বাকৃবিতে প্লাস্টিক, ধূমপান ও আবর্জনা নিয়ন্ত্রণে নতুন নির্দেশনা

- Update Time : ০৯:০৫:২৪ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫
- / ৩১ Time View
ক্লাস ও অফিস এলাকায় ধূমপান ও প্লাস্টিক বোতল ব্যবহারে নিষেধাজ্ঞাসহ পরিবেশ সংরক্ষণ ও শৃঙ্খলা বজায় রাখতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) প্রশাসন নতুন কিছু নির্দেশনা জারি করেছে।
রবিবার (২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হেলাল উদ্দীন স্বাক্ষরিত এক এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন থেকে বিশ্ববিদ্যালয় চত্বরে কোনো অনুষ্ঠানে প্লাস্টিক বোতলজাত পানি ব্যবহার বা সরবরাহ করা যাবে না। এছাড়া, কোনো অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ অতিথিদের ফুলের তোড়া বা ডালা প্রদান এবং ক্রেস্ট গ্রহণ-বিতরণও নিষিদ্ধ করা হয়েছে।
শৃঙ্খলা বজায় রাখতে আরও কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ক্লাস ও অফিস এলাকায় ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি ক্যাম্পাসজুড়ে নেশাজাতীয় দ্রব্য গ্রহণের ওপরও সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এছাড়া, নির্ধারিত স্থান ছাড়া অন্য কোথাও ময়লা-আবর্জনা ফেলা যাবে না বলেও নির্দেশনা দিয়েছে প্রশাসন।
এর আগে গত ২৭ ফেব্রুয়ারি বাকৃবি ক্যাম্পাসে প্লাস্টিক ও প্লাস্টিকজাত বোতলের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধীনে পরিচালিত ‘ব্রহ্মপুত্র নদে মাইক্রোপ্লাস্টিক দূষণ: মাছ ও জলজ খাদ্য শৃঙ্খলে বিপর্যয়ের আশঙ্কা’ শীর্ষক গবেষণা প্রকল্পের কর্মশালায় তিনি এই ঘোষণা দেন। কর্মশালায় উপাচার্য বলেন, মাইক্রোপ্লাস্টিক দূষণের কারণে ভারত ও বাংলাদেশ অধিক ঝুঁকিপূর্ণ। এর ব্যবহারজনিত কারণে খাদ্যশৃঙ্খলে মারাত্মক বিপর্যয় ঘটতে পারে। তাই আমি ব্যক্তিগতভাবে সবাইকে অনুরোধ করছি, বাকৃবি ক্যাম্পাসে প্লাস্টিক ও প্লাস্টিকজাত বোতলের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কেউ প্লাস্টিকজাত বোতল ব্যবহার করে এবং তা গণমাধ্যমে প্রকাশ পায়, তবে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে চিহ্নিত করা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়