বাকৃবির শাহজালাল হলে ‘শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট -২০২৫’ আয়োজিত
- Update Time : ০৪:০৭:২৬ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
- / ৮৮ Time View
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শাহজালাল হলে আয়োজিত হয়েছে “শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট -২০২৫” এর ফাইনাল ম্যাচ। ম্যাচে ফায়ারস্টর্ম টিম এবং শাহী রেঞ্জার্স টিমের মধ্যে লড়াইয়ে চ্যাম্পিয়ন হয়েছে শাহী রেঞ্জার্স টিম এবং রানার্সআপ ট্রফি জিতে নিয়েছে ফায়ারস্টর্ম টিম।
শুক্রবার (১৪ নভেম্বর) রাতে শাহজালাল হলের অভ্যন্তরে টুর্নামেন্টের আয়োজন করে শাহজালাল হল ছাত্রদল, বাকৃবি শাখা। টুর্নামেন্ট শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেওয়া হয় এবং মেডেল পড়িয়ে পুরষ্কৃত করা হয়।
ফাইনাল ম্যাচের আগে আরও মোট ১৪ টি ম্যাচ অনুষ্ঠিত হয় এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শাহী রেঞ্জার্স, মাইটি স্পার্টানস, বেঙ্গল ওয়ারিয়র্স, ফায়ারস্টর্ম, সুন্দরবন স্ট্রাইকার্স এবং ডমিনেটর টাইগার্স সহ মোট ৬টি দল।
এসময় ম্যাচটিতে অনুপ পালের সভাপতিত্বে এবং আশিকুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন শাহজালাল হলের প্রভোস্ট ড. মো. বদিউজ্জামান খাঁন। সার্বিক তত্বাবধানে ছিলেন বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক কৃষিবিদ মো. আতিকুর রহমান। এছাড়াও হলের আবাসিক শিক্ষার্থী এবং দর্শকদের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশে ম্যাচটির সমাপ্তি হয়।
শিক্ষার্থীরা জানান, টুর্নামেন্টটি হলে শিক্ষার্থীদের মাঝে সৌহার্দ্য, বিনোদন ও খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি করেছে। এমন আয়োজন হলে পরিবেশকে প্রাণবন্ত করে তোলে এবং সবাইকে একইসাথে যুক্ত হওয়ার সুযোগ দেয়। তারা আশা প্রকাশ করেন ভবিষ্যতেও এমন ইতিবাচক উদ্যোগ অব্যাহত থাকবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়







































































































































































































