ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
রূপগঞ্জে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়ায় বাজার থেকে ৬০০ কেজি সরকারি চাল উদ্ধার সিলেটে দুই বছরের শিশুকে ধর্ষণঃ অভিযুক্ত বালক কারাগারে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে তাই আন্দোলনে নেমেছি : গোলাম পরওয়ার আমি যে কাজ করেছি তা বাংলাদেশের ইতিহাসে কোনদিন হয়নিঃ আসিফ নজরুল রূপগঞ্জে চাঁদাবাজি ও প্রবাসীদের মারধরের অভিযোগে ১২ হিজড়া গ্রেফতার স্ত্রীকে তালাক দিয়ে যুবকের ৪০ কেজি দুধ দিয়ে গোসল সচিবালয়কে সিঙ্গেল-ইউজ প্লাস্টিক মুক্ত করতে সরকারের সিদ্ধান্ত কুবি শিক্ষার্থী সুমাইয়াকে ‘ধর্ষণের পর’ হত্যা করা হয়েছে: আসামির স্বীকারোক্তি ব্রাজিল সফরে প্রধান বিচারপতি

বাকৃবির শহীদ নাজমুল আহসান হলে সৌহার্দ্যের ইফতার অনুষ্ঠিত

সাঈদা জাহান খুকী, বাকৃবি প্রতিনিধি
  • Update Time : ০৭:৫৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
  • / ১১৪ Time View

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শহীদ নাজমুল আহসান হলে পবিত্র রমজান উপলক্ষে সৌহার্দ্যের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ মার্চ) তৃতীয় ও চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এই ইফতার মাহফিলে বিভিন্ন অনুষদের প্রায় ৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

বিশ্ববিদ্যালয়ের অন্যতম ঐতিহ্যবাহী ও সুশৃঙ্খল আবাসিক হল হিসেবে পরিচিত শহীদ নাজমুল আহসান হলে বরাবরই পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের চর্চা হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়, যেখানে সিনিয়র ও জুনিয়র শিক্ষার্থীরা একত্রিত হয়ে ইফতার করেন।

হলের খেলার মাঠের সবুজ ঘাসের উপর খোলা আকাশের নিচে আয়োজিত এই ইফতার অনুষ্ঠানে শিক্ষার্থীরা একত্রে বসে ইফতার গ্রহণ করেন, যা তাদের ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় করেছে। ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়।

অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, “এই ধরনের উদ্যোগ আমাদের পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করে এবং হলে একটি ইতিবাচক পরিবেশ তৈরি করে। সিনিয়র-জুনিয়রদের মধ্যকার সৌহার্দ্য বজায় রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

ইফতার নিয়ে ভেটেরিনারি অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সজিব হোসেন বলেন, “শহীদ নাজমুল আহসান হলের শিক্ষার্থীরা সব সময় বিভিন্ন অনুষ্ঠান ও উৎসবে মিলিত হয়ে আনন্দ ভাগাভাগি করেন। পবিত্র রমজানেও তার ব্যতিক্রম হয়নি। সৌহার্দ্যপূর্ণ এই ইফতার মাহফিল শিক্ষার্থীদের পারস্পরিক বন্ধনকে আরও সুদৃঢ় করেছে।”

Please Share This Post in Your Social Media

বাকৃবির শহীদ নাজমুল আহসান হলে সৌহার্দ্যের ইফতার অনুষ্ঠিত

সাঈদা জাহান খুকী, বাকৃবি প্রতিনিধি
Update Time : ০৭:৫৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শহীদ নাজমুল আহসান হলে পবিত্র রমজান উপলক্ষে সৌহার্দ্যের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ মার্চ) তৃতীয় ও চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এই ইফতার মাহফিলে বিভিন্ন অনুষদের প্রায় ৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

বিশ্ববিদ্যালয়ের অন্যতম ঐতিহ্যবাহী ও সুশৃঙ্খল আবাসিক হল হিসেবে পরিচিত শহীদ নাজমুল আহসান হলে বরাবরই পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের চর্চা হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়, যেখানে সিনিয়র ও জুনিয়র শিক্ষার্থীরা একত্রিত হয়ে ইফতার করেন।

হলের খেলার মাঠের সবুজ ঘাসের উপর খোলা আকাশের নিচে আয়োজিত এই ইফতার অনুষ্ঠানে শিক্ষার্থীরা একত্রে বসে ইফতার গ্রহণ করেন, যা তাদের ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় করেছে। ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়।

অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, “এই ধরনের উদ্যোগ আমাদের পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করে এবং হলে একটি ইতিবাচক পরিবেশ তৈরি করে। সিনিয়র-জুনিয়রদের মধ্যকার সৌহার্দ্য বজায় রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

ইফতার নিয়ে ভেটেরিনারি অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সজিব হোসেন বলেন, “শহীদ নাজমুল আহসান হলের শিক্ষার্থীরা সব সময় বিভিন্ন অনুষ্ঠান ও উৎসবে মিলিত হয়ে আনন্দ ভাগাভাগি করেন। পবিত্র রমজানেও তার ব্যতিক্রম হয়নি। সৌহার্দ্যপূর্ণ এই ইফতার মাহফিল শিক্ষার্থীদের পারস্পরিক বন্ধনকে আরও সুদৃঢ় করেছে।”