বাকৃবিতে ‘যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ’ নামে নতুন কমিটি

- Update Time : ০২:০৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
- / ৮৪ Time View
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের নিরাপদ ও সুস্থ শিক্ষাপরিবেশ নিশ্চিত করতে গঠিত এই কমিটির সভাপতি করা হয়েছে কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মাহবুবা জাহান এবং সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. বেনতুল মাওয়া।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. হেলাল উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটি গঠনের তথ্য জানানো হয়। সাত সদস্যবিশিষ্ট এই কমিটিতে আরও রয়েছেন ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিকস বিভাগের অধ্যাপক ড. তাসলিমা খানম, ময়মনসিংহ জজ কোর্টের এডভোকেট তাজকিয়া তুল জান্নাত, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার নোমরোতা হাওয়ি, ইউজিসির অতিরিক্ত পরিচালক মো. মোস্তাফিজুর রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সামিনা লুৎফা।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রণীত ‘উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ’ নীতিমালা অনুসারে এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নীতিমালা অনুযায়ী দুই বছর মেয়াদে এই কমিটি গঠন করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়