ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
অবৈধ স্থাপনা ও ফুটপাত দুপুরে উচ্ছেদ, সন্ধ্যায় দখল কলকাতা বিমানবন্দরের কাঁচ ভেঙে পালানোর চেষ্টায় বাংলাদেশি যুবক গ্রেফতার দেশ অস্থিতিশীল করতে চায় আওয়ামী লীগ, সতর্ক পুলিশ রোববার ছাত্রদল-এনসিপির সমাবেশ ঘিরে যান চলাচলে ডিএমপির নির্দেশনা দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন অ্যাডভোকেট মাহমুদুর রহমান দোলন পলিথিন ও শব্দ দূষণ রোধে সারা দেশে জোরালো অভিযান বাঞ্ছারামপুরে গৃহবধূ হত্যা মামলার মূল আসামি গ্রেফতার জামায়াত আমীরকে দেখতে গেলেন নাহিদ আ.লীগ কর্মীদের প্রশিক্ষণের অভিযোগে সেনা কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ চলছে : সেনাবাহিনী ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন ১১৫ নিষেধাজ্ঞা

বাকৃবিতে জুলাই-৩৬ হলে আয়োজিত হয়েছে ‘অনুরণন-জুলাই ৩৬’

বাকৃবি প্রতিনিধি
  • Update Time : ০২:০৪:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • / ১৯৩ Time View

জুলাই-আগস্ট ২০২৪ গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) জুলাই ৩৬ হলে আয়োজিত হয়েছে ‘অনুরণন-জুলাই ৩৬’।

শুক্রবার (১লা আগস্ট) সন্ধ্যা ৬টায় হলের প্রবেশদ্বারে জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে নির্মিত হলের নতুন ফলক উন্মোচন করেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূূঁইয়া। পরবর্তীতে সাড়ে ৭টায় জুলাই ৩৬ হল প্রশাসনের আয়োজনে হলের কমন রুমে অনুষ্ঠানের মূল আয়োজন শুরু হয়।

অনুষ্ঠানে জুলাই ৩৬ হলের প্রভোস্ট অধ্যাপক ড. তাহসিন ফারজানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন এবং বাকৃবি সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. জি এম মুজিবর রহমান, বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, ভেটেরিনারি অনুষদের ডিন ও বাকৃবি সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো বাহানুর রহমান, বাকৃবি শিক্ষক সমিতির সভাপতি ও মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার। এছাড়াও সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং বিভিন্ন অনুষদের অন্যান্য শিক্ষক, হলের আবাসিক শিক্ষার্থীরাসহ হলের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হলের হাউস টিউটর ড. জান্নাতুল ফেরদৌস।

প্রধান অতিথির বক্তব্যে বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, জুলাইয়ের চেতনাকে আমাদের বুকে ধারণ করতে হবে। এই জুলাই-আগস্টের আন্দোলনে যারা আমাদেরকে লাল চক্ষু দেখিয়েছে, তারা যত বড় ক্ষমতাশালী হোক না কেন; আমাদের গায়ে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত এই বাংলার বুকে, বাকৃবির বুকে, কোনদিন তারা ফেরত আসতে পারবে না। প্রতিবছরই এই জুলাইয়ের এই অনুষ্ঠান হবে এবং সবাই জুলাইয়ের শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করবে।

এছাড়াও তিনি বর্তমান তরুণ প্রজন্মকে উদ্দেশ্য করে বলেন, তরুণ প্রজন্ম মানে হলো তারা কোন অন্যায়কে মেনে নেবে না, কারোর চোখ রাঙানোকে ভয় পাবে না, তারা সবসময় সত্যের পেছনে থাকবে এবং সেটিই ঘটেছে আমাদের জুলাই আগস্টের আন্দোলনে। যারা জুলাইয়ের আন্দোলন অংশগ্রহণ করতে পেরেছে তারা অনেক গর্বিত কিন্তু যারা পারেনি তাদের সারা জীবন এই অংশগ্রহণ না করার দুঃখ বয়ে বেড়াতে হবে। জুলাই ৩৬, এমন ঐতিহাসিক একটি নাম যেটি এসেছে তরুণদের মাথা থেকে। তরুণদের অবারিত সুযোগ সামনে আছে। তাদের ক্ষেত্র শুধু বাকৃবিতে সীমাবদ্ধ থাকবে না, সারা পৃথিবী হবে তাদের চর্চার ক্ষেত্র।

Please Share This Post in Your Social Media

বাকৃবিতে জুলাই-৩৬ হলে আয়োজিত হয়েছে ‘অনুরণন-জুলাই ৩৬’

বাকৃবি প্রতিনিধি
Update Time : ০২:০৪:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫

জুলাই-আগস্ট ২০২৪ গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) জুলাই ৩৬ হলে আয়োজিত হয়েছে ‘অনুরণন-জুলাই ৩৬’।

শুক্রবার (১লা আগস্ট) সন্ধ্যা ৬টায় হলের প্রবেশদ্বারে জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে নির্মিত হলের নতুন ফলক উন্মোচন করেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূূঁইয়া। পরবর্তীতে সাড়ে ৭টায় জুলাই ৩৬ হল প্রশাসনের আয়োজনে হলের কমন রুমে অনুষ্ঠানের মূল আয়োজন শুরু হয়।

অনুষ্ঠানে জুলাই ৩৬ হলের প্রভোস্ট অধ্যাপক ড. তাহসিন ফারজানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন এবং বাকৃবি সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. জি এম মুজিবর রহমান, বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, ভেটেরিনারি অনুষদের ডিন ও বাকৃবি সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো বাহানুর রহমান, বাকৃবি শিক্ষক সমিতির সভাপতি ও মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার। এছাড়াও সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং বিভিন্ন অনুষদের অন্যান্য শিক্ষক, হলের আবাসিক শিক্ষার্থীরাসহ হলের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হলের হাউস টিউটর ড. জান্নাতুল ফেরদৌস।

প্রধান অতিথির বক্তব্যে বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, জুলাইয়ের চেতনাকে আমাদের বুকে ধারণ করতে হবে। এই জুলাই-আগস্টের আন্দোলনে যারা আমাদেরকে লাল চক্ষু দেখিয়েছে, তারা যত বড় ক্ষমতাশালী হোক না কেন; আমাদের গায়ে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত এই বাংলার বুকে, বাকৃবির বুকে, কোনদিন তারা ফেরত আসতে পারবে না। প্রতিবছরই এই জুলাইয়ের এই অনুষ্ঠান হবে এবং সবাই জুলাইয়ের শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করবে।

এছাড়াও তিনি বর্তমান তরুণ প্রজন্মকে উদ্দেশ্য করে বলেন, তরুণ প্রজন্ম মানে হলো তারা কোন অন্যায়কে মেনে নেবে না, কারোর চোখ রাঙানোকে ভয় পাবে না, তারা সবসময় সত্যের পেছনে থাকবে এবং সেটিই ঘটেছে আমাদের জুলাই আগস্টের আন্দোলনে। যারা জুলাইয়ের আন্দোলন অংশগ্রহণ করতে পেরেছে তারা অনেক গর্বিত কিন্তু যারা পারেনি তাদের সারা জীবন এই অংশগ্রহণ না করার দুঃখ বয়ে বেড়াতে হবে। জুলাই ৩৬, এমন ঐতিহাসিক একটি নাম যেটি এসেছে তরুণদের মাথা থেকে। তরুণদের অবারিত সুযোগ সামনে আছে। তাদের ক্ষেত্র শুধু বাকৃবিতে সীমাবদ্ধ থাকবে না, সারা পৃথিবী হবে তাদের চর্চার ক্ষেত্র।