ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
টিকটক ভিডিও বানাতে গিয়ে নৌকা ডুবে কিশোরের মৃত্যু ফ্যাসিস্টদেরকে আমরা আর ফেরত চাই না : মির্জা ফখরুল আ.লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া প্রত্যেককে দেওয়া হচ্ছে ৫ হাজার টাকা মিরপুরে আগুনে ১৬ জনের লাশ উদ্ধার, তল্লাশি চলছে ১৯ অক্টোবরের মধ্যে এনসিপি প্রতীক না নিলে সিদ্ধান্ত নেবে ইসি এক ক্লিকে আদালতের রায় সরাসরি জেলখানায় পৌঁছে যাবে: আইন উপদেষ্টা সোশ্যাল ইসলামী ব্যাংক থেকে একমাত্র শেয়ারধারী পরিচালকের পদত্যাগ ক্ষুধামুক্ত বিশ্ব গঠনে ছয় দফা প্রস্তাব প্রধান উপদেষ্টার : ‘তিন-শূন্য বিশ্ব’ গড়ার আহ্বান বাংলাদেশ ও বিএনপি : আগামী নির্বাচনে সম্ভাবনার দিগন্ত প্রধান বিচারপতির সঙ্গে সুইডেন ও নরওয়ের ৯ তরুণ রাজনীতিবিদের সাক্ষাৎ

বাঞ্ছারামপুরে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার

মেহেদী হাসান মেহের ,বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • Update Time : ১১:৪৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • / ৩২ Time View

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে দেশীয় ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার করেছে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ। রবিবার (১২ অক্টোবর) দিবাগত মধ্যরাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, বাঞ্ছারামপুর কান্দাপাড়ার ইদন মিয়ার ছেলে আবুল হোসেন ওরফে মেহেদী (২৫), কায়েম মিয়ার ছেলে মো. সোহান (২৫), উজানচর রিফিউজি পাড়ার সাম মিয়ার ছেলে আদিল মিয়া, জগন্নাথপুর উত্তরপাড়ার শহিদ উল্লাহর ছেলে মো. রাসেল (৩৭) এবং কুমিল্লার মুরাদনগর উপজেলার হারুন মিয়া মুন্সির ছেলে ফারুক মুন্সি (৩৪)।

এ সময় তাদের হেফাজত থেকে ৫টি লোহার কিরিচ, ১টি স্টিলের চাপাতি, ১টি লোহার চাপাতি ও ১টি ধারালো ছোরা জব্দ করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মো. কামাল হোসেনের নেতৃত্বে এসআই (নিঃ) মো. হাসান উদ্দিন, এএসআই (নিঃ) ইউসুফ গাজীসহ পুলিশের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২২ সেপ্টেম্বর রাত ২টার দিকে বাঞ্ছারামপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কান্দাপাড়ায় মনোয়ারা বেগমের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতি সংঘটিত হয়। ডাকাত দল অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ঘরের দরজা ভেঙে ৫ লাখ ১০ হাজার টাকার স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল ফোন ও টর্চলাইট লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী মনোয়ারা বেগম বাদী হয়ে ২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫–২০ জনকে আসামি করে মামলা দায়ের করেন (মামলা নং—০৮(১০)২০২৫; ধারা ৩৯৫/৩৯৭ পেনাল কোড)।

বাঞ্ছারামপুর মডেল থানার ওসি মো. হাসান জামিল খান বলেন, গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলছে। তথ্যপ্রযুক্তির মাধ্যমে তাদেরকে গ্রেপ্তার করেছি। ডাকাতির ঘটনায় জড়িত অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

বাঞ্ছারামপুরে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার

মেহেদী হাসান মেহের ,বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
Update Time : ১১:৪৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে দেশীয় ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার করেছে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ। রবিবার (১২ অক্টোবর) দিবাগত মধ্যরাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, বাঞ্ছারামপুর কান্দাপাড়ার ইদন মিয়ার ছেলে আবুল হোসেন ওরফে মেহেদী (২৫), কায়েম মিয়ার ছেলে মো. সোহান (২৫), উজানচর রিফিউজি পাড়ার সাম মিয়ার ছেলে আদিল মিয়া, জগন্নাথপুর উত্তরপাড়ার শহিদ উল্লাহর ছেলে মো. রাসেল (৩৭) এবং কুমিল্লার মুরাদনগর উপজেলার হারুন মিয়া মুন্সির ছেলে ফারুক মুন্সি (৩৪)।

এ সময় তাদের হেফাজত থেকে ৫টি লোহার কিরিচ, ১টি স্টিলের চাপাতি, ১টি লোহার চাপাতি ও ১টি ধারালো ছোরা জব্দ করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মো. কামাল হোসেনের নেতৃত্বে এসআই (নিঃ) মো. হাসান উদ্দিন, এএসআই (নিঃ) ইউসুফ গাজীসহ পুলিশের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২২ সেপ্টেম্বর রাত ২টার দিকে বাঞ্ছারামপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কান্দাপাড়ায় মনোয়ারা বেগমের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতি সংঘটিত হয়। ডাকাত দল অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ঘরের দরজা ভেঙে ৫ লাখ ১০ হাজার টাকার স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল ফোন ও টর্চলাইট লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী মনোয়ারা বেগম বাদী হয়ে ২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫–২০ জনকে আসামি করে মামলা দায়ের করেন (মামলা নং—০৮(১০)২০২৫; ধারা ৩৯৫/৩৯৭ পেনাল কোড)।

বাঞ্ছারামপুর মডেল থানার ওসি মো. হাসান জামিল খান বলেন, গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলছে। তথ্যপ্রযুক্তির মাধ্যমে তাদেরকে গ্রেপ্তার করেছি। ডাকাতির ঘটনায় জড়িত অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।