিযান, মিলল ৬৯টি বোমা

কক্সবাজার জেলা প্রতিনিধি
Update Time : ০৭:৪৭:১৯ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫

কক্সবাজারের টেকনাফে এক বাড়িতে অভিযান চালিয়ে ৬৯টি বোমা ও বোমা তৈরির সরঞ্জাম জব্দ করেছে বিজিবি। এ ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ রোববার ভোররাতে হ্নীলা ইউনিয়নের সীমান্তবর্তী ফুলের ডেইল এলাকার এক জরাজীর্ণ বাড়িতে এই অভিযান চালানো হয়। টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে, ফুলের ডেইলের একটি পরিত্যক্ত বাড়িতে কয়েকজন দুষ্কৃতকারী দেশীয় বোমা তৈরির সরঞ্জামসহ অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে ভোরে লে. কর্নেল আশিকুরের নেতৃত্বে একটি দল বাড়িটি ঘিরে অভিযান পরিচালনা করে। এ সময় কঠোর নিরাপত্তায় আশপাশের এলাকাও ঘিরে ফেলা হয়।

প্রায় তিন ঘণ্টাব্যাপী তল্লাশি চালিয়ে একটি জরাজীর্ণ ঘরের ভেতর থেকে ৬৯টি হাতবোমা, এক কেজি ছয় গ্রাম সালফার, এক কেজি তিন গ্রাম লালা, ৩১টি জর্দার কৌটা, ২২০ গ্রাম তার, একটি প্লাসসহ দুজনকে আটক করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে বাড়ির আঙিনায় অবস্থানরত অপর দুই ব্যক্তি দ্রুত পালিয়ে যান।

অভিযুক্ত দুজন হলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নবুরকান্দি গ্রামের মো. সম্রাট প্রধান এবং নারায়ণগঞ্জের বন্দর উপজেলার দক্ষিণ গারমোরা গ্রামের মো. অন্তর।

দুজনকে জিজ্ঞাসাবাদের উদ্ধৃতি দিয়ে লে. কর্নেল আশিকুর বলেন, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে চুক্তিভিত্তিক বোমা তৈরি করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি ও সরবরাহ করে আসছে। ধারণা করা হচ্ছে, স্থানীয় আধিপত্য বিস্তার, সন্ত্রাস, নাশকতামূলক কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহারের জন্য এসব বোমা তৈরি করা হচ্ছিল।

অভিযুক্তদের জব্দ বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।