বাজারে ট্রাই ফোল্ড ফোন আনছে স্যামসাং

- Update Time : ০৬:১৬:১৪ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
- / ৪৮ Time View
হুয়াওয়ে গত বছর বিশ্বের প্রথম ট্রাই ফোল্ড স্মার্টফোন মেট এক্সটি আল্টিমেট ডিজাইন বাজারে এনে তাক লাগিয়ে দিয়েছিল।
এবার নিজেদের ট্রাই ফোল্ড ফোন এনে বিশ্ববাজারে প্রতিযোগিতায় নামতে চলেছে স্যামসাং।
সংশ্লিষ্ট সূত্র ও ডিসপ্লে বিশ্লেষক রস ইয়ংয়ের বরাত দিয়ে টিপস্টার জানিয়েছে, হ্যান্ডসেটটি আগামী বছর জানুয়ারিতে উন্মোচন হতে পারে।
জানা গেছে, দক্ষিণ কোরিয়ার ব্র্যান্ডটি তাদের গ্যালাক্সি আনপ্যাকড নামের একটি ইভেন্টে প্রথম মাল্টি ফোল্ড ফোন আনার ইঙ্গিত দিয়েছিল। অনলাইনে এ ডিভাইসের সম্ভাব্য মডেলের নামের ইঙ্গিত পাওয়া গেছে।
ধারণা করা হচ্ছে, বাজারে ফোনটি গ্যালাক্সি জি ফোল্ড নামে পাওয়া যাবে। কোম্পানিটির জেড ফোল্ড সিরিজের নামকরণের ধারাই অনুসরণ করা হতে পারে। স্যামসাংয়ের গ্যালাক্সি জি ফোল্ডে ৯ দশমিক ৯৬ ইঞ্চি ডিসপ্লে থাকবে বলে ধারণা পাওয়া গেছে।
এটি ভাঁজ করলে ৬ দশমিক ৫৪ ইঞ্চি হবে। স্যামসাংয়ের তিন ভাঁজের ফোনের ফোল্ডিং মেকানিজম হুয়াওয়ে মেট এক্সটি আল্টিমেট ডিজাইন থেকে আলাদা হতে পারে।
আসন্ন হ্যান্ডসেটটির ফোল্ডিং মেকানিজম এমন হবে, যা ডিসপ্লেটিকে দুই দিক থেকেই ভেতরের দিকে ভাঁজ করতে পারবে।
ব্লগ পোস্টে বলা হয়, গ্যালাক্সি জি ফোল্ডের ওজন হুয়াওয়ের স্মার্টফোনটির প্রায় সমান হবে। তবে স্যামসাংয়ের ট্রাই ফোল্ডের হ্যান্ডসেটটি কিছুটা পুরু হবে। গ্যালাক্সি জি ফোল্ডে নতুন তৈরি ডিসপ্লে ও সুরক্ষা ফিল্ম ব্যবহার করা হবে বলেও জানা গেছে।
সম্প্রতি গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে স্যামসাংয়ের প্রডাক্টস অ্যান্ড এক্সপেরিয়েন্সেস অফিসের প্রধান জে কিম কোম্পানির ট্রাই ফোল্ড স্মার্টফোন সামান্য সময়ের জন্য প্রদর্শন করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়