বাকৃবিতে বৃহত্তর বরিশাল সমিতির সভাপতি অধ্যাপক ড. আলমগীর, সম্পাদক তানভীর

- Update Time : ০৭:৪৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
- / ২৩ Time View
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অবস্থিত বৃহত্তর বরিশাল সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে ফসল উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আলমগীর হােসেন-২ এবং সাধারণ সম্পাদক হিসেবে পোল্ট্রিবিজ্ঞান বিভাগের লেকচারার তানভীর আহেমদ মনোনীত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধায় বিশ্ববিদ্যালয়ের এনিমল হাজবেন্ড্রি অনুষদীয় গ্যালারিতে বৃহত্তর বরিশাল সমিতির উদ্যোগে আয়োজিত ‘ইফতার ও দোয়া মাহফিল’ অনুষ্ঠানে নবগঠিত কমিটির নাম ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির সভাপতি ও কমিটির অনান্য সদস্যদের নাম ঘোষণা করেন সমিতির সাবেক সভাপতি ও পশুপুষ্টি বিভাগের অধ্যাপক ড. খান মো. সাইফুল ইসলাম।
নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন কমিটির উপদেষ্টা ও পশুবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. রুহুল আমিন, সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছে পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মুনির হোসেন। এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোস্তফা মাহাবুর রাফি সহ ৪জন, সাংগঠনিক সম্পাদক হিসেবে পিয়ারে মাসুম সহ ৫জন, সহ- সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. আতিকুর রহমান আশিক সহ ২জন, দপ্তর সম্পাদক হিসেবে মাহাথির মোহাম্মদ মুবিন, উপ দপ্তর সম্পাদক পদে ৪জন,কোষাধ্যক্ষ হিসেবে হাফসা খাতুন, উপ কোষাধ্যক্ষ পদে ৫জন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে ৩ জন সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়